হায়দরাবাদ, 19 জুন : রাজ্যে করোনা কেসের সংখ্যা কমছে ৷ তাই রাজ্যে দ্বিতীয় দফার লকডাউন সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা মন্ত্রিসভা ৷
রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী তেলাঙ্গানায় বর্তমানে করোনা সংক্রমণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ৷ উল্লেখযোগ্যভাবে কমেছে নতুন আক্রান্তের সংখ্যা ৷ কমেছে পজ়িটিভ রোগীর সংখ্যাও ৷ স্বাস্থ্য দফতরের এই রিপোর্ট পাওয়ার পরই মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত হয় ৷ তবে রাজ্যজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুততার সঙ্গেই হবে ৷
ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত দফতরের আধিকারিকদের করোনার জন্য আরোপ করা বিধি নিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে ৷ সরকারি অফিস, বাস ও মেট্রো সার্ভিস আগের মতোই চালু হবে ৷ তবে আন্তঃরাজ্যে বাস সার্ভিস চালু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে স্কুল, কলেজ ও সিনেমা হল খোলা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
লকডাউন তুলে নেওয়া হলেও রাজ্যের সাধারণ মানুষের কাছে করোনা সংক্রমণকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে ৷ সবাইকে মাস্ক পরা, দূরত্ব বিধি মানা ও নিয়মিত হাত স্যানিটাইজ় করার উপদেশও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Virat Kohli : অনন্য রেকর্ড নেতা কোহলির
দ্বিতীয় দফায় রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম দফায় 14 মে থেকে 20 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয় ৷ সেই সময় সকাল 6টা থেকে 10 টা পর্যন্ত সবকিছু ছাড় দেওয়া হয় ৷ তারপর ফের 21মে থেকে 31মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয় ৷ যদিও সেক্ষেত্রে লকডাউনে সকাল 6টা থেকে বেলা 1 টা পর্যন্ত ছাড় দেওয়া হয় ৷ তারপর ফের বাড়ানো হয় লকডাউন ৷ তবে সেক্ষেত্রেও ছাড় আরও বাড়ানো হয়৷ সকাল 6টা থেকে ছাড় বাড়িয়ে বিকাল 5টা পর্যন্ত করা হয় ৷ তবে আগামীকাল থেকে উঠে গেল সমস্ত বিধি নিষেধ ৷