ETV Bharat / bharat

Kishida Meets Modi: মোদির সঙ্গে 'চায়ে পে চর্চা'য় ফুচকা খেয়ে অভিভূত জাপানের প্রধানমন্ত্রী

ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida) ৷ জাপানের প্রধানমন্ত্রী কিশিদা খেয়ে দেখলেন লস্যি থেকে আমপান্না ৷ প্লেট হাতে মুখে পুরে নিলেন একের পর এক 'গোলগপ্পে' ৷

Etv Bharat
ফুচকা খেয়ে অভিভূত জাপানের রাষ্ট্রপ্রধান
author img

By

Published : Mar 20, 2023, 10:06 PM IST

Updated : Mar 20, 2023, 10:59 PM IST

চায়ে পে চর্চায় ফুচকা খেয়ে অভিভূত জাপানের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 20 মার্চ: 'কুইন' ছবির সেই দৃশ্যের কথা মনে আছে? যেখানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড 'পানিপুরি' বা 'ফুচকা'কে বিদেশের মাটিতে পরিচয় করাচ্ছেন ৷ প্রথমদিকে 'তিখা' লাগলেও টক-ঝাল মশলায় আলু মাখা 'ফুচকা' একবার খেলে খেতে মন চায় বারবার ৷ সেই স্ট্রিট ফুড 'ফুচকা' বা 'পানিপুরি' গপাগপ খেলেন দুই রাষ্ট্রপ্রধান, নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷

সম্প্রতি ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida)৷ জাপান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের মূল উদ্দেশ্য ৷ তবে এবার শুধু চায়েতেই চর্চা আটকে ছিল না মোদি ও কিশিদা-র ৷ নয়াদিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে কখনও হেঁটে আবার কখনোও পার্কে বসে খোশমেজাজে গল্পের আসরে চলেছে কূটনৈতিক আলোচনায় মেতেছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷

  • One of the aspects which connects India and Japan is the teachings of Lord Buddha.

    PM @kishida230 and I went to the Buddha Jayanti Park in Delhi. Sharing some glimpses. pic.twitter.com/DL64YUQqdg

    — Narendra Modi (@narendramodi) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে আলোচনা চক্রেই থেমে থাকেনি এদিনের সন্ধ্যা ৷ সঙ্গে ছিল দেদার খাওয়া-দাওয়ার আয়োজন ৷ জাপানের প্রধানমন্ত্রী কিশিদা খেয়ে দেখলেন লস্যি থেকে আমপান্না ৷ কেমনভাবে তৈরি হয়, সেটাও নিজের হাতে চেষ্টা করে দেখেলন খোদ জাপানের রাষ্ট্রপ্রধান ৷ এরপরেই তিনি আসেন ফুচকার স্টলে ৷ প্লেট হাতে মুখে পুরে নিলেন একের পর এক 'গোলগাপ্পে' (Japanese PM tried Gol Gappe, Lassi and Aam Panna) ৷ বলা বাহুল্য, দেশের মাটিতে জনপ্রিয় এই স্ট্রিটফুড খাওয়ার অভিব্যক্তি কেমন, তা নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi and Japanese PM Fumio Kishida visit Buddha Jayanti Park in Delhi. The Japanese PM also tried Gol Gappe, Lassi and Aam Panna here.

    (Source: DD News) pic.twitter.com/sC3khaR31v

    — ANI (@ANI) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: করোনা চিকিৎসায় নয়া গাইডলাইন, অ্য়ান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করল কেন্দ্র

উল্লেখ্য, সোমবার দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ( Indo-Pacific) বিষয়টিও ৷ পাশাপাশি, ভারত-জাপান কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান। প্রসঙ্গত, আলোচনা শেষে জাপানারে প্রধানমন্ত্রী কিশিদাকে চন্দন কাঠের বৌদ্ধ মূর্তিও উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চায়ে পে চর্চায় ফুচকা খেয়ে অভিভূত জাপানের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 20 মার্চ: 'কুইন' ছবির সেই দৃশ্যের কথা মনে আছে? যেখানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড 'পানিপুরি' বা 'ফুচকা'কে বিদেশের মাটিতে পরিচয় করাচ্ছেন ৷ প্রথমদিকে 'তিখা' লাগলেও টক-ঝাল মশলায় আলু মাখা 'ফুচকা' একবার খেলে খেতে মন চায় বারবার ৷ সেই স্ট্রিট ফুড 'ফুচকা' বা 'পানিপুরি' গপাগপ খেলেন দুই রাষ্ট্রপ্রধান, নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷

সম্প্রতি ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida)৷ জাপান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের মূল উদ্দেশ্য ৷ তবে এবার শুধু চায়েতেই চর্চা আটকে ছিল না মোদি ও কিশিদা-র ৷ নয়াদিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে কখনও হেঁটে আবার কখনোও পার্কে বসে খোশমেজাজে গল্পের আসরে চলেছে কূটনৈতিক আলোচনায় মেতেছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷

  • One of the aspects which connects India and Japan is the teachings of Lord Buddha.

    PM @kishida230 and I went to the Buddha Jayanti Park in Delhi. Sharing some glimpses. pic.twitter.com/DL64YUQqdg

    — Narendra Modi (@narendramodi) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে আলোচনা চক্রেই থেমে থাকেনি এদিনের সন্ধ্যা ৷ সঙ্গে ছিল দেদার খাওয়া-দাওয়ার আয়োজন ৷ জাপানের প্রধানমন্ত্রী কিশিদা খেয়ে দেখলেন লস্যি থেকে আমপান্না ৷ কেমনভাবে তৈরি হয়, সেটাও নিজের হাতে চেষ্টা করে দেখেলন খোদ জাপানের রাষ্ট্রপ্রধান ৷ এরপরেই তিনি আসেন ফুচকার স্টলে ৷ প্লেট হাতে মুখে পুরে নিলেন একের পর এক 'গোলগাপ্পে' (Japanese PM tried Gol Gappe, Lassi and Aam Panna) ৷ বলা বাহুল্য, দেশের মাটিতে জনপ্রিয় এই স্ট্রিটফুড খাওয়ার অভিব্যক্তি কেমন, তা নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi and Japanese PM Fumio Kishida visit Buddha Jayanti Park in Delhi. The Japanese PM also tried Gol Gappe, Lassi and Aam Panna here.

    (Source: DD News) pic.twitter.com/sC3khaR31v

    — ANI (@ANI) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: করোনা চিকিৎসায় নয়া গাইডলাইন, অ্য়ান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করল কেন্দ্র

উল্লেখ্য, সোমবার দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ( Indo-Pacific) বিষয়টিও ৷ পাশাপাশি, ভারত-জাপান কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান। প্রসঙ্গত, আলোচনা শেষে জাপানারে প্রধানমন্ত্রী কিশিদাকে চন্দন কাঠের বৌদ্ধ মূর্তিও উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Last Updated : Mar 20, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.