ETV Bharat / bharat

TMC Tripura : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, সেখানেও কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা - TMC Tripura : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, এবারে সেখানেও কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিছিলের পরই ত্রিপুরায় একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ এদিন বাঁধারঘাটে দুই তৃণমূল কর্মী বিজেপির মারধরে জখম হয়েছেন বলে অভিযোগ ৷ বাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷ জখম কর্মীদের দেখতে যান কুণাল ঘোষ ও শান্তনু সেন ৷

প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় তৃণমূলের মিছিল ৷
প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় তৃণমূলের মিছিল ৷
author img

By

Published : Aug 28, 2021, 4:34 PM IST

আগরতলা, 28 অগস্ট : গতকালই আক্রান্ত হয়েছেন ছাত্র সংগঠনের সভানেত্রী ৷ শনিবার ফের আক্রান্ত হলেন দলের কর্মী ৷ শুধু মারধরই নয়, কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷ এদিন ভাঙচুরের খবর পেয়েই এলাকায় যান শান্তনু সেন আর কুণাল ঘোষ ৷ পাশাপাশি বাংলার মতো ত্রিপুরাতেও কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ক্যামেরা এবং মাইকের ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্যের 150টি জায়গায় ৷

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরায় মিছিল করল তৃণমূল কংগ্রেস ৷ নেতৃত্ব দেন শান্তনু, কুণালরা ৷ বনমালীপুর থেকে আগরতলা আট দফা দাবিতে মিছিল করেন তৃণমূল কর্মীরা ৷ এই মিছিলের পরই বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠতে থাকে বিজেপির বিরুদ্ধে ৷

অভিযোগ, বাঁধারঘাটে মুজিবর রহমান নামে এক তৃণমূল কর্মীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়েছে ৷ বাড়িও ভাঙচুর করা হয়েছে তাঁর ৷ শুভঙ্কর দেব নামে আরও এক কর্মীকেও মারধর করেছে বিজেপির লোকজন ৷ এদিন দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবরে এলাকায় যান সাংসদ শান্তনু সেন এবং দলীয় মুখপাত্র কুণাল ঘোষ ৷ জখম দুই কর্মীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় তৃণমূলের মিছিল ৷

পাশাপাশি শুক্রবার আগরতলার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সঙ্গে ঝামেলা হয় এবিভিপির (ABVP) ৷ তারপর এদিন কলেজে তৃণমূল ছাত্র পরিষদকে আর কর্মসূচি করতে দেয়নি এবিভিপি ৷ এদিন এমবিবি কলেজেও পৌঁছন শান্তনু এবং কুণাল ৷

এসবের মধ্যেই ত্রিপুরাতেও কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার প্রস্তুতি হিসাবে রাজ্যের মোট 150টি জায়গায় ক্যামেরা এবং মাইকের ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

আগরতলা, 28 অগস্ট : গতকালই আক্রান্ত হয়েছেন ছাত্র সংগঠনের সভানেত্রী ৷ শনিবার ফের আক্রান্ত হলেন দলের কর্মী ৷ শুধু মারধরই নয়, কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷ এদিন ভাঙচুরের খবর পেয়েই এলাকায় যান শান্তনু সেন আর কুণাল ঘোষ ৷ পাশাপাশি বাংলার মতো ত্রিপুরাতেও কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ক্যামেরা এবং মাইকের ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্যের 150টি জায়গায় ৷

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরায় মিছিল করল তৃণমূল কংগ্রেস ৷ নেতৃত্ব দেন শান্তনু, কুণালরা ৷ বনমালীপুর থেকে আগরতলা আট দফা দাবিতে মিছিল করেন তৃণমূল কর্মীরা ৷ এই মিছিলের পরই বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠতে থাকে বিজেপির বিরুদ্ধে ৷

অভিযোগ, বাঁধারঘাটে মুজিবর রহমান নামে এক তৃণমূল কর্মীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়েছে ৷ বাড়িও ভাঙচুর করা হয়েছে তাঁর ৷ শুভঙ্কর দেব নামে আরও এক কর্মীকেও মারধর করেছে বিজেপির লোকজন ৷ এদিন দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবরে এলাকায় যান সাংসদ শান্তনু সেন এবং দলীয় মুখপাত্র কুণাল ঘোষ ৷ জখম দুই কর্মীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় তৃণমূলের মিছিল ৷

পাশাপাশি শুক্রবার আগরতলার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সঙ্গে ঝামেলা হয় এবিভিপির (ABVP) ৷ তারপর এদিন কলেজে তৃণমূল ছাত্র পরিষদকে আর কর্মসূচি করতে দেয়নি এবিভিপি ৷ এদিন এমবিবি কলেজেও পৌঁছন শান্তনু এবং কুণাল ৷

এসবের মধ্যেই ত্রিপুরাতেও কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার প্রস্তুতি হিসাবে রাজ্যের মোট 150টি জায়গায় ক্যামেরা এবং মাইকের ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.