ETV Bharat / bharat

Turbine Explosion at Hydro Power Plant : অসমে জলবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে 3 জনের মৃত্যু, বন্যার কবলে উমরাংশু শহর - Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam

অসমে উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের হাইড্রো পাওয়ার প্রজেক্টে টারবাইন বিস্ফোরণে বড় দুর্ঘটনা (Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam) ৷ যার জেরে সংস্থার 3 আধিকারিকের মৃত্যু হয়েছে ৷ বিস্ফোরণের জেরে বাঁধ ভেঙে উমরাংশু শহরে বন্যা দেখা দিয়েছে ৷

Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam
Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam
author img

By

Published : Mar 27, 2022, 11:58 AM IST

Updated : Mar 27, 2022, 2:37 PM IST

ডিমা হাসাও (অসম), 27 মার্চ : অসমে খানডাং হাইড্রো পাওয়ার প্রজেক্টে টারবাইন বিস্ফোরণ করে বড় দুর্ঘটনা ৷ বিস্ফোরণের জেরে বাঁধ ভেঙে ডিমা হাসাও জেলার উমরাংশু শহর বন্যা কবলে পড়েছে ৷ আর হাইড্রো পাওয়ার প্রজেক্ট বিস্ফোরণের জেরে সেখানকার 3 জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ ওই জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের আওতায় ছিল (Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam) ৷ শনিবারের এই ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে ৷

উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে সেখানকার একটি বড় গাছ ভেঙে পড়ে তিনজন কর্মচারীর উপর ৷ তার জেরেই ওই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ইঞ্জিনিয়ার অনুপম সাইকিয়া, প্রজেক্ট ম্যানেজার জয়ন্ত হাজারিকা এবং দিমরাজ জহরি নামে সংস্থার এক কর্মী ৷ তাঁরা গুরুতর আহত হয়েছিলেন ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই তিনজনের ৷

আরও পড়ুন : Gas Cylinder Blast at Jamuria : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2

টারবাইন বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি নিয়ে উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের (North Eastern Electric Power Corporation Limited) তরফে বলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণের কথা জানা গিয়েছে ৷ তবে, সেই বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা এখনও জানা যায়নি ৷ এই বিস্ফোরণের কারণ জানতে সংস্থার তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে, বলা হচ্ছে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে অতিভারী বৃষ্টির কারণে জলের চাপ বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে ৷ কিন্তু, পুরোটাই বর্তমানে অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে ৷ কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া এখনও বাকি রয়েছে ৷

ডিমা হাসাও (অসম), 27 মার্চ : অসমে খানডাং হাইড্রো পাওয়ার প্রজেক্টে টারবাইন বিস্ফোরণ করে বড় দুর্ঘটনা ৷ বিস্ফোরণের জেরে বাঁধ ভেঙে ডিমা হাসাও জেলার উমরাংশু শহর বন্যা কবলে পড়েছে ৷ আর হাইড্রো পাওয়ার প্রজেক্ট বিস্ফোরণের জেরে সেখানকার 3 জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ ওই জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের আওতায় ছিল (Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam) ৷ শনিবারের এই ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে ৷

উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে সেখানকার একটি বড় গাছ ভেঙে পড়ে তিনজন কর্মচারীর উপর ৷ তার জেরেই ওই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ইঞ্জিনিয়ার অনুপম সাইকিয়া, প্রজেক্ট ম্যানেজার জয়ন্ত হাজারিকা এবং দিমরাজ জহরি নামে সংস্থার এক কর্মী ৷ তাঁরা গুরুতর আহত হয়েছিলেন ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই তিনজনের ৷

আরও পড়ুন : Gas Cylinder Blast at Jamuria : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2

টারবাইন বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি নিয়ে উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের (North Eastern Electric Power Corporation Limited) তরফে বলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণের কথা জানা গিয়েছে ৷ তবে, সেই বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা এখনও জানা যায়নি ৷ এই বিস্ফোরণের কারণ জানতে সংস্থার তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে, বলা হচ্ছে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে অতিভারী বৃষ্টির কারণে জলের চাপ বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে ৷ কিন্তু, পুরোটাই বর্তমানে অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে ৷ কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া এখনও বাকি রয়েছে ৷

Last Updated : Mar 27, 2022, 2:37 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.