ETV Bharat / bharat

Mysterious Deaths of Two Tigers: নীলগিরিতে উদ্ধার দুটি বাঘের দেহ, কারণ নিয়ে সংশয় - tamil nadu mysterious death of two tigers

তামিলনাড়ুর নীলগিরিতে উদ্ধার দুটি বাঘের দেহ ৷ বাঘ দু’টিকে কেউ হত্যা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে বন দফতরের আধিকারিকরা জঙ্গলে টহলদারি শুরু করেছেন ৷ ঠিক কীভাবে ওই দুটি বাঘের প্রাণ গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:22 AM IST

Updated : Sep 11, 2023, 11:48 AM IST

নীলগিরি (তামিলনাড়ু) 11 সেপ্টেম্বর: দু’টি বাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ শনিবার নীলগিরি বনাঞ্চলে উদ্ধার হয়েছে বাঘের দেহদু’টি ৷ মৃত্যুর কারণ নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের আধিকারিকদের মধ্যে ৷

প্রথম বাঘের মৃত্যু: মৃত দু’টি বাঘের একটির বয়স আনুমানিক 8 বছর ৷ সেটি পুরুষ ৷ বাঘের শরীরে কোনও ক্ষত চিহ্ন নেই। অক্ষত ছিল নখ থেকে শুরু করে ক্যানাইনও। বিশেষজ্ঞরাও ইতিমধ্যেই মৃত বাঘের নমুনা সংগ্রহ করেছেন ময়না তদন্তের জন্য ৷ বাঘের পাকস্থলিতে চুলে একটি বিশেষ তরলের সন্ধান মিলেছে ৷ সেগুলিই তাঁর মৃত্যুর কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

দ্বিতীয় বাঘের মৃত্যু: অপরটির বয়স 3 বছর ৷ এটিও একটি পুরুষ বাঘ ৷ তার ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন আছে ৷ মেরুদণ্ডের কাছেও আঘাতের চিহ্ন মিলেছে ৷ আগেরটির মতো এই বাঘটিরও নখ ও ক্যানাইনও অক্ষত ছিল ৷ তবে ওই পুরুষ বাঘটির পেটে সজারুর কাঁটা ও চুল মিলেছে ৷ প্রাথমিকভাবে প্রাণী বিশেষজ্ঞদের অনুমান, দু’টি বাঘের মারামারির কারণেই তাদের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, সজারু শিকার করতে গিয়েও মৃত্যু হতে পারে বলে মনে করছেন তাঁরা ৷ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই বাঘের দেহ দু‘টি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

বন বিভাগ সূত্রে খবর, বাঘের দেহ দু‘টি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, তার পাশেই একটি গবাদি পশুর দেহ মিলেছে ৷ সেটির দেহ থেকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো পাঠিয়েছেন বিশেষজ্ঞরা ৷ ডগ স্কোয়াড ও বন দফতরের 20 সদস্যের একটি দল এলাকায় টহলদারি শুরু করেছে ৷ কাছাকাছি কোনও জনবসতি আছে কি না তার সন্ধান করে দেখা হচ্ছে ৷ বাঘদু’টিকে কেউ হত্য়া করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তামিলনাড়ুর এই নীলগিরি বনে বাঘের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বনবিভাগের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: ফসলের ক্ষেতে থেকে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু বাঘের, উঠছে বিষ প্রয়োগের তত্ত্ব

নীলগিরি (তামিলনাড়ু) 11 সেপ্টেম্বর: দু’টি বাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ শনিবার নীলগিরি বনাঞ্চলে উদ্ধার হয়েছে বাঘের দেহদু’টি ৷ মৃত্যুর কারণ নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের আধিকারিকদের মধ্যে ৷

প্রথম বাঘের মৃত্যু: মৃত দু’টি বাঘের একটির বয়স আনুমানিক 8 বছর ৷ সেটি পুরুষ ৷ বাঘের শরীরে কোনও ক্ষত চিহ্ন নেই। অক্ষত ছিল নখ থেকে শুরু করে ক্যানাইনও। বিশেষজ্ঞরাও ইতিমধ্যেই মৃত বাঘের নমুনা সংগ্রহ করেছেন ময়না তদন্তের জন্য ৷ বাঘের পাকস্থলিতে চুলে একটি বিশেষ তরলের সন্ধান মিলেছে ৷ সেগুলিই তাঁর মৃত্যুর কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

দ্বিতীয় বাঘের মৃত্যু: অপরটির বয়স 3 বছর ৷ এটিও একটি পুরুষ বাঘ ৷ তার ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন আছে ৷ মেরুদণ্ডের কাছেও আঘাতের চিহ্ন মিলেছে ৷ আগেরটির মতো এই বাঘটিরও নখ ও ক্যানাইনও অক্ষত ছিল ৷ তবে ওই পুরুষ বাঘটির পেটে সজারুর কাঁটা ও চুল মিলেছে ৷ প্রাথমিকভাবে প্রাণী বিশেষজ্ঞদের অনুমান, দু’টি বাঘের মারামারির কারণেই তাদের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, সজারু শিকার করতে গিয়েও মৃত্যু হতে পারে বলে মনে করছেন তাঁরা ৷ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই বাঘের দেহ দু‘টি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

বন বিভাগ সূত্রে খবর, বাঘের দেহ দু‘টি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, তার পাশেই একটি গবাদি পশুর দেহ মিলেছে ৷ সেটির দেহ থেকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো পাঠিয়েছেন বিশেষজ্ঞরা ৷ ডগ স্কোয়াড ও বন দফতরের 20 সদস্যের একটি দল এলাকায় টহলদারি শুরু করেছে ৷ কাছাকাছি কোনও জনবসতি আছে কি না তার সন্ধান করে দেখা হচ্ছে ৷ বাঘদু’টিকে কেউ হত্য়া করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তামিলনাড়ুর এই নীলগিরি বনে বাঘের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বনবিভাগের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: ফসলের ক্ষেতে থেকে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু বাঘের, উঠছে বিষ প্রয়োগের তত্ত্ব

Last Updated : Sep 11, 2023, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.