ETV Bharat / bharat

Danish Siddiqui : দিল্লি পৌঁছাল দানিশের মরদেহ, শেষকৃত্য হবে জামিয়া মিলিয়ার কবরস্থানে - দিল্লি পৌঁছাল দানিশের মৃতদেহ

রাত দশটায় দেহ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই দানিশের শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷

Danish Siddiqui d
Danish Siddiqui d
author img

By

Published : Jul 18, 2021, 7:24 PM IST

Updated : Jul 18, 2021, 8:37 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই : দেশে পৌঁছাল আফগানিস্তানে নিহত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মরদেহ ৷ আজ সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বিমান করে দেহ পৌঁছায় ৷ আফগানিস্তানের কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয় সংবাদ সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশের ৷ রাত দশটায় দেহ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই দানিশের শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷

এমনিতে জামিয়া মিলিয়ার কবরস্থান সর্বসাধারণের জন্য নয় ৷ জামিয়ার কর্মী, তাঁদের স্ত্রী বা স্বামী এবং নাবালকদের মৃতদেহ শুধুমাত্র জামিয়ার কবরস্থানে রাখা হয় ৷ জামিয়ার কবরস্থানে দানিশের দেহ সমাধিস্থ করার জন্য সিদ্দিকির পরিবার অনুরোধ জানিয়েছিল ৷ প্রাক্তন ছাত্র দানিশের পরিবারের সেই অনুরোধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার দানিশের বাড়ি যান ৷ আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দানিশের স্মরণসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

জামিয়া মিলিয়ার ছাত্র ছিলেন দানিশ ৷ তাঁর পরিবারের সঙ্গেও দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বহুদিনের সম্পর্ক ৷ সিদ্দিকির বাবা মহম্মদ আখতার সিদ্দিকি জামিয়ার অধ্যাপক ছিলেন ৷ দানিশ সিদ্দিকির স্কুলজীবন কেটেছে জামিয়াতে ৷ এরপর অর্থনীতিতে স্নাতক এবং মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ৷ টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতা বেছে নেন দানিশ ৷

আরও পড়ুন : আগল ভেঙে পথের দিশারী কাদম্বিনী

গত 16 জুলাই আফগান সেনাবাহিনীর সঙ্গে তালিবানদের সংঘর্ষে মৃত্যু হয় পুলিৎজার পুরস্কার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির ৷ প্রাণ হাতে করে নিয়ে আফগানিস্তানে অশান্তির ছবি তুলে পাঠাচ্ছিলেন তিনি ৷ সেখানেই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় বছর 39 বছরের দানিশের ৷ তাঁর মৃত্যুতে শুধু সংবাদ জগতই নয়, সব ক্ষেত্রেই শোকের ছায়া ৷

নয়াদিল্লি, 18 জুলাই : দেশে পৌঁছাল আফগানিস্তানে নিহত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মরদেহ ৷ আজ সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বিমান করে দেহ পৌঁছায় ৷ আফগানিস্তানের কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয় সংবাদ সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশের ৷ রাত দশটায় দেহ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই দানিশের শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷

এমনিতে জামিয়া মিলিয়ার কবরস্থান সর্বসাধারণের জন্য নয় ৷ জামিয়ার কর্মী, তাঁদের স্ত্রী বা স্বামী এবং নাবালকদের মৃতদেহ শুধুমাত্র জামিয়ার কবরস্থানে রাখা হয় ৷ জামিয়ার কবরস্থানে দানিশের দেহ সমাধিস্থ করার জন্য সিদ্দিকির পরিবার অনুরোধ জানিয়েছিল ৷ প্রাক্তন ছাত্র দানিশের পরিবারের সেই অনুরোধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার দানিশের বাড়ি যান ৷ আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দানিশের স্মরণসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

জামিয়া মিলিয়ার ছাত্র ছিলেন দানিশ ৷ তাঁর পরিবারের সঙ্গেও দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বহুদিনের সম্পর্ক ৷ সিদ্দিকির বাবা মহম্মদ আখতার সিদ্দিকি জামিয়ার অধ্যাপক ছিলেন ৷ দানিশ সিদ্দিকির স্কুলজীবন কেটেছে জামিয়াতে ৷ এরপর অর্থনীতিতে স্নাতক এবং মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ৷ টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতা বেছে নেন দানিশ ৷

আরও পড়ুন : আগল ভেঙে পথের দিশারী কাদম্বিনী

গত 16 জুলাই আফগান সেনাবাহিনীর সঙ্গে তালিবানদের সংঘর্ষে মৃত্যু হয় পুলিৎজার পুরস্কার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির ৷ প্রাণ হাতে করে নিয়ে আফগানিস্তানে অশান্তির ছবি তুলে পাঠাচ্ছিলেন তিনি ৷ সেখানেই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় বছর 39 বছরের দানিশের ৷ তাঁর মৃত্যুতে শুধু সংবাদ জগতই নয়, সব ক্ষেত্রেই শোকের ছায়া ৷

Last Updated : Jul 18, 2021, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.