ETV Bharat / bharat

বাড়ছে সংক্রমণ, 31 মার্চ পর্যন্ত আংশিক লকডাউন তামিলনাড়ুতে - তামিলনাড়ুতে লকডাউন

65 বছরের বেশি বয়সি যাঁদের শরীরে কোমরবিডিটি রয়েছে, যাঁরা সন্তানসম্ভবা এবং 10 বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বলেছে তামিলনাড়ু সরকার ।

Tamil Nadu Extends Lockdown
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 1, 2021, 7:11 AM IST

চেন্নাই, 1 মার্চ : করোনা সংক্রমণ বেড়েই চলেছে তামিলনাড়ুতে । এই পরিস্থিতিতে 31 মার্চ পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে সেই রাজ্যে । করোনা সংক্রান্ত যাবতীয় বিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন । অফিস, দোকান এবং শিল্প ও বাণিজ্যক্ষেত্রগুলি নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা যাবে ।

নিয়ম ভাঙলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থার নিদান দিয়েছে তামিলনাড়ু সরকার । মাইক্রো লেভেল কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াকড়ি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও পৌর প্রশাসনকে ।

বাইরে বেরোলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । শারীরিক দূরত্ববিধিও কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে ।

বিমান পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা থাকছে । অত্যাবশ্যক পরিষেবা ছাড়া আন্তর্জাতিক বিমান পরিবহন আপাতত বন্ধ থাকছে তামিলনাড়ুতে ।

তামিলনাড়ু সরকারের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে । 65 বছরের বেশি বয়সি যাঁদের শরীরে কোমরবিডিটি রয়েছে, যাঁরা সন্তানসম্ভবা এবং 10 বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে ।

আরও পড়ুন : বেঙ্গালুরুতে ফের লকডাউন? ''হ্যাঁ, কোভিড নিয়ম না-মানলে''

এদিকে আজ থেকেই তামিলনাড়ুতে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হচ্ছে । 60 বছরের বেশি বয়সিরা এবং 45 বছরের উপরে যাঁদের কোমরবিডিটি রয়েছে, তাঁদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে ।

রবিবার রাতে তামিলনাড়ুর স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে সে-রাজ্যে বিগত 24 ঘণ্টায় 486 জনের শরীরে নতুন সংক্রমণ দেখা দিয়েছে । করোনায় আক্রান্ত ছিলেন এমন পাঁচজনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘণ্টায় ।

চেন্নাই, 1 মার্চ : করোনা সংক্রমণ বেড়েই চলেছে তামিলনাড়ুতে । এই পরিস্থিতিতে 31 মার্চ পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে সেই রাজ্যে । করোনা সংক্রান্ত যাবতীয় বিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন । অফিস, দোকান এবং শিল্প ও বাণিজ্যক্ষেত্রগুলি নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা যাবে ।

নিয়ম ভাঙলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থার নিদান দিয়েছে তামিলনাড়ু সরকার । মাইক্রো লেভেল কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াকড়ি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও পৌর প্রশাসনকে ।

বাইরে বেরোলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । শারীরিক দূরত্ববিধিও কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে ।

বিমান পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা থাকছে । অত্যাবশ্যক পরিষেবা ছাড়া আন্তর্জাতিক বিমান পরিবহন আপাতত বন্ধ থাকছে তামিলনাড়ুতে ।

তামিলনাড়ু সরকারের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে । 65 বছরের বেশি বয়সি যাঁদের শরীরে কোমরবিডিটি রয়েছে, যাঁরা সন্তানসম্ভবা এবং 10 বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে ।

আরও পড়ুন : বেঙ্গালুরুতে ফের লকডাউন? ''হ্যাঁ, কোভিড নিয়ম না-মানলে''

এদিকে আজ থেকেই তামিলনাড়ুতে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হচ্ছে । 60 বছরের বেশি বয়সিরা এবং 45 বছরের উপরে যাঁদের কোমরবিডিটি রয়েছে, তাঁদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে ।

রবিবার রাতে তামিলনাড়ুর স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে সে-রাজ্যে বিগত 24 ঘণ্টায় 486 জনের শরীরে নতুন সংক্রমণ দেখা দিয়েছে । করোনায় আক্রান্ত ছিলেন এমন পাঁচজনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘণ্টায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.