ETV Bharat / bharat

Cyclone Gulab : শ্রীকাকুলামে গুলাবের ধাক্কায় নিখোঁজ তিন মৎস্যজীবী - Cyclone Gulab : শ্রীকাকুলামে সাইক্লোন গুলাবের কোপে পড়ে নিখোঁজ তিন মৎসজীবী

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নিখোঁজ তিন মৎস্যজীবী ৷ রবিবার সন্ধ্যা মাছ ধরে ফেরার সময় তাঁরা সাইক্লোন গুলাবের (Cyclone Gulab) মুখে পড়েন ৷ এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে সাইক্লোনটি কলিঙ্গাপত্তনম থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে উত্তর অন্ধ্রপ্রদেশের উপর রয়েছে ৷

শ্রীকাকুলামে সাইক্লোন গুলাবের কোপে পড়ে নিখোঁজ তিন মৎসজীবী
শ্রীকাকুলামে সাইক্লোন গুলাবের কোপে পড়ে নিখোঁজ তিন মৎসজীবী
author img

By

Published : Sep 26, 2021, 10:58 PM IST

Updated : Sep 27, 2021, 5:59 AM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নিখোঁজ হয়েছেন তিন মৎস্যজাবী ৷ এদিন সন্ধ্যায় তাঁরা মাছ ধরে ফিরছিলেন ৷ সেই সময়ই তাঁরা সাইক্লোন গুলাবের (Cyclone Gulab) মুখে পড়েন ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷

শ্রীকাকুলামের একদল মৎস্যজীবী এদিন সন্ধ্যায় সমুদ্র থেকে ফেরার সময় মান্দাসা উপকূলে সাইক্লোনের মুখে পড়েন ৷ তাঁরা মোট 6 জন ছিলেন নৌকায় ৷ তাঁদের উপর সাইক্লোনটি আছড়ে পড়ায় নৌকা থেকে পাঁচজন সমুদ্রে পড়ে যান ৷ একজন নৌকায় তখনও ছিলেন ৷ বজ্রপুকোটুরু থানার সাব ইন্সপেক্টর গোবিন্দরাও প্রাথমিকভাবে জানিয়েছিলেন, সমুদ্রে মৎস্যজীবীদের নৌকাটি উলটে গিয়েছিল ৷ পুলিশ-প্রশাসনের তরফে ওই পাঁচ মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ তাঁরা প্রত্যেকেই শ্রীকাকুলামের বাসিন্দা ৷ ওই পাঁচজনের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গেলেও বাকি দু'জন নিখোঁজ ৷ অনুমান করা হচ্ছে যে তাঁরা মারা গিয়েছেন ৷ নৌকায় থাকা আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন ৷

ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে ৷ মেটেরোলজিক্যাল বিভাগ (Indian Meteorological Department- IMD) জানাচ্ছে, এদিন অর্থাৎ রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই সাইক্লোন কলিঙ্গাপত্তনম থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে উত্তর অন্ধ্রপ্রদেশের উপর রয়েছে ৷ আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী 6 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷

  • #CycloneGulab crossed north Andhra Pradesh and south Odisha coasts, about 20 km north of Kalingapatnam and lay centred at 8:30 pm today over north Andhra Pradesh: Indian Meteorological Department (IMD) pic.twitter.com/BXtMxqe0Zb

    — ANI (@ANI) September 26, 2021

এদিকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে ওড়িশার গজপতি জেলার গুমা ও গোসানি ব্লকে দু'টি এনডিআরএফ দল (NDRF) মোতায়েন করা হয়েছে ৷ গোসানিতে এনডিআরএফ টিম কমান্ডার বিশ্বনাথ চৌধুরী বলেন, "আমাদের কাছে ঘূর্ণিঝড় ও বন্যার মোকাবিলা করার জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে ৷ সেই অনুযায়ী পরিস্থিতির মোকাবিলা করব আমরা ৷"

আরও পড়ুন : Cyclone Gulab Landfall : রবির সন্ধেয় মাটি ছুঁল গুলাব, দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদির

দিল্লি, 26 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নিখোঁজ হয়েছেন তিন মৎস্যজাবী ৷ এদিন সন্ধ্যায় তাঁরা মাছ ধরে ফিরছিলেন ৷ সেই সময়ই তাঁরা সাইক্লোন গুলাবের (Cyclone Gulab) মুখে পড়েন ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷

শ্রীকাকুলামের একদল মৎস্যজীবী এদিন সন্ধ্যায় সমুদ্র থেকে ফেরার সময় মান্দাসা উপকূলে সাইক্লোনের মুখে পড়েন ৷ তাঁরা মোট 6 জন ছিলেন নৌকায় ৷ তাঁদের উপর সাইক্লোনটি আছড়ে পড়ায় নৌকা থেকে পাঁচজন সমুদ্রে পড়ে যান ৷ একজন নৌকায় তখনও ছিলেন ৷ বজ্রপুকোটুরু থানার সাব ইন্সপেক্টর গোবিন্দরাও প্রাথমিকভাবে জানিয়েছিলেন, সমুদ্রে মৎস্যজীবীদের নৌকাটি উলটে গিয়েছিল ৷ পুলিশ-প্রশাসনের তরফে ওই পাঁচ মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ তাঁরা প্রত্যেকেই শ্রীকাকুলামের বাসিন্দা ৷ ওই পাঁচজনের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গেলেও বাকি দু'জন নিখোঁজ ৷ অনুমান করা হচ্ছে যে তাঁরা মারা গিয়েছেন ৷ নৌকায় থাকা আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন ৷

ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে ৷ মেটেরোলজিক্যাল বিভাগ (Indian Meteorological Department- IMD) জানাচ্ছে, এদিন অর্থাৎ রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই সাইক্লোন কলিঙ্গাপত্তনম থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে উত্তর অন্ধ্রপ্রদেশের উপর রয়েছে ৷ আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী 6 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷

  • #CycloneGulab crossed north Andhra Pradesh and south Odisha coasts, about 20 km north of Kalingapatnam and lay centred at 8:30 pm today over north Andhra Pradesh: Indian Meteorological Department (IMD) pic.twitter.com/BXtMxqe0Zb

    — ANI (@ANI) September 26, 2021

এদিকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে ওড়িশার গজপতি জেলার গুমা ও গোসানি ব্লকে দু'টি এনডিআরএফ দল (NDRF) মোতায়েন করা হয়েছে ৷ গোসানিতে এনডিআরএফ টিম কমান্ডার বিশ্বনাথ চৌধুরী বলেন, "আমাদের কাছে ঘূর্ণিঝড় ও বন্যার মোকাবিলা করার জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে ৷ সেই অনুযায়ী পরিস্থিতির মোকাবিলা করব আমরা ৷"

আরও পড়ুন : Cyclone Gulab Landfall : রবির সন্ধেয় মাটি ছুঁল গুলাব, দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদির

Last Updated : Sep 27, 2021, 5:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.