ETV Bharat / bharat

ক্ষমা করবেন, জানতাম না করোনার ওষুধ ছিল ! টিকা ফেরালেন মানবিক চোর - চোর টিকা ফিরিয়ে চাইলেন ক্ষমা

বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷

টিকা ফেরালেন মানবিক চোর
টিকা ফেরালেন মানবিক চোর
author img

By

Published : Apr 23, 2021, 7:23 PM IST

হরিয়ানা, 23 এপ্রিল : চোর হলে কী হবে ওঁরাও তো মানুষ ৷ মনুষ্যত্ব তো ওঁদেরও আছে ৷ হরিয়ানা সহ গোটা দেশ সাক্ষী থাকল এমনই এক মানবিক চোরের ৷ চুরি করা করোলার টিকা ফেরত দিলেন ৷ সঙ্গে চেয়ে নিলেন ক্ষমাও ৷

দেশে করোনার ঢেউ দিনে দিনে মারাত্মক আকার ধারণ করছে ৷ প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে করোনা ৷ দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের পরিস্থিতি খুবই সঙ্গীন ৷ করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হচ্ছে ততই হাসপাতালে বেডের অভাব দেখা দিচ্ছে ৷ বাড়ছে টিকা সংকট ৷ অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ ৷ টিকার আকালে গোটা দেশে হাহাকার শুরু হয় গিয়েছে ৷ এমতাবস্থায় বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷ বাকি সমস্ত জিনিস ঠিকই আছে ৷ শুধু নেই টিকা ভরা ব্যাগ ৷ বুঝতে অসুবিধা হয় না চোর বাবাজি ওই ব্যাগ চুরি করতেই এসেছিল ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবেই নেয় ওই টিকা চড়া দামে কালোবাজারে বিক্রি করা হবে ৷

কিন্তু শুক্রবারের ঘটনা চমকে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশকে ৷ হাসপাতাল এলাকার সংশ্লিষ্ট থানার বাইরের চায়ের দোকানে এক ব্যক্তি চা খাচ্ছিলেন ৷ হঠাৎ এক অপরিচিত লোক এসে তাঁর হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে যান এবং বলেন, এতে পুলিশদের অর্ডার দেওয়া খাবার রয়েছে ৷ তাঁর অন্য জায়গায় তাড়াহুড়ো আছে, তাই তাঁকে চলে যেতে হবে ৷ চায়ের দোকান থেকে ওই ব্যক্তি ব্যাগটি পুলিশ স্টেশনে পৌঁছে দেন ৷ ব্যাগ পেয়ে অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা ৷ তাঁরা তো কোনও খাবার অর্ডার দেননি ৷ এরপর ব্যাগ খুলতেই হতভম্ব হয়ে যান তাঁরা ৷ ব্যাগের মধ্যে থাকা বাক্স থেকে বেরোয়, চুরি হওয়া এক হাজার সাতশো দশ ডোজের টিকা ৷ সঙ্গে একটি চিরকুট ৷ তাতে হিন্দিতে লেখা, "ক্ষমা করবেন, জানতাম না করোনার ওষুধ ছিল ৷" পুলিশের অনুমান না জেনেই টিকা চুরি করেছিলেন ওই চোর ৷ ভুল বুঝে তা ফিরিয়ে দিয়ে গেলেন ৷

আরও পড়ুন : কোভিড চিকিৎসায় ভিরাফিনের আপৎকালীন অনুমতি ডিজিসিআইয়ের

করোনা কালে এহেন মানবিক চোরের হদিশ পেয়ে সবাই ধন্য ধন্য করছেন ৷ চোরের নাম অবশ্য জানা যায়নি ৷

হরিয়ানা, 23 এপ্রিল : চোর হলে কী হবে ওঁরাও তো মানুষ ৷ মনুষ্যত্ব তো ওঁদেরও আছে ৷ হরিয়ানা সহ গোটা দেশ সাক্ষী থাকল এমনই এক মানবিক চোরের ৷ চুরি করা করোলার টিকা ফেরত দিলেন ৷ সঙ্গে চেয়ে নিলেন ক্ষমাও ৷

দেশে করোনার ঢেউ দিনে দিনে মারাত্মক আকার ধারণ করছে ৷ প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে করোনা ৷ দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের পরিস্থিতি খুবই সঙ্গীন ৷ করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হচ্ছে ততই হাসপাতালে বেডের অভাব দেখা দিচ্ছে ৷ বাড়ছে টিকা সংকট ৷ অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ ৷ টিকার আকালে গোটা দেশে হাহাকার শুরু হয় গিয়েছে ৷ এমতাবস্থায় বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷ বাকি সমস্ত জিনিস ঠিকই আছে ৷ শুধু নেই টিকা ভরা ব্যাগ ৷ বুঝতে অসুবিধা হয় না চোর বাবাজি ওই ব্যাগ চুরি করতেই এসেছিল ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবেই নেয় ওই টিকা চড়া দামে কালোবাজারে বিক্রি করা হবে ৷

কিন্তু শুক্রবারের ঘটনা চমকে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশকে ৷ হাসপাতাল এলাকার সংশ্লিষ্ট থানার বাইরের চায়ের দোকানে এক ব্যক্তি চা খাচ্ছিলেন ৷ হঠাৎ এক অপরিচিত লোক এসে তাঁর হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে যান এবং বলেন, এতে পুলিশদের অর্ডার দেওয়া খাবার রয়েছে ৷ তাঁর অন্য জায়গায় তাড়াহুড়ো আছে, তাই তাঁকে চলে যেতে হবে ৷ চায়ের দোকান থেকে ওই ব্যক্তি ব্যাগটি পুলিশ স্টেশনে পৌঁছে দেন ৷ ব্যাগ পেয়ে অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা ৷ তাঁরা তো কোনও খাবার অর্ডার দেননি ৷ এরপর ব্যাগ খুলতেই হতভম্ব হয়ে যান তাঁরা ৷ ব্যাগের মধ্যে থাকা বাক্স থেকে বেরোয়, চুরি হওয়া এক হাজার সাতশো দশ ডোজের টিকা ৷ সঙ্গে একটি চিরকুট ৷ তাতে হিন্দিতে লেখা, "ক্ষমা করবেন, জানতাম না করোনার ওষুধ ছিল ৷" পুলিশের অনুমান না জেনেই টিকা চুরি করেছিলেন ওই চোর ৷ ভুল বুঝে তা ফিরিয়ে দিয়ে গেলেন ৷

আরও পড়ুন : কোভিড চিকিৎসায় ভিরাফিনের আপৎকালীন অনুমতি ডিজিসিআইয়ের

করোনা কালে এহেন মানবিক চোরের হদিশ পেয়ে সবাই ধন্য ধন্য করছেন ৷ চোরের নাম অবশ্য জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.