বেঙ্গালুরু, 8 মার্চ : বেঙ্গালুরু থেকে দক্ষিণ-পূর্বে আড়াই ঘণ্টার দূরত্বে 500 একর খালি জমিতে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিন স্কুটারের কারখানা ৷ ওলা সংস্থার শ্রষ্ঠা ভাবিশ আগরওয়াল এই প্রকল্পটি তৈরির পরিকল্পনা করেছেন ৷ এই বৃহৎ প্রকল্পটি তৈরি করতে প্রায় 330 মিলিয়ন ডলার খরচ হবে ৷ দূষণহীন বাহন তৈরির এই প্রকল্প ভারতকে গাড়ি শিল্পে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে শিল্পমহল ৷
ছোট ছোট মন্দির এবং একাধিক আম বাগান দিয়ে ঘেরা বেঙ্গালুরু থেকে আড়াই ঘণ্টার দূরত্বে 500 একর খালি জমি ৷ এই জমিতেই আগামী 12 সপ্তাহের মধ্যে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিন স্কুটারের ফ্যাক্টরি ৷ যেখান থেকে প্রতি বছর ভারতের জন্য 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ বৈদ্যুতিন স্কুটার তৈরির পরিকল্পনা নিয়েছে ভাবিশ আগরওয়ালের সংস্থা ৷ যা ভারতীয় শিল্পক্ষেত্রে স্টার্টআপে একটি বড় ল্যান্ডমার্ক তৈরি হতে চলেছে ৷ এই প্রকল্পটি তৈরি করতে প্রায় 10 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে এই সংস্থাকে ৷
আরও পড়ুন : ওষুধ প্রস্তুতকারক শিল্প ও রাসায়নিক শিল্পে ডিজিটাল উদ্ভাবন
ভাবিশ আগরওয়ালের ওলা ইলেক্ট্রিক ইতিমধ্যে বাজারে পরিচিত নাম ৷ সেটাই এবার চিনের নিও ইনকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে টেসলা ইনক নামে বাজারে আসবে ৷ আগামী একদশকে দেশে প্রায় 200 মিলিয়ন ইলেক্ট্রিক স্কুটার বিক্রির পরিকল্পনা নিয়েছে এই সংস্থা ৷ সব পরিকল্পনা মাফিক চললে, ওলা ইলেক্ট্রিক মোবিলিটি সংস্থা বছরে 10 মিলিয়ন গাড়ি বিশ্ব বাজারে বিক্রির জন্য তৈরি করবে বলে জানা গিয়েছে ৷