ETV Bharat / bharat

Haldwani Theft Case: চুরির আগে স্নান সেরে, খিচুড়ি রেঁধে খেল চোরের দল ! - উত্তরাখণ্ডের খবর

আজব চুরি ! 'অভিযানে নামার আগে' স্নান করে চোরের দল ! খিচুড়ি রেঁধে খায় ! উত্তরাখণ্ডের হলদ্বানীর (Haldwani Theft Case) ঘটনা ৷

thief took bath and ate dinner before stealing money and gold in Haldwani Theft Case
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 9, 2023, 7:29 PM IST

হলদ্বানী (উত্তরাখণ্ড), 9 ফেব্রুয়ারি: তালাবন্ধ বাড়িতে চুরি করতে এসে প্রথমে বাথরুমে ঢুকে স্নান সারে চোরেরা ! তারপর সকলে মিলে রান্নাঘরে খিচুড়ি রান্না করে ! অবশেষে সেই খিচুড়ি খেয়ে ধীরে, সুস্থে নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় ! এমন কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছে পুলিশও ৷ সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে তারা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের হলদ্বানীতে (Haldwani Theft Case) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর বাড়িতে চুরি হয়েছে, তাঁর নাম লক্ষ্মণ সিং অধিকারী ৷ তিনি এসবিআই ব্য়াংকের প্রাক্তন আধিকারিক ৷ পাঁচমাস আগে গত বছরের 6 সেপ্টেম্বর ছেলের সঙ্গে দেখা করতে জামশেদপুর গিয়েছিলেন লক্ষ্মণ ৷ তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি ৷ এত দিন তাঁর বাড়ি তালাবন্ধ হয়ে পড়ে ছিল ৷ এদিকে, গত 6 ফেব্রুয়ারি প্রতিবেশীরা দেখেন লক্ষ্মণের বাড়ির সদর দরজার তালা ভাঙা ! সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর পাঠান তাঁরা ৷ খবর পাঠানো হয় লক্ষ্মণকেও ৷ তবে, তিনি এখনও উত্তরাখণ্ডে ফিরতে পারেননি ৷ তাতে অবশ্য পুলিশের তদন্তে থেমে থাকেনি ৷ লক্ষ্মণের বাড়ির এবং আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ সেই ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, চোরের দল বাড়িতে ঢুকে রীতিমতো রাজার হালে সময় কাটায় ! তারা স্নান করে, খিচুড়ি রান্না করে খায় ! তারপর বেছে বেছে, সবথেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় !

আরও পড়ুন: চুরির পর গৃহকর্তাকে মেসেজ পাঠিয়ে মশকরা দুষ্কৃতীর

প্রাথমিকভাবে তদন্তে পুলিশের অনুমান, লক্ষ্মণ যে তাঁর বাড়িতে থাকছেন না, সেটা অনেক দিন ধরেই লক্ষ্য করেছিল দুষ্কৃতীরা ৷ খুব সম্ভবত, তারা দীর্ঘ সময় ওই বাড়ির উপর নজর রেখেছিল ৷ সেই কারণেই চুরি করতে এসে নিশ্চিন্তে স্নান, খাওয়া করার কথা ভাবতে পেরেছিল চোরের দল ৷

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, এমন চুরির ঘটনা তিনি আগে কখনও দেখেননি ৷ তবে, সিসিটিভির ফুটেজ হাতে আসায় তদন্তে অনেকটা সুবিধা হয়েছে ৷ যদিও মোট কত টাকার জিনিস চুরি হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ৷ লক্ষ্মণ ফিরলেই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলে জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক ৷

হলদ্বানী (উত্তরাখণ্ড), 9 ফেব্রুয়ারি: তালাবন্ধ বাড়িতে চুরি করতে এসে প্রথমে বাথরুমে ঢুকে স্নান সারে চোরেরা ! তারপর সকলে মিলে রান্নাঘরে খিচুড়ি রান্না করে ! অবশেষে সেই খিচুড়ি খেয়ে ধীরে, সুস্থে নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় ! এমন কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছে পুলিশও ৷ সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে তারা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের হলদ্বানীতে (Haldwani Theft Case) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর বাড়িতে চুরি হয়েছে, তাঁর নাম লক্ষ্মণ সিং অধিকারী ৷ তিনি এসবিআই ব্য়াংকের প্রাক্তন আধিকারিক ৷ পাঁচমাস আগে গত বছরের 6 সেপ্টেম্বর ছেলের সঙ্গে দেখা করতে জামশেদপুর গিয়েছিলেন লক্ষ্মণ ৷ তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি ৷ এত দিন তাঁর বাড়ি তালাবন্ধ হয়ে পড়ে ছিল ৷ এদিকে, গত 6 ফেব্রুয়ারি প্রতিবেশীরা দেখেন লক্ষ্মণের বাড়ির সদর দরজার তালা ভাঙা ! সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর পাঠান তাঁরা ৷ খবর পাঠানো হয় লক্ষ্মণকেও ৷ তবে, তিনি এখনও উত্তরাখণ্ডে ফিরতে পারেননি ৷ তাতে অবশ্য পুলিশের তদন্তে থেমে থাকেনি ৷ লক্ষ্মণের বাড়ির এবং আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ সেই ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, চোরের দল বাড়িতে ঢুকে রীতিমতো রাজার হালে সময় কাটায় ! তারা স্নান করে, খিচুড়ি রান্না করে খায় ! তারপর বেছে বেছে, সবথেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় !

আরও পড়ুন: চুরির পর গৃহকর্তাকে মেসেজ পাঠিয়ে মশকরা দুষ্কৃতীর

প্রাথমিকভাবে তদন্তে পুলিশের অনুমান, লক্ষ্মণ যে তাঁর বাড়িতে থাকছেন না, সেটা অনেক দিন ধরেই লক্ষ্য করেছিল দুষ্কৃতীরা ৷ খুব সম্ভবত, তারা দীর্ঘ সময় ওই বাড়ির উপর নজর রেখেছিল ৷ সেই কারণেই চুরি করতে এসে নিশ্চিন্তে স্নান, খাওয়া করার কথা ভাবতে পেরেছিল চোরের দল ৷

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, এমন চুরির ঘটনা তিনি আগে কখনও দেখেননি ৷ তবে, সিসিটিভির ফুটেজ হাতে আসায় তদন্তে অনেকটা সুবিধা হয়েছে ৷ যদিও মোট কত টাকার জিনিস চুরি হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ৷ লক্ষ্মণ ফিরলেই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলে জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.