ETV Bharat / bharat

মার্চে শুরু হচ্ছে দেশজুড়ে তৃতীয় দফার টিকাকরণ - 2021 থেকে 22 অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রী করোনা ভ্যাকসিনে 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন

এই মুহূর্তে তৃতীয় দফার টিকাকরণের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করা অনেকটাই কঠিন ৷ তবে আশা করা যায়, মার্চের দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে টিকাকরণ ৷ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

করোনা
করোনা
author img

By

Published : Feb 5, 2021, 8:22 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : এবার 50 ঊর্ধ্বদের করোনা টিকা দেবে সরকার ৷ আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ ৷ পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই দফায় 50 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা৷ আজ লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, "এটি সম্ভব যে প্রথম ও দ্বিতীয় দফার টিকাকরণের পর আগামী মাস থেকেই শুরু হতে পারে তৃতীয় দফার টিকাকরণ ৷ এই দফায় দেশজুড়ে 50 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা ৷ তবে, এই মুহূর্তে তৃতীয় দফার টিকাকরণের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করা অনেকটাই কঠিন৷ তবে আশা করা যায়, মার্চের দ্বিতীয়,তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে টিকাকরণ ৷"

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "16 জানুয়ারি থেকে দেশজুড়ে চালু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম দফার টিকাকরণ৷ যেখানে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে ৷ 2 ফেব্রুয়ারির থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালছে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এই দফায় প্রায় দুই কোটি প্রথম সারির যোদ্ধা যেমন প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মীদের করোনা টিকা দেওয়া হয়েছে৷"

আরও পড়ুন : "ভ্যাকসিন সরবরাহের জন্য ভারতের কাছে 22টি দেশ আবেদন করেছে" বললেন হর্ষ বর্ধন

সম্প্রতি সংসদে অধিবেশনে 2021-22 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর ভাষণ মনে করিয়ে আজ হর্ষ বর্ধন বলেন,"বাজেট অধিবেশনে 2021 থেকে 22 অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রী করোনা ভ্যাকসিনে 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ৷ সেই সঙ্গে প্রয়োজনে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হতে পারেও বলে আশ্বস্ত করেছেন তিনি৷"

দিল্লি, 5 ফেব্রুয়ারি : এবার 50 ঊর্ধ্বদের করোনা টিকা দেবে সরকার ৷ আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ ৷ পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই দফায় 50 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা৷ আজ লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, "এটি সম্ভব যে প্রথম ও দ্বিতীয় দফার টিকাকরণের পর আগামী মাস থেকেই শুরু হতে পারে তৃতীয় দফার টিকাকরণ ৷ এই দফায় দেশজুড়ে 50 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা টিকা ৷ তবে, এই মুহূর্তে তৃতীয় দফার টিকাকরণের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করা অনেকটাই কঠিন৷ তবে আশা করা যায়, মার্চের দ্বিতীয়,তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে টিকাকরণ ৷"

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "16 জানুয়ারি থেকে দেশজুড়ে চালু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম দফার টিকাকরণ৷ যেখানে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে ৷ 2 ফেব্রুয়ারির থেকে দেশের বিভিন্ন প্রান্তে চালছে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এই দফায় প্রায় দুই কোটি প্রথম সারির যোদ্ধা যেমন প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মীদের করোনা টিকা দেওয়া হয়েছে৷"

আরও পড়ুন : "ভ্যাকসিন সরবরাহের জন্য ভারতের কাছে 22টি দেশ আবেদন করেছে" বললেন হর্ষ বর্ধন

সম্প্রতি সংসদে অধিবেশনে 2021-22 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর ভাষণ মনে করিয়ে আজ হর্ষ বর্ধন বলেন,"বাজেট অধিবেশনে 2021 থেকে 22 অর্থবর্ষের জন্য অর্থমন্ত্রী করোনা ভ্যাকসিনে 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ৷ সেই সঙ্গে প্রয়োজনে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হতে পারেও বলে আশ্বস্ত করেছেন তিনি৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.