ETV Bharat / bharat

Attack on CRPF Camp : ভূস্বর্গে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড ছোড়ায় ধৃত 3

author img

By

Published : Mar 23, 2022, 2:28 PM IST

শোপিয়ানে গ্রেনেড ছোড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ (3 arrested for throwing grenade on CRPF camp) ৷

CRPF Camp Attack
ভূস্বর্গে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড ছোড়ায় ধৃত 3

শ্রীনগর, 23 মার্চ: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় গ্রেনেড (3 arrested for throwing grenade on CRPF camp) ছোড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল ৷ মঙ্গলবার এ কথা জানিয়েছে পুলিশ ৷

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে প্রথমে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত ফাজিল-বিন-রশিদ শোপিয়ানের মেলহুরার বাসিন্দা (Man held for grenade throwing)৷ তাকে জিজ্ঞাসাবাদ করার পর রশিদ জানায় যে, বশিত আহমেদ নামে এক জঙ্গির সঙ্গে কাজ করত সে ৷ বশিত লস্কর-ই-তৈবার সদস্য বলে জানায় রশিদ ৷ সে জানায়, বশিতের নির্দেশ মেনেই সে 19 মার্চ বাবাপোরায় সিআরপিএফ-এর ক্যাম্পে গ্রেনেড ছুড়েছিল, যে ঘটনায় জখম হন এক সিআরপিএফ জওয়ান ৷ জঙ্গি তকমা পেতে বশিতের নির্দেশে রশিদ গ্রেনেড ছুড়েছিল বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ৷

আরও পড়ুন: Encounters in J&K : কাশ্মীর উপত্যকায় যৌথ অভিযানে খতম জইশ ও লস্করের 4 জঙ্গি

জেরায় রশিদ আরও এক অভিযুক্তের কথা জানিয়েছে ৷ তার নাম কাইজার জাহুর খান, সে শ্রীনগরের নাওপোরা সাফাকাদাল এলাকার বাসিন্দা ৷ তাকে গ্রেফতারির সময় তার কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক, তিনটি চিনা পিস্তল, 6টি ম্যাগাজিন, 4টি গ্রেনেড ও 30 রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷ পুলিশ জানিয়েছে ধৃত তিনজনই সন্ত্রাসের সঙ্গে যুক্ত ৷ তাদের সূত্র ধরে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন : India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

শ্রীনগর, 23 মার্চ: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় গ্রেনেড (3 arrested for throwing grenade on CRPF camp) ছোড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল ৷ মঙ্গলবার এ কথা জানিয়েছে পুলিশ ৷

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে প্রথমে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত ফাজিল-বিন-রশিদ শোপিয়ানের মেলহুরার বাসিন্দা (Man held for grenade throwing)৷ তাকে জিজ্ঞাসাবাদ করার পর রশিদ জানায় যে, বশিত আহমেদ নামে এক জঙ্গির সঙ্গে কাজ করত সে ৷ বশিত লস্কর-ই-তৈবার সদস্য বলে জানায় রশিদ ৷ সে জানায়, বশিতের নির্দেশ মেনেই সে 19 মার্চ বাবাপোরায় সিআরপিএফ-এর ক্যাম্পে গ্রেনেড ছুড়েছিল, যে ঘটনায় জখম হন এক সিআরপিএফ জওয়ান ৷ জঙ্গি তকমা পেতে বশিতের নির্দেশে রশিদ গ্রেনেড ছুড়েছিল বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ৷

আরও পড়ুন: Encounters in J&K : কাশ্মীর উপত্যকায় যৌথ অভিযানে খতম জইশ ও লস্করের 4 জঙ্গি

জেরায় রশিদ আরও এক অভিযুক্তের কথা জানিয়েছে ৷ তার নাম কাইজার জাহুর খান, সে শ্রীনগরের নাওপোরা সাফাকাদাল এলাকার বাসিন্দা ৷ তাকে গ্রেফতারির সময় তার কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক, তিনটি চিনা পিস্তল, 6টি ম্যাগাজিন, 4টি গ্রেনেড ও 30 রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷ পুলিশ জানিয়েছে ধৃত তিনজনই সন্ত্রাসের সঙ্গে যুক্ত ৷ তাদের সূত্র ধরে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তার তদন্ত করছে পুলিশ ৷

আরও পড়ুন : India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.