ফতেহবাদ, (হরিয়ানা) 7 জুন : থানায় একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে তাকে ৷ সামনে রয়েছে ঘাস, জল ৷ সে দুই কৃষকের গ্রেফতার হওয়ার 41তম প্রত্যক্ষদর্শী ৷ তাই ধর্নায় বসা কৃষকরা তাঁদের সঙ্গে এই গরুটিকে একজন প্রতিবাদী হিসেবে হাজির করেছিলেন হরিয়ানার তোহানার পুলিশ স্টেশন চত্বরে ৷
গত বুধবার দুজন কৃষক নেতা বিকাশ সিসার আর রবি আজাদকে গ্রেফতার করা হয় ৷ তাঁরা হরিয়ানার বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং বাবলির বাড়ি ঘেরাও করেছিলেন ৷
আরও পড়ুন : আজ থেকে আনলক শুরু দিল্লিতে, কী খুলছে, আর কী বাদ রইল ?
তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে রাকেশ টিকায়েতের নেতৃত্বে ধর্নায় বসেছিলেন বহু কৃষক নেতা ৷ রবিবার সকালেও জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠকে কোনও রফাসূত্র না মেলায় ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কৃষক সংগঠন ৷ পরে রবিবার রাতে বিকাশ ও রবিকে জামিনে ছেড়ে দেওয়া হলে ধর্না উঠিয়ে নেওয়া হয় ৷
সঙ্গে আনা গরুটির দায়িত্ব কার? এ প্রসঙ্গে কৃষক নেতারা জানিয়েছেন, প্রতিবাদী গরুটির খাবার, জলের দায়িত্ব পুলিশের ৷ পুলিশ সে দায়িত্ব যত্ন সহকারে পালন করেছিল ৷