নয়াদিল্লি, 10 মার্চ : পঞ্জাবে বাজিমাত করেছে আম আদমি পার্টি (আপ) (AAP on Punjab Polls) । কিছুটা হলেও অপ্রত্য়াশিত এই জয় । কংগ্রেসের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন । 117 টি আসনের মধ্যে আপের দখলে 92টি । কার্যত পঞ্জাব থেকে উড়ে গিয়েছে কংগ্রেস । পঞ্জাবে আপের এই বিপুল সাফল্যে নিয়ে ডগমগ অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal on Punjab Victory) ।
পাঞ্জাব নির্বাচনের ফলাফল সামনে আসার পর আপ প্রধান বলেন, "অসম্ভবকে সম্ভব করার জন্য পঞ্জাবের জনগণকে ধন্যবাদ । আপকে কোণঠাসা করার চেষ্টায় রত অন্যান্য দলগুলিকে উপযুক্ত জবাব দিয়েছে জনসাধারণ ৷ আম আদমি নির্বাচনে চরণজিৎ সিং চান্নিকে পরাজিত করেছে" (Arvind Kejriwal Addresses Party Workers And Supporters in Delhi) ৷
আরও পড়ুন : Punjab Assembly Election Result 2022 : ঝাড়ুর দাপটে পঞ্জাবে 'হাত' বদল, আরও এক রাজ্য কেজরিওয়ালের ঝুলিতে
তিনি বলেন, "আমরা এমন এক ভারত তৈরি করব যেখানে কোনও ছাত্রকে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে যেতে হবে না ৷ এই ফলাফলের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিয়েছেন, কেজরিওয়াল একজন সন্ত্রাসবাদী নন বরং একজন প্রকৃত 'দেশভক্ত'। ভগত সিং একবার বলেছিলেন, ব্রিটিশদের চলে যাওয়ার পরে আমরা যদি সিস্টেম পরিবর্তন না করি, তাহলে কিছুই হবে না । দুঃখের বিষয় যে গত 75 বছর ধরে ক্ষমতায় থাকা দল ব্রিটিশ সিস্টেমে দেশ চালাচ্ছিল ৷ তারা দেশকে লুট করেছে ৷ স্কুল বা হাসপাতাল তৈরি করেনি । আপ সেই সিস্টেমে পরিবর্তন এনেছে ৷"
আরও পড়ুন : Punjab Assembly Election : ‘আম আদমি’র পঞ্জাব জয়ের উৎসব দুর্গাপুরে
কেজরিওয়ালের কথায়, "সুখবীর সিং বাদল হেরেছেন, ক্যাপ্টেন সাহেব হেরেছেন, চান্নি, প্রকাশ সিং বাদল, নভজ্যোত সিং সিধু, বিক্রম সিং মাজিথিয়া হেরেছেন । এই হেভিওয়েটদের ভূপতিত করে পঞ্জাব দারুণ কাজ করেছে ৷ এই ফলাফল একটি বিশাল 'ইনকিলাব ৷ হেভিওয়েট আসনগুলি সব নড়ে গিয়েছে ।"
PUNJAB (117/117) | |||||
---|---|---|---|---|---|
INC | AAP | SAD+ | BJP+ | OTH | |
18 | 92 | 4 | 2 | 1 |