ETV Bharat / bharat

Saket Gokhale: 'বিজেপির নির্দেশেই আমাকে গ্রেফতার করা হয়েছিল', তোপ সাকেতের

দ্বিতীয়বার জামিনে মুক্ত হয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র (TMC Spokesperson) তথা সমাজকর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷ কী বললেন তিনি ?

TMC spokesperson Saket Gokhale claims he was arrested on orders of BJP
Saket Gokhale: 'বিজেপির নির্দেশেই আমাকে গ্রেফতার করা হয়েছিল', তোপ সাকেতের
author img

By

Published : Dec 10, 2022, 1:43 PM IST

Updated : Dec 10, 2022, 2:14 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: "বিজেপির নির্দেশেই আমাকে গ্রেফতার করা হয়েছিল ৷ তারপর আমি জামিন পাই ৷ তারপর ফের গ্রেফতার হই ৷ আবারও জামিন পাই ৷ মাত্র চারদিনের মধ্যেই এই ঘটনা ঘটে যায় ৷ আমার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগের কাছে আমি কৃতজ্ঞ ৷" দ্বিতীয়বার জামিনে মুক্ত হওয়ার পর একথা বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র (TMC Spokesperson) তথা সমাজকর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷

সাকেতের সাফ কথা, বিজেপি যদি মনে করে এভাবে হেনস্থা করলেই তাঁর মনোবল ভেঙে দেওয়া যাবে, তাহলে সেটা বিরাট ভুল ৷ তাঁর কথায়, "এই ধরনের পদক্ষেপ আমাকে আরও দৃঢ় করবে ৷ ওঁদের কাছে আমি কঠিন হয়ে উঠব ৷" এই ইস্যুতে শনিবার পরপর বেশ কয়েকটি টুইট করেছেন সাকেত ৷ তাঁর অভিযোগ, তাঁকে জেলে ঢোকাতে বিজেপি নেতারাই চক্রান্ত করেছিলেন ৷ জামিনে মুক্তির পর সেই বিজেপিকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন সাকেত ৷

আরও পড়ুন: ফের জামিন সাকেতের, গ্রেফতারি নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল

উল্লেখ্য, গত 1 ডিসেম্বর নিজের টুইটার হ্য়ান্ডেলে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর 'পোস্ট' করেন সাকেত ৷ সেই খবরে দাবি করা হয়, গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর মোরবি সফরের জন্য 30 কোটি টাকা খরচ করা হয় ! সংশ্লিষ্ট সূত্রের দাবি, তথ্য জানার অধিকার বা আরটিআই আইনের সহযোগিতায় মোদির মোরবি সফরের খরচ সংক্রান্ত তথ্য মিলেছে ৷

এর কিছুক্ষণের মধ্যেই পিআইবির তরফে আরও একটি টুইট করা হয় ৷ তাতে দাবি করা হয়, সাকেত যে 'খবর' টুইট করেছেন, সেটি আদতে 'ভুয়ো' ৷ এরপর একাধিক ধারায় সাকেত গোখলের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ তার জেরেই গত 6 ডিসেম্বর গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে ৷ গত বৃহস্পতিবার আহমেদাবাদের আদালত সাকেতের জামিন মঞ্জুর করে ৷ কিন্তু, এর কয়েক ঘণ্টা কাটতে না কাটতে আরও একটি অভিযোগে গ্রেফতার করা হয় সাকেতকে ৷

এদিকে, এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আসরে নেমেছে সাকেতের দল তৃণমূল কংগ্রেস ৷ গুজরাতে প্রতিনিধিদলও পাঠিয়েছে বাংলার শাসকশিবির ৷ সেইসঙ্গে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও লিখেছে তারা ৷ তৃণমূলের দাবি, সাকেত গোখলেকে রাজনৈতিক কারণেই দফায় দফায় গ্রেফতার করা হয়েছে ৷

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: "বিজেপির নির্দেশেই আমাকে গ্রেফতার করা হয়েছিল ৷ তারপর আমি জামিন পাই ৷ তারপর ফের গ্রেফতার হই ৷ আবারও জামিন পাই ৷ মাত্র চারদিনের মধ্যেই এই ঘটনা ঘটে যায় ৷ আমার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগের কাছে আমি কৃতজ্ঞ ৷" দ্বিতীয়বার জামিনে মুক্ত হওয়ার পর একথা বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র (TMC Spokesperson) তথা সমাজকর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷

সাকেতের সাফ কথা, বিজেপি যদি মনে করে এভাবে হেনস্থা করলেই তাঁর মনোবল ভেঙে দেওয়া যাবে, তাহলে সেটা বিরাট ভুল ৷ তাঁর কথায়, "এই ধরনের পদক্ষেপ আমাকে আরও দৃঢ় করবে ৷ ওঁদের কাছে আমি কঠিন হয়ে উঠব ৷" এই ইস্যুতে শনিবার পরপর বেশ কয়েকটি টুইট করেছেন সাকেত ৷ তাঁর অভিযোগ, তাঁকে জেলে ঢোকাতে বিজেপি নেতারাই চক্রান্ত করেছিলেন ৷ জামিনে মুক্তির পর সেই বিজেপিকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন সাকেত ৷

আরও পড়ুন: ফের জামিন সাকেতের, গ্রেফতারি নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল

উল্লেখ্য, গত 1 ডিসেম্বর নিজের টুইটার হ্য়ান্ডেলে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর 'পোস্ট' করেন সাকেত ৷ সেই খবরে দাবি করা হয়, গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর মোরবি সফরের জন্য 30 কোটি টাকা খরচ করা হয় ! সংশ্লিষ্ট সূত্রের দাবি, তথ্য জানার অধিকার বা আরটিআই আইনের সহযোগিতায় মোদির মোরবি সফরের খরচ সংক্রান্ত তথ্য মিলেছে ৷

এর কিছুক্ষণের মধ্যেই পিআইবির তরফে আরও একটি টুইট করা হয় ৷ তাতে দাবি করা হয়, সাকেত যে 'খবর' টুইট করেছেন, সেটি আদতে 'ভুয়ো' ৷ এরপর একাধিক ধারায় সাকেত গোখলের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ তার জেরেই গত 6 ডিসেম্বর গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে ৷ গত বৃহস্পতিবার আহমেদাবাদের আদালত সাকেতের জামিন মঞ্জুর করে ৷ কিন্তু, এর কয়েক ঘণ্টা কাটতে না কাটতে আরও একটি অভিযোগে গ্রেফতার করা হয় সাকেতকে ৷

এদিকে, এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আসরে নেমেছে সাকেতের দল তৃণমূল কংগ্রেস ৷ গুজরাতে প্রতিনিধিদলও পাঠিয়েছে বাংলার শাসকশিবির ৷ সেইসঙ্গে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও লিখেছে তারা ৷ তৃণমূলের দাবি, সাকেত গোখলেকে রাজনৈতিক কারণেই দফায় দফায় গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated : Dec 10, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.