মুম্বই, 3 মার্চ: মুম্বইয়ের ভাকোলা থানা এলাকায় একটি বিলাসবহুল বাসের ধাক্কায় টেম্পো চালকের মৃত্যু ৷ ঘটনার পর চালক বিলাসবহুল বাসটিকে দুর্ঘটনাস্থলের কাছে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যান বলে অভিযোগ ৷ এই ঘটনার সময়ে ওই বাসে যাত্রীরা ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের কারও গুরুতর চোট-আঘাত লাগেনি বলে জানিয়েছেন স্থানীয় ভাকোলা থানার পুলিশ আধিকারিক ৷
পুলিশ সূত্রে খবর, বাসের ধাক্কায় টেম্পোটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমনকী বাসের সামনের অংশও ভেঙে গিয়েছে ৷ দুর্ঘটনার জেরে টেম্পো চালকের শরীরে একাধিক জায়গায় চোট লাগে ৷ তাঁর শরীর থেকে রক্তক্ষরণও হয় ৷ জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় স্থানীয়রাই পুলিশ খবর দেয় ৷ ওই টেম্পো চালকের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ এই ঘটনায় বিলাসবহুল ওই বাসের চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ৷ দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক ৷ পুলিশ ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে ৷
উল্লেখ্য, মহারাষ্ট্র সরকারের তরফে সড়ক নিরাপত্তা নিয়ে প্রচারের পরেও হুঁশ নেই একাংশ বাস, ট্রাক ও অন্যান্য গাড়ির চালকদের ৷ আর তার জেরে প্রাণহানির মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে ৷ গত বুধবারই মহারাষ্ট্রের থানে জেলায় দু’টি পথ দুর্ঘটনা ঘটে ৷ একটি ঘটনায় দুই ব্যক্তি গুরুতর চোটের কারণে মারা গিয়েছেন ৷ আরও এক ব্যক্তি হাসপাতালে ভরতি ৷ অপর ঘটনাটি ঘটেছে গোধবন্দর এলাকায় ৷ সেখানে দ্রুত গিততে আসা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন ৷ ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রজৌরির কেওয়াল এলাকায় একটি যাত্রীবাহী বাস উলটে গিয়েছে ৷ যে ঘটনায় 2 যাত্রীর মৃত্যু হয়েছে ৷ আরও 12 জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷
আরও পড়ুন: মপেডচালককে বেপরোয়া গাড়ির ধাক্কা, 15 ফুট 'উড়ে' রাস্তায় মুখ থুবড়ে পড়লেন প্রৌঢ়