মুম্বই, 5 সেপ্টেম্বর: দু‘দিনের মুম্বই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Visit Ganesh Pandals in Mumbai ) ৷ বাণিজ্য নগরীতে রবিবার রাতেই পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ গণেশ পুজোর জন্য বিখ্য়াত মুম্বই ৷ সেখানেই বিখ্যাত লালবাগচা রাজা (Lalbaugcha Raja) এলাকার গণপতি মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷ পাশপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন বিজেপির এক নেতা ৷
রাজনৈতিক মহলের মতে গণেশ উৎসবে যোগ দিতে মুম্বই এলেও অমিতের লক্ষ্য পৌরনিগমের নির্বাচন ৷ চলতি মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে মুম্বইয়ে (Brihanmumbai Municipal Corporation) নির্বাচন ৷ তার আগেই শাহ-র বাণিজ্য নগরীর সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ৷ মুম্বই পৌরনিগমের রাশ এখনও শিব সেনার হাতে ৷ আসন্ন নির্বাচনে মুম্বই পৌরনিগমের ক্ষমতা নেওয়াই লক্ষ্য পদ্ম শিবিরের ৷ এটিকে ফলপ্রসূ করতেই তিনি মুম্বই এসেছেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের ৷
আরও পড়ুন: গরুপাচার মামলা থেকে অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
জানা গিয়েছে, দু‘দিনের মুম্বই সফরের মধ্যে আজ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনে বৈঠক করতে পারেন ৷ এছড়াও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাতের পর পোয়ায় একটি স্কুলের (A M Naik School in Powai) উদ্বোধন করবেন তিনি ৷ সেইসঙ্গে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা এলাকার গণেশ মন্ডপ পরিদর্শন করেবন বলে জানিয়েছেন মুম্বইয়ের বিজেপির প্রধান মুখপাত্র আশিস শেলার (Ashish Shelar) ৷
মাস দুয়েক আগে টানটান রাজনৈতিক নাটকের সাক্ষী থেকেছে মহারাষ্ট্র । শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি পরিচালিত সরকার ভেঙে যায় । শিবসেনার বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিন্ডে । টানা নাটকের পর পদ ছাড়েন উদ্ধব । বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৈরি হয় নতুন মন্ত্রিসভা । এবার পৌরনিগমের নির্বাচন ঘিরে নতুন করে উতপ্ত হতে শুরু করেছে মুম্বইয়ের রাজনৈতিক পরিস্থিতি ।