ETV Bharat / bharat

Nonexistent Voter Lists in Kurnool: কুরনুলে কমিশনের তালিকায় কয়েক হাজার অস্তিত্বহীন ভোটার !

author img

By

Published : Jul 31, 2023, 10:32 PM IST

Thousands of Nonexistent Voters in Kurnool: কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, একই ঠিকানায় থাকছেন একশো থেকে দেড়শো জন ৷ কিন্তু, বাস্তবে সেই ঠিকানায় কোনও বাড়িই নেই ৷ আর বাড়ি থাকা দূর, তালিকায় থাকা ভোটাররা বাস্তবে আছেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে ৷ ভোটার তালিকা নিয়ে

Nonexistent Voter Lists in Kurnool ETV BHARAT
Nonexistent Voter Lists in Kurnool

কুরনুল, 31 জুলাই: ঠিকানা-সহ ভোটার তালিকায় নাম রয়েছে ৷ কিন্তু, বাস্তবে সেই ঠিকানায় কোনও বসতি নেই বলে অভিযোগ ৷ আবার এমন ভোটারও রয়েছেন যাঁদের বয়স একশোর অনেক বেশি ৷ অন্ধ্রপ্রদেশের কুরনুলে ভোটার তালিকায় এমনই বিস্তর গলদ রয়েছে বলে অভিযোগ করল বিরোধীদল তেলেগু দেশম পার্টি ৷ এমনকি 38 জন ভোটারের বয়স একশোর উপরে বলে উল্লেখ রয়েছে এই ভোটার তালিকায় ৷ যাঁদের মধ্যে দু’জনের 122 এবং 4 জনের বয়স 121 বছর ৷ আর 2 হাজার 633 জন ভোটার রয়েছে যাঁরা নাকি 80-র উর্ধ্বে ৷ তবে, নির্বাচন কমিশনের তৈরি করা এই ভোটার তালিকা সম্পূর্ণ ভুলে ভরা বলে অভিযোগ উঠেছে ৷

আগামী বছর লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ বিধানসভার নির্বাচন হবে ৷ তার আগে সেরাজ্যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে ৷ কিন্তু, সেই ভোটার তালিকায় বিস্তর গড়মিলের অভিযোগ তুলেছে টিডিপি নেতৃত্ব ৷ অভিযোগ কুরনুলে যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, সেখানে একাধিক ভোটারের বাস্তবে কোনও অস্তিত্ব নেই ৷ গত জানুয়ারি মাসে এই তালিকা তৈরি করা হয়েছিল ৷ অভিযোগ সেই ভোটার তালিকায় যে গড়মিল করা হয়েছে, তা অস্বাভাবিক ৷ যে কারও নজরে চলে আসতে পারে সেই ভুল ৷

অভিযোগ উঠেছে, কুরনুল শহরের 17 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নম্বর 69-03-1655 ৷ যে বাড়িতে নাকি 152 জন ভোটার থাকেন ! শুধু তাই নয় ৷ বিষয়টি নজরে আসতে বিরোধী পক্ষ তা যাচাই করতে ওই ঠিকানায় যায় ৷ জোহরাপুরম এলাকার ওই জমিতে কোনও বাড়ির অস্তিত্বই নেই ৷ সেটি একটি খালি জমি ৷ এমনকি কুরনুল পৌরনিগমে এই জমির কোনও কর জমা পড়ে না ৷ শুধু তাই নয়, ভোটার তালিকায় যে বাড়ির ঠিকানা রয়েছে, সেখানে একসঙ্গে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের ভোটার একসঙ্গে থাকেন ৷ এমনটা কীভাবে সম্ভব ? সেই প্রশ্নও তুলেছে বিরোধী শিবির ৷

আরও পড়ুন: ভোটার তালিকায় তিনি মৃত! ভোট দিতে না-পেরে ক্ষোভ শিক্ষক-ভোটকর্মীর

তেমনি একটি বাড়ির নম্বর 9-1-179 ৷ যেখানে 122 জন ভোটার থাকেন ৷ আর এখানেও একই বাড়ির ঠিকানায় হিন্দু ও মুসলমান একসঙ্গে থাকেন ৷ আর এই বাড়িটি ভোটার তালিকা অনুযায়ী কুরনুলের ওসমানিয়া কলেজ রোডে অবস্থিত ৷ কিন্তু, সেখানেও কোনও বাড়ি নেই বলে অভিযোগ উঠেছে ৷ এমন প্রায় 1 হাজার 22 জন ভোটারের নাম রয়েছে তালিকায়, কুরনুল শহরে যাদের বাড়ির কোনও অস্তিত্ব নেই ৷ তাহলে কীসের ভিত্তিতে এই তালিকাগুলি তৈরি হল ? এমনকি এক ভোটারের নাম পাওয়া গিয়েছে, যার বাড়ির ঠিকানা কুরনুল শহরের বিখ্যাত সুনীতাবাঈ ইন্ডোর স্টেডিয়াম ৷

