ETV Bharat / bharat

উচ্চকক্ষ থেকে সাসপেনশনের অবসান, সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ রাঘব চাড্ডা

Raghav Chadha Thankful to SC, RS chairman: উচ্চকক্ষ থেকে সাসপেনশনের অবসানে সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷

Raghav Chadha
রাঘব চাড্ডা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:44 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: সংসদের উচ্চকক্ষ থেকে তাঁর সাসপেনশনের সমাপ্তিতে সোমবার সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানালেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷ একটি ভিডিয়ো বার্তায় এ কথা জানান তিনি ৷

সাসপেনশনে থাকাকালীন রাঘব চাড্ডা সেই সময় প্রাপ্ত মানুষের ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানান । তিনি বলেন, "আমার উপর থাকা সাসপেনশন বাতিল করার জন্য আমাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল । সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেই আমার সাসপেনশন ওঠে ৷ অন্তত 115 দিনের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল । সেই দিনগুলিতে আমি হাউসের ভিতরে আপনাদের প্রশ্নের জবাব দিতে পারিনি ।"

রাঘবের ভিডিয়ো বার্তা

সাংসদ এবং আম আদমি পার্টি (এএপি) নেতা বলেছেন যে, তিনি তার সাসপেনশনের সময় মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছেন । তাঁর কথায়, "আমি খুশি যে আমার সাসপেনশন শেষ হয়েছে । আমি এর জন্য সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ । 115 দিনে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি । আমি আপনাদের কাছ থেকে শক্তি পেয়েছি । আমার হৃদয়ের অন্তর থেকে আপনাদের জানাচ্ছি যে আমি কৃতজ্ঞ ।"

উল্লেখ্য, বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে রাঘব চাড্ডাকে গত অগস্ট মাসে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল । ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (সংশোধন) বিল, 2023 রাজ্যসভায় বাদল অধিবেশনের শেষ দিনে পেশ করা হয়েছিল ৷ ওইদিনই রাঘবের বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি ৷ তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৷ নিয়মের লঙ্ঘন, অসদাচরণ, অবমাননাকর মনোভাবের জন্য তাঁকে সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন:

  1. রাঘব চাড্ডা 'সাসপেন্ড' নিয়ে রাজ্যসভার সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের
  2. নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা
  3. সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি-রাঘব

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: সংসদের উচ্চকক্ষ থেকে তাঁর সাসপেনশনের সমাপ্তিতে সোমবার সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানালেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷ একটি ভিডিয়ো বার্তায় এ কথা জানান তিনি ৷

সাসপেনশনে থাকাকালীন রাঘব চাড্ডা সেই সময় প্রাপ্ত মানুষের ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানান । তিনি বলেন, "আমার উপর থাকা সাসপেনশন বাতিল করার জন্য আমাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল । সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেই আমার সাসপেনশন ওঠে ৷ অন্তত 115 দিনের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল । সেই দিনগুলিতে আমি হাউসের ভিতরে আপনাদের প্রশ্নের জবাব দিতে পারিনি ।"

রাঘবের ভিডিয়ো বার্তা

সাংসদ এবং আম আদমি পার্টি (এএপি) নেতা বলেছেন যে, তিনি তার সাসপেনশনের সময় মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছেন । তাঁর কথায়, "আমি খুশি যে আমার সাসপেনশন শেষ হয়েছে । আমি এর জন্য সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ । 115 দিনে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি । আমি আপনাদের কাছ থেকে শক্তি পেয়েছি । আমার হৃদয়ের অন্তর থেকে আপনাদের জানাচ্ছি যে আমি কৃতজ্ঞ ।"

উল্লেখ্য, বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে রাঘব চাড্ডাকে গত অগস্ট মাসে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল । ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (সংশোধন) বিল, 2023 রাজ্যসভায় বাদল অধিবেশনের শেষ দিনে পেশ করা হয়েছিল ৷ ওইদিনই রাঘবের বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি ৷ তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৷ নিয়মের লঙ্ঘন, অসদাচরণ, অবমাননাকর মনোভাবের জন্য তাঁকে সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন:

  1. রাঘব চাড্ডা 'সাসপেন্ড' নিয়ে রাজ্যসভার সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের
  2. নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা
  3. সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি-রাঘব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.