ETV Bharat / bharat

Tejashwi Yadav Marraige : ছোটবেলার বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তেজস্বী যাদব - লালুপ্রসাদের ছেলের বিয়ে

ছোটবেলার বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav Marraige) ৷ নববধূর নাম ব়্যাচেল ওরফে রাজশ্রী ৷ দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র 50 জন !

tejashwi yadav got married with childhood friend rachel alias rajshree
Tejashwi Yadav Marraige : ছোটবেলার বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তেজস্বী যাদব
author img

By

Published : Dec 9, 2021, 8:36 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : সাতপাকে বাঁধা পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav Marraige) ৷ বৃহস্পতিবার দিল্লির সৈনিক ফার্ম হাউসে বসে বিয়ের আসর ৷ নববধূর নাম ব়্যাচেল ওরফে রাজশ্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব ৷ ছিলেন লালুপ্রসাদ যাদবের ভাইয়ের পরিবারের সদস্যরাও ৷ শুধুমাত্র তেজস্বীর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই বিহারের গোপালগঞ্জ থেকে দিল্লি আসেন তাঁরা ৷

আরও পড়ুন : এক্সক্লুসিভ : বিহারে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ তেজস্বীর

সূত্রের খবর, হরিয়ানার বাসিন্দা ব়্যাচেল আদতে খ্রিস্টান পরিবারের মেয়ে ৷ তিনি তেজস্বীর ছোটবেলার বন্ধু ৷ তেজস্বী এবং ব়্যাচেল দু’জনেই দিল্লিতে থেকে পড়াশোনা করেছেন ৷ তাঁরা দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া ছিলেন ৷ তবে এবার থেকে ব়্যাচেল (Rachel) রাজশ্রী যাদব (Rajshree Yadav) নামেই পরিচিত হবেন ৷ এদিনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া যাদব পরিবারের খুব কাছের কিছু মানুষই উপস্থিত ছিলেন ৷ সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিল মাত্র 50 ! এমনকী, আরজেডি-র শীর্ষ নেতানেত্রীরাও এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না ৷ তবে সূত্রের দাবি, আগামী দিনে বিহারে একটি অনুষ্ঠান করবেন তেজস্বী ৷ সেখানেই নবদম্পতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে দলীয় নেতা, কর্মী-সহ অন্যদের ৷

আরও পড়ুন : তেজস্বী যাদব তাঁর সরকারি বাসভবনে তৈরি করলেন কোভিড কেয়ার সেন্টার

লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবীর অষ্টম সন্তান তেজস্বী ৷ সব মিলিয়ে তাঁরা সাত বোন এবং দুই ভাই ৷ যাদব পরিবারের ঘনিষ্ঠদের দাবি, আগামী দিনে তেজস্বীই হবেন লালুপ্রসাদের রাজনৈতিক উত্তরসূরি ৷ যার নমুনা ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ গত কয়েক বছরে তেজস্বীই কার্যত দলের প্রধান নেতা হিসাবে উঠে এসেছেন ৷ বিহারের শেষ বিধানসভা নির্বাচনেও তাঁর তৎপরতা সকলের নজর কেড়েছে ৷ এই মুহূর্তে তিনি রঘুপুরের বিধায়ক এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাছাড়া, ক্রিকেটার হিসাবেও তাঁর একটা পরিচিতি রয়েছে ৷ অতীতে আইপিএলে দিল্লির হয়ে মাঠে নেমেছেন তিনি ৷ তাই তাঁর বিয়ে নিয়ে আমজনতার যে উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু, যাদব পরিবার পুরো ব্যাপারটাই লোকচক্ষুর আড়ালে একান্ত ব্যক্তিগত পরিসরে সেরেছে ৷ পরে অবশ্য বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : সাতপাকে বাঁধা পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav Marraige) ৷ বৃহস্পতিবার দিল্লির সৈনিক ফার্ম হাউসে বসে বিয়ের আসর ৷ নববধূর নাম ব়্যাচেল ওরফে রাজশ্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব ৷ ছিলেন লালুপ্রসাদ যাদবের ভাইয়ের পরিবারের সদস্যরাও ৷ শুধুমাত্র তেজস্বীর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই বিহারের গোপালগঞ্জ থেকে দিল্লি আসেন তাঁরা ৷

আরও পড়ুন : এক্সক্লুসিভ : বিহারে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ তেজস্বীর

সূত্রের খবর, হরিয়ানার বাসিন্দা ব়্যাচেল আদতে খ্রিস্টান পরিবারের মেয়ে ৷ তিনি তেজস্বীর ছোটবেলার বন্ধু ৷ তেজস্বী এবং ব়্যাচেল দু’জনেই দিল্লিতে থেকে পড়াশোনা করেছেন ৷ তাঁরা দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া ছিলেন ৷ তবে এবার থেকে ব়্যাচেল (Rachel) রাজশ্রী যাদব (Rajshree Yadav) নামেই পরিচিত হবেন ৷ এদিনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া যাদব পরিবারের খুব কাছের কিছু মানুষই উপস্থিত ছিলেন ৷ সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিল মাত্র 50 ! এমনকী, আরজেডি-র শীর্ষ নেতানেত্রীরাও এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না ৷ তবে সূত্রের দাবি, আগামী দিনে বিহারে একটি অনুষ্ঠান করবেন তেজস্বী ৷ সেখানেই নবদম্পতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে দলীয় নেতা, কর্মী-সহ অন্যদের ৷

আরও পড়ুন : তেজস্বী যাদব তাঁর সরকারি বাসভবনে তৈরি করলেন কোভিড কেয়ার সেন্টার

লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবীর অষ্টম সন্তান তেজস্বী ৷ সব মিলিয়ে তাঁরা সাত বোন এবং দুই ভাই ৷ যাদব পরিবারের ঘনিষ্ঠদের দাবি, আগামী দিনে তেজস্বীই হবেন লালুপ্রসাদের রাজনৈতিক উত্তরসূরি ৷ যার নমুনা ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ গত কয়েক বছরে তেজস্বীই কার্যত দলের প্রধান নেতা হিসাবে উঠে এসেছেন ৷ বিহারের শেষ বিধানসভা নির্বাচনেও তাঁর তৎপরতা সকলের নজর কেড়েছে ৷ এই মুহূর্তে তিনি রঘুপুরের বিধায়ক এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাছাড়া, ক্রিকেটার হিসাবেও তাঁর একটা পরিচিতি রয়েছে ৷ অতীতে আইপিএলে দিল্লির হয়ে মাঠে নেমেছেন তিনি ৷ তাই তাঁর বিয়ে নিয়ে আমজনতার যে উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু, যাদব পরিবার পুরো ব্যাপারটাই লোকচক্ষুর আড়ালে একান্ত ব্যক্তিগত পরিসরে সেরেছে ৷ পরে অবশ্য বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.