কুরনুল, 31 জুলাই: ঠিকানা-সহ ভোটার তালিকায় নাম রয়েছে ৷ কিন্তু, বাস্তবে সেই ঠিকানায় কোনও বসতি নেই বলে অভিযোগ ৷ আবার এমন ভোটারও রয়েছেন যাঁদের বয়স একশোর অনেক বেশি ৷ অন্ধ্রপ্রদেশের কুরনুলে ভোটার তালিকায় এমনই বিস্তর গলদ রয়েছে বলে অভিযোগ করল বিরোধীদল তেলেগু দেশম পার্টি ৷ এমনকি 38 জন ভোটারের বয়স একশোর উপরে বলে উল্লেখ রয়েছে এই ভোটার তালিকায় ৷ যাঁদের মধ্যে দু’জনের 122 এবং 4 জনের বয়স 121 বছর ৷ আর 2 হাজার 633 জন ভোটার রয়েছে যাঁরা নাকি 80-র উর্ধ্বে ৷ তবে, নির্বাচন কমিশনের তৈরি করা এই ভোটার তালিকা সম্পূর্ণ ভুলে ভরা বলে অভিযোগ উঠেছে ৷

আগামী বছর লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ বিধানসভার নির্বাচন হবে ৷ তার আগে সেরাজ্যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে ৷ কিন্তু, সেই ভোটার তালিকায় বিস্তর গড়মিলের অভিযোগ তুলেছে টিডিপি নেতৃত্ব ৷ অভিযোগ কুরনুলে যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, সেখানে একাধিক ভোটারের বাস্তবে কোনও অস্তিত্ব নেই ৷ গত জানুয়ারি মাসে এই তালিকা তৈরি করা হয়েছিল ৷ অভিযোগ সেই ভোটার তালিকায় যে গড়মিল করা হয়েছে, তা অস্বাভাবিক ৷ যে কারও নজরে চলে আসতে পারে সেই ভুল ৷

অভিযোগ উঠেছে, কুরনুল শহরের 17 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নম্বর 69-03-1655 ৷ যে বাড়িতে নাকি 152 জন ভোটার থাকেন ! শুধু তাই নয় ৷ বিষয়টি নজরে আসতে বিরোধী পক্ষ তা যাচাই করতে ওই ঠিকানায় যায় ৷ জোহরাপুরম এলাকার ওই জমিতে কোনও বাড়ির অস্তিত্বই নেই ৷ সেটি একটি খালি জমি ৷ এমনকি কুরনুল পৌরনিগমে এই জমির কোনও কর জমা পড়ে না ৷ শুধু তাই নয়, ভোটার তালিকায় যে বাড়ির ঠিকানা রয়েছে, সেখানে একসঙ্গে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের ভোটার একসঙ্গে থাকেন ৷ এমনটা কীভাবে সম্ভব ? সেই প্রশ্নও তুলেছে বিরোধী শিবির ৷

আরও পড়ুন: ভোটার তালিকায় তিনি মৃত! ভোট দিতে না-পেরে ক্ষোভ শিক্ষক-ভোটকর্মীর

তেমনি একটি বাড়ির নম্বর 9-1-179 ৷ যেখানে 122 জন ভোটার থাকেন ৷ আর এখানেও একই বাড়ির ঠিকানায় হিন্দু ও মুসলমান একসঙ্গে থাকেন ৷ আর এই বাড়িটি ভোটার তালিকা অনুযায়ী কুরনুলের ওসমানিয়া কলেজ রোডে অবস্থিত ৷ কিন্তু, সেখানেও কোনও বাড়ি নেই বলে অভিযোগ উঠেছে ৷ এমন প্রায় 1 হাজার 22 জন ভোটারের নাম রয়েছে তালিকায়, কুরনুল শহরে যাদের বাড়ির কোনও অস্তিত্ব নেই ৷ তাহলে কীসের ভিত্তিতে এই তালিকাগুলি তৈরি হল ? এমনকি এক ভোটারের নাম পাওয়া গিয়েছে, যার বাড়ির ঠিকানা কুরনুল শহরের বিখ্যাত সুনীতাবাঈ ইন্ডোর স্টেডিয়াম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.