মুম্বই, 31 ডিসেম্বর: অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনে ফের শহরে বিস্ফোরণের হুমকি ৷ আর তার জেরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হল। কিন্তু হামলার কথা আগে থেকে জানিয়ে মুম্বই পুলিশকে সতর্ক করল কারা ? শনিবার সন্ধ্যায় শহরে পরপর বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয় ওই ফোনে ৷ বিষয়টি নিশ্চিত করে রবিবার পুলিশের আধকারিকরা জানান, মুম্বই পুলিশ কন্ট্রোল শনিবার সন্ধ্যা 6টার দিকে একটি হুমকি কল পায় । সেই ফোনে জানানো হয় যে মুম্বই শহরে ধারাবাহিক বিস্ফোরণ হবে ৷
এই ফোন আসার পরই বিভিন্ন জায়গায় সক্রিয় হয়েছে পুলিশ ৷ শহরজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনবহুল জায়গা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে । তবে, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি । তবে ফোনটি কোথা থেকে এসেছিল এবং কে সেই ফোন করেছিল সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷
26 ডিসেম্বর এমনই একটি হুমকি মেল পেয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের পদত্যাগ দাবি করা হয় ওই মেলে ৷ তাতে বলা হয়েছিল, দাবি না-মানলে দুপুর দেড়টা নাগাদ ফোর্ট মুম্বইয়ে রিজার্ভ ব্য়াঙ্কের নতুন সেন্ট্রাল অফিস বিল্ডিং, ফোর্ট, চার্চগেটের এইচডিএফসি হাউজ ও বিকেসি মুম্বইয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক টাওয়ার-সহ 11টি জায়গায় এই বিস্ফোরণ হবে ৷ এবার আবার একই রকমের ফোন পেল মুম্বই পুলিশ।
আরও পড়ুন :
1 জয়পুরের পর ম্যাঙ্গালুরু, বিমানবন্দরে ফের হুমকি মেল ঘিরে বোমাতঙ্ক !
2 'দুর্নীতিগ্রস্ত আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী ', ইস্তফা চেয়ে বোমা-হুমকি শক্তিকান্তের মেলে!
3 জয়পুর বিমানবন্দরে বোমাতঙ্ক ! ইমেলে ভুয়ো হুমকি কর্তৃপক্ষকে