ETV Bharat / bharat

Varanasi Blast Case : বারাণসী বোমা বিস্ফোরণে ওয়ালিউল্লাহ খানের ফাঁসির সাজা আদালতের - Terrorist Waliullah sentenced to death in Varanasi blast case

2006 সালে বারাণসী বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত ওয়ালিউল্লাহ খানের মৃত্যুদণ্ড (Terrorist Waliullah sentenced to death in Varanasi Blast Case) ৷

Varanasi Blast Case Update
ওয়ালিউল্লাহ খানের ফাঁসির সাজা গাজিয়াবাদ আদালতের
author img

By

Published : Jun 6, 2022, 5:11 PM IST

Updated : Jun 6, 2022, 5:34 PM IST

নয়াদিল্লি, 6 জুন : বারাণসী বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ওয়ালিউল্লাহ খানের মৃত্যুদণ্ডের নির্দেশ ৷ সোমবার শুনানিতে এই সাজা শুনিয়েছে গাজিয়াবাদ আদালত (Terrorist Waliullah sentenced to death in Varanasi Blast Case) ৷

2006 সালে সংকটমোচন মন্দির এবং বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের ঘটনায় 28 জন নিহত হয়েছিল ৷ আহত হয়েছিলেন 100 জনের বেশি ৷ ওই ঘটনাতেই প্রধান অভিযুক্ত ছিল ওয়ালিউল্লাহ খান ৷ প্রসঙ্গত, গোদৌলিয়ায় পাওয়া তৃতীয় বোমাটি বিস্ফোরণের আগেই নিস্ক্রিয় করা হয় ।

আরও পড়ুন : বাংলাদেশি তরুণীকে গণধর্ষণে দুই অভিযুক্তের 20 বছরের কারাদণ্ড

গাজিয়াবাদ জেলা দায়রা আদালতের বিচারক জিতেন্দ্র কুমার সিনহা ওয়ালিউল্লাহ খানকে প্রথম দু'টি মামলায় দোষী সাব্যস্ত করেছেন ৷ আইপিসি-র বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অঙ্গচ্ছেদ এবং বিস্ফোরণ আইনের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷ জেলা সরকারের কৌঁসুলি রাজেশ শর্মা বলেন, ‘‘পর্যাপ্ত প্রমাণ না থাকায় একটি মামলায় আসামি খালাস পেয়েছেন ।’’

নয়াদিল্লি, 6 জুন : বারাণসী বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ওয়ালিউল্লাহ খানের মৃত্যুদণ্ডের নির্দেশ ৷ সোমবার শুনানিতে এই সাজা শুনিয়েছে গাজিয়াবাদ আদালত (Terrorist Waliullah sentenced to death in Varanasi Blast Case) ৷

2006 সালে সংকটমোচন মন্দির এবং বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের ঘটনায় 28 জন নিহত হয়েছিল ৷ আহত হয়েছিলেন 100 জনের বেশি ৷ ওই ঘটনাতেই প্রধান অভিযুক্ত ছিল ওয়ালিউল্লাহ খান ৷ প্রসঙ্গত, গোদৌলিয়ায় পাওয়া তৃতীয় বোমাটি বিস্ফোরণের আগেই নিস্ক্রিয় করা হয় ।

আরও পড়ুন : বাংলাদেশি তরুণীকে গণধর্ষণে দুই অভিযুক্তের 20 বছরের কারাদণ্ড

গাজিয়াবাদ জেলা দায়রা আদালতের বিচারক জিতেন্দ্র কুমার সিনহা ওয়ালিউল্লাহ খানকে প্রথম দু'টি মামলায় দোষী সাব্যস্ত করেছেন ৷ আইপিসি-র বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অঙ্গচ্ছেদ এবং বিস্ফোরণ আইনের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷ জেলা সরকারের কৌঁসুলি রাজেশ শর্মা বলেন, ‘‘পর্যাপ্ত প্রমাণ না থাকায় একটি মামলায় আসামি খালাস পেয়েছেন ।’’

Last Updated : Jun 6, 2022, 5:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.