ETV Bharat / bharat

Bomb Attack Threat in Mumbai: অজ্ঞাত ফোন-কলে শহরের তিনটি জায়গায় বিস্ফোরণের হুমকি, দীপাবলির আগে ত্রস্ত মুম্বই - Juhu PVR

মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে অজ্ঞাত একটি ফোন কল আসে মঙ্গলবার রাত 10টা 30 মিনিট নাগাদ ৷ সেই ফোন কলে ইনফিনিটি মল, জুহু পিভিআর এবং সাহারা হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি আসে (Threat of bomb attack at three places in Mumbai) ৷ উৎসবের মরশুমে বিস্ফোরণের হুমকি ঘটনায় ঘুম উড়ে যায় মুম্বই পুলিশের ৷

Etv Bharat
মুম্বই শহরের তিনটি জায়গায় বোমাতঙ্ক
author img

By

Published : Oct 19, 2022, 5:10 PM IST

Updated : Oct 19, 2022, 6:39 PM IST

মুম্বই, 19 অক্টোবর: আলোর উৎসব দীপাবলির আগে নাশকতার ছক মুম্বইয়ে? বাণিজ্যনগরীর তিনটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকি পেল মুম্বই পুলিশ ৷ তাদের কন্ট্রোল রুমে অজ্ঞাত একটি ফোন কল আসে মঙ্গলবার রাত 10টা 30 মিনিট নাগাদ ৷ সেই ফোন কলে ইনফিনিটি মল (Infinity Mall), জুহু পিভিআর (Juhu PVR) এবং সাহারা হোটেল (Sahara Hotel) উড়িয়ে দেওয়ার হুমকি আসে (Threat of bomb attack at three places in Mumbai) ৷ উৎসবের মরশুমে বিস্ফোরণের হুমকি ঘটনায় ঘুম উড়ে যায় মুম্বই পুলিশের ৷ তদন্ত শুরু করে তারা ৷

হুমকি কলে যে তিনটি স্থানকে নাশকতার জন্য বেছে নেওয়া হয়েছে, সবগুলিই মুম্বইয়ের পশ্চিম শহরতলির জনপ্রিয় স্থান ৷ তড়িঘড়ি তিনটি জায়গায় পুলিশ মোতায়েন করে একপ্রস্থ তল্লাশি চালানো হয় ৷ অজ্ঞাত ফোন কলের কিনারা করতে মরিয়া চেষ্টা চালায় মুম্বই পুলিশ ৷

আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

যদিও প্রাথমিক তল্লাশিতে ইনফিনিটি মল, জুহু পিভিআর এবং সাহারা হোটেল থেকে সন্দেহভাদজন কিছুই মেলেনি বলে দাবি পুলিশের ৷ পরবর্তীতে গোটা বিষয়টি খতিয়ে দেখে বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স অজ্ঞাতপরিচয় ফোন কলটিকে 'ভুয়ো কল' ঘোষণা করে ৷ যদিও এই ঘোষণার পরও বাণিজ্যনগরীতে আতংক পুরোপুরি কাটেনি ৷

মুম্বই, 19 অক্টোবর: আলোর উৎসব দীপাবলির আগে নাশকতার ছক মুম্বইয়ে? বাণিজ্যনগরীর তিনটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকি পেল মুম্বই পুলিশ ৷ তাদের কন্ট্রোল রুমে অজ্ঞাত একটি ফোন কল আসে মঙ্গলবার রাত 10টা 30 মিনিট নাগাদ ৷ সেই ফোন কলে ইনফিনিটি মল (Infinity Mall), জুহু পিভিআর (Juhu PVR) এবং সাহারা হোটেল (Sahara Hotel) উড়িয়ে দেওয়ার হুমকি আসে (Threat of bomb attack at three places in Mumbai) ৷ উৎসবের মরশুমে বিস্ফোরণের হুমকি ঘটনায় ঘুম উড়ে যায় মুম্বই পুলিশের ৷ তদন্ত শুরু করে তারা ৷

হুমকি কলে যে তিনটি স্থানকে নাশকতার জন্য বেছে নেওয়া হয়েছে, সবগুলিই মুম্বইয়ের পশ্চিম শহরতলির জনপ্রিয় স্থান ৷ তড়িঘড়ি তিনটি জায়গায় পুলিশ মোতায়েন করে একপ্রস্থ তল্লাশি চালানো হয় ৷ অজ্ঞাত ফোন কলের কিনারা করতে মরিয়া চেষ্টা চালায় মুম্বই পুলিশ ৷

আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

যদিও প্রাথমিক তল্লাশিতে ইনফিনিটি মল, জুহু পিভিআর এবং সাহারা হোটেল থেকে সন্দেহভাদজন কিছুই মেলেনি বলে দাবি পুলিশের ৷ পরবর্তীতে গোটা বিষয়টি খতিয়ে দেখে বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স অজ্ঞাতপরিচয় ফোন কলটিকে 'ভুয়ো কল' ঘোষণা করে ৷ যদিও এই ঘোষণার পরও বাণিজ্যনগরীতে আতংক পুরোপুরি কাটেনি ৷

Last Updated : Oct 19, 2022, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.