ETV Bharat / bharat

IND vs PAK : ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতালেন ইমরান খান

author img

By

Published : Oct 24, 2021, 9:40 AM IST

মহারণের আগে মাঠের বাইরে থেকে খেলোয়াড়দের মনোবল বাড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷

IND-PAK
ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতাচ্ছেন পাক প্রধানমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান

দুবাই, 24 অক্টোবর : মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ রবিবাসরীয় মহারণের গনগনে আগুনে গা সেঁকছেন ভারত-পাক দু'দেশের ক্রিকেট সমর্থকরা ৷ সেই আগুনের আঁচে উত্তাপ বাড়ছে বুর্জ খলিফার শহরে ৷

অনেকেই বলছেন, ক্রিকেটের হাত ধরেই আবার পোক্ত হবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক । যদিও মাঠ এবং মাঠের বাইরে, দু'জায়গাতেই যুদ্ধংদেহি মেজাজে রয়েছে দুই টিমই ৷ বাবর আজমদের বিরুদ্ধে ফেভারিট হিসেবে বিরাটরা শুরু করলেও ভারত-পাক ম্যাচের লড়াইয়ে টেনশনের চোরাস্রোত দুই দলের ক্রিকেটারদের মধ্যে ৷ দেশের ক্রিকেটারদের সেই টেনশন কমানোর লক্ষ্যেই বাবর আজম অ্যান্ড কোং-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সেখানে বড় ম্যাচ খেলার সময় তাদের মনোভাব কী ছিল, স্নায়ুর চাপ কিভাবে নিতেন সেই বিষয়ে টিপস দেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ৷

আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

তারপরেই একই সুর শোনা গেল '92 এর বিশ্বকাপজয়ী দলের আরও এক সদস্যের মুখেও ৷ পিসিবি (Pakistan Cricket Board) চেয়ারম্যান রামিজ রাজাও কিভাবে বড় ম্যাচের মোকাবিলা করতে হয়, সে বিষয়ে টিপস দিয়েছেন দলের খেলোয়াড়দের ৷ পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন যে প্রধানমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান দু'জনেই বলেছেন বাইরের চাপ দলের ভেতর আসতে না দিলেই কাঙ্খিত সাফল্য আসবে ৷ দেশের প্রথম অধিনায়ক হিসেবে তাঁর সামনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ কীভাবে স্ট্র্য়াটেজি সাজাচ্ছেন বাবর ? উত্তরে পাক অধিনায়ক জানান, তাঁরা নিজেদের খেলায় ফোকাস থাকতে চান এবং বল বাই বল ভাবতে চান ৷

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

দুবাই, 24 অক্টোবর : মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ রবিবাসরীয় মহারণের গনগনে আগুনে গা সেঁকছেন ভারত-পাক দু'দেশের ক্রিকেট সমর্থকরা ৷ সেই আগুনের আঁচে উত্তাপ বাড়ছে বুর্জ খলিফার শহরে ৷

অনেকেই বলছেন, ক্রিকেটের হাত ধরেই আবার পোক্ত হবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক । যদিও মাঠ এবং মাঠের বাইরে, দু'জায়গাতেই যুদ্ধংদেহি মেজাজে রয়েছে দুই টিমই ৷ বাবর আজমদের বিরুদ্ধে ফেভারিট হিসেবে বিরাটরা শুরু করলেও ভারত-পাক ম্যাচের লড়াইয়ে টেনশনের চোরাস্রোত দুই দলের ক্রিকেটারদের মধ্যে ৷ দেশের ক্রিকেটারদের সেই টেনশন কমানোর লক্ষ্যেই বাবর আজম অ্যান্ড কোং-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সেখানে বড় ম্যাচ খেলার সময় তাদের মনোভাব কী ছিল, স্নায়ুর চাপ কিভাবে নিতেন সেই বিষয়ে টিপস দেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ৷

আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

তারপরেই একই সুর শোনা গেল '92 এর বিশ্বকাপজয়ী দলের আরও এক সদস্যের মুখেও ৷ পিসিবি (Pakistan Cricket Board) চেয়ারম্যান রামিজ রাজাও কিভাবে বড় ম্যাচের মোকাবিলা করতে হয়, সে বিষয়ে টিপস দিয়েছেন দলের খেলোয়াড়দের ৷ পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন যে প্রধানমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান দু'জনেই বলেছেন বাইরের চাপ দলের ভেতর আসতে না দিলেই কাঙ্খিত সাফল্য আসবে ৷ দেশের প্রথম অধিনায়ক হিসেবে তাঁর সামনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ কীভাবে স্ট্র্য়াটেজি সাজাচ্ছেন বাবর ? উত্তরে পাক অধিনায়ক জানান, তাঁরা নিজেদের খেলায় ফোকাস থাকতে চান এবং বল বাই বল ভাবতে চান ৷

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.