ETV Bharat / bharat

Akhilesh Yadav: 'ওরা আমাকে বিষ দিতে পারে', উত্তরপ্রদেশ পুলিশের চায়ের অফার ফেরালেন অখিলেশ - চায়ের অফার ফেরালেন অখিলেশ

উত্তরপ্রদেশ পুলিশের (UP cops) চায়ের অফার ফেরালেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ তিনি সরাসরি বললেন, ওই চায়ে (Akhilesh refuses tea) বিষ মেশানো থাকতে পারে ৷

Akhilesh Yadav ETV Bharat
অখিলেশ
author img

By

Published : Jan 8, 2023, 3:48 PM IST

লখনউ, 8 জানুয়ারি: উত্তরপ্রদেশের ডিজিপির সদর দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ সেখানে তাঁকে চা (Akhilesh refuses tea) অফার করেন পুলিশ আধিকারিকরা (UP cops)৷ মুখের উপর সেই অফার ফিরিয়ে দিলেন মুলায়ম-পুত্র ৷ তাঁর দাবি, সেই চায়ে বিষ মিশিয়ে থাকতে পারেন পুলিশের আধিকারিকরা ৷ সেই কারণে তিনি থানার বাইরে থেকে তাঁর জন্য চা নিয়ে আসতে বলেন এক দলীয় কর্মীকে ৷ এই ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে ৷

সমাজবাদী পার্টির মিডিয়া সেলের দায়িত্বে থাকা মণীশ জগন আগরওয়ালকে শনিবার হজরতগঞ্জ থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ তারই প্রতিবাদে রবিবার আচমকা ডিজিপির সদর দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন সপা সভাপতি অখিলেশ যাদব ৷ ডিজিপি সদর দফতরে পুলিশ আধিকারিকরা তাঁকে চা খেতে বললে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি । তিনি তাঁর দলের কর্মীকে তাঁর জন্য বাইরে থেকে চা আনতে বলেন । অখিলেশের কথায়, "আপনি জানেন না, ওঁরা আমার চায়ে বিষ মেশাতে পারে । আমি নিজেই চা খাব এবং আপনার লোকেরা (পুলিশ) আপনার চা পান করতে পারেন ৷"

দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে টুইটারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হজরতগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে সপা নেতা আগরওয়ালের বিরুদ্ধে ৷ তারই ভিত্তিতে তাঁরে গ্রেফতার করেছে পুলিশ ৷ দলের টুইটার হ্যান্ডেলে সমাজবাদী পার্টি এই ঘটনার তীব্র নিন্দা করে লিখেছে যে, "সমাজবাদী পার্টির কর্মী মণীশ জগন আগরওয়ালকে লখনউ পুলিশ গ্রেফতার করেছে, এটা নিন্দনীয় এবং লজ্জাজনক ! পুলিশের অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: মৈনপুরি লোকসভা উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে জয়ী অখিলেশ-জায়া ডিম্পল

ডিসিপি সেন্ট্রাল অপর্ণা কৌশিক জানিয়েছেন যে, আগরওয়ালের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতেই তাঁরা ব্যবস্থা নিয়েছেন ৷ অভিযোগের বিষয়ে দলের অবস্থান জানতে সমাজবাদী পার্টির মুখপাত্র মণীশ সিং-কে ফোন করা হয়েছিল পুলিশের তরফে ৷ তবে ফোন ধরেননি তিনি ৷

লখনউ, 8 জানুয়ারি: উত্তরপ্রদেশের ডিজিপির সদর দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ সেখানে তাঁকে চা (Akhilesh refuses tea) অফার করেন পুলিশ আধিকারিকরা (UP cops)৷ মুখের উপর সেই অফার ফিরিয়ে দিলেন মুলায়ম-পুত্র ৷ তাঁর দাবি, সেই চায়ে বিষ মিশিয়ে থাকতে পারেন পুলিশের আধিকারিকরা ৷ সেই কারণে তিনি থানার বাইরে থেকে তাঁর জন্য চা নিয়ে আসতে বলেন এক দলীয় কর্মীকে ৷ এই ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে ৷

সমাজবাদী পার্টির মিডিয়া সেলের দায়িত্বে থাকা মণীশ জগন আগরওয়ালকে শনিবার হজরতগঞ্জ থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ তারই প্রতিবাদে রবিবার আচমকা ডিজিপির সদর দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন সপা সভাপতি অখিলেশ যাদব ৷ ডিজিপি সদর দফতরে পুলিশ আধিকারিকরা তাঁকে চা খেতে বললে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি । তিনি তাঁর দলের কর্মীকে তাঁর জন্য বাইরে থেকে চা আনতে বলেন । অখিলেশের কথায়, "আপনি জানেন না, ওঁরা আমার চায়ে বিষ মেশাতে পারে । আমি নিজেই চা খাব এবং আপনার লোকেরা (পুলিশ) আপনার চা পান করতে পারেন ৷"

দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে টুইটারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হজরতগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে সপা নেতা আগরওয়ালের বিরুদ্ধে ৷ তারই ভিত্তিতে তাঁরে গ্রেফতার করেছে পুলিশ ৷ দলের টুইটার হ্যান্ডেলে সমাজবাদী পার্টি এই ঘটনার তীব্র নিন্দা করে লিখেছে যে, "সমাজবাদী পার্টির কর্মী মণীশ জগন আগরওয়ালকে লখনউ পুলিশ গ্রেফতার করেছে, এটা নিন্দনীয় এবং লজ্জাজনক ! পুলিশের অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: মৈনপুরি লোকসভা উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে জয়ী অখিলেশ-জায়া ডিম্পল

ডিসিপি সেন্ট্রাল অপর্ণা কৌশিক জানিয়েছেন যে, আগরওয়ালের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতেই তাঁরা ব্যবস্থা নিয়েছেন ৷ অভিযোগের বিষয়ে দলের অবস্থান জানতে সমাজবাদী পার্টির মুখপাত্র মণীশ সিং-কে ফোন করা হয়েছিল পুলিশের তরফে ৷ তবে ফোন ধরেননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.