মুম্বই, 27 অগস্ট: মুম্বইয়ের সান্তাক্রুজের গ্যালাক্সি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ গুরুতর জখম আরও দুই ৷ রবিবার দুপুর 1টা নাগাদ হোটেলে আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ নিয়ম মেনে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ ৷ চারটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ ঘণ্টাদু'য়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷
পিটিআই সংবাদ সংস্থা সূত্রে খবর, সান্তাক্রুজের প্রভাত কলোনি এলাকায় অবস্থিত গ্যালাক্সি হোটেল ৷ এদিন দুপুর 1টা 10 মিনিট নাগাদ চারতলা হোটেলের তিনতলায় আচমকাই আগুনের শিখা দেখতে পাওয়া যায় ৷ অগ্নিকাণ্ডের জেরে হোটেলের বেশ কয়েকটি ঘরের পাওয়ার ইনস্টলেশন, এয়ার-কন্ডিশনার, ঘরের পর্দা, বিছানা, কাঠের আসবাবাপত্র পুড়ে ছাই হয়ে যায় ৷ তবে আগুন নেভানোর কাজ দ্রুত শুরু হয়েছিল বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷
দুর্ঘটনায় মৃতদের নাম রূপল কাঞ্জি (25), কিষান (28) এবং কান্তিলাল গোরধন ভারা (48) ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ গুরুতর জখম অবস্থায় আলফা ভাখারিয়া (19) ও মঞ্জুলা ভাখারিয়া হাসপাতালে চিকিৎসাধীন ৷
বিএমসি বা বৃহন্মুম্বই পৌরনিগমের ওয়ার্ড হেলথ অফিসার সতীশ বদগিরে বলেন, "সম্প্রতি আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক না-থাকায় গ্যালাক্সি হোটেলের বিরুদ্ধে নোটিশ জারি করেছিলাম ৷ এমনকী, এই হোটেলের বিরুদ্ধে আদালতে কেস ফাইল করা হয়েছে ৷ কিন্তু আমাদের নোটিশের উত্তর হোটেল কর্তৃপক্ষ দেয়নি ৷" আরও এক আধিকারিক জানিয়েছেন, হোটেলের পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন: সাঁতার কাটতে নেমে গুজরাতে তলিয়ে মৃত 4
দমকল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, 3টে 20 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আগুন নেভানোর কাজে তিনটি হোস লাইন, ওয়ান হাই প্রেশার ফার্স্ট এডের পাশাপাশি চারটি ফায়ার ইঞ্জিন, চারটি জলের ট্যাঙ্কার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে তারা ৷