ETV Bharat / bharat

IND vs PAK : 13তম প্রচেষ্টায় সফল বাবরের পাকিস্তান, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা ?

এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ এই ঘটনা নিয়ে যা বললেন দু'দেশের প্রাক্তন খেলোয়াড়েরা.....

IND vs PAK
বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পাকিস্তানের, কী বলছেন দু'দেশের প্রাক্তনীরা
author img

By

Published : Oct 25, 2021, 9:31 AM IST

দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম ৷ রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ যার দৌলতে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ ভারতের হার ও পাকিস্তানের জয় নিয়ে টুইটারে যা লিখলেন দু'দেশের প্রাক্তন খেলোয়াড়েরা...

ভিভিএস লক্ষ্মণ : অসাধারণভাবে ভারতের বিপক্ষে ইতিহাস বদলে দিল পাকিস্তান । পাকিস্তানের জন্য আফ্রিদি প্রথমদিকে ভাল বল করেন ৷ শেষে ওপেনাররা ভারতের সামনে জেতার সুযোগের কিছুই অবশিষ্ট রাখেননি । বাবর ও রিজওয়ানের অসাধারণ ব্যাটিং । ভারতকে আরও উন্নতি করতে হবে ৷

  • What a way to end their World Cup jinx against India. Afridi struck the early blows to set up the game for Pakistan, and the openers left nothing to chance. Excellent batting from Babar & Rizwan. India have plenty of work ahead, but have the pedigree to bounce back quickly.

    — VVS Laxman (@VVSLaxman281) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুবরাজ সিং : ভারতের জন্য কঠিন দিন ৷ আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে !

  • Tough day for india 🇮🇳 and @ManUtd I’m sure they will bounce back ! Congratulations to Pakistan 🇵🇰 and Liverpool ! #timeforbed 😢😓

    — Yuvraj Singh (@YUVSTRONG12) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হরভজন সিং : আজ ভারতের দিন ছিল না । আমি নিশ্চিত যে ওরা ভুল থেকে শিক্ষা নেবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷

  • It wasn’t India’s day today. Am sure they will learn from their mistakes and come back stronger @BCCI But I must compliment Pakistan for their Brilliant win . They were a better team today @TheRealPCB #INDvPAK

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোয়েব আখতার : তাঁরা যা পারেননি বাবর আজমরা সেটা করে দেখিয়েছেন ৷ প্রশংসায় ভাসলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷ লিখলেন, "কেয়া বাত হ্যায় । মাশাআল্লাহ । ছা গ্য়ায়ে ।"

ইমরান খান : পাকিস্তান দলকে অভিনন্দন এবং বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে ৷ সেইসঙ্গে রিজওয়ান এবং শাহিন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য । দেশ আপনাদের সবাইকে নিয়ে গর্বিত ।

  • Congratulations to the Pakistan Team & esp to Babar Azam who led from the front, as well as to the brilliant performances of Rizwan & Shaheen Afridi. The nation is proud of you all. pic.twitter.com/ygoOVTu37l

    — Imran Khan (@ImranKhanPTI) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রামিজ রাজা : এটাই প্রথমবার, সবচেয়ে দুর্দান্ত শুরু ৷ কিন্তু মনে রাখবেন যাত্রা সবে শুরু ৷ সমস্ত পাকিস্তানিদের জন্য এমন একটি গর্বের মুহূর্ত এবং ধন্যবাদ ছেলেদের আমাদের এই মুহূর্তটি দেওয়ার জন্য ।

  • Alhamdolilla…It’s the first one, the most magnificent one but remember journey has just begun.. such a proud moment for all Pakistanis and thank you boys for providing us this moment to cherish.#PakistanZindabad

    — Ramiz Raja (@iramizraja) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম ৷ রবিবাসরীয় সন্ধ্যায় মরুশহরে ফ্লপের খাতায় কোহলি অ্যান্ড কোং ৷ যার দৌলতে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ ভারতের হার ও পাকিস্তানের জয় নিয়ে টুইটারে যা লিখলেন দু'দেশের প্রাক্তন খেলোয়াড়েরা...

ভিভিএস লক্ষ্মণ : অসাধারণভাবে ভারতের বিপক্ষে ইতিহাস বদলে দিল পাকিস্তান । পাকিস্তানের জন্য আফ্রিদি প্রথমদিকে ভাল বল করেন ৷ শেষে ওপেনাররা ভারতের সামনে জেতার সুযোগের কিছুই অবশিষ্ট রাখেননি । বাবর ও রিজওয়ানের অসাধারণ ব্যাটিং । ভারতকে আরও উন্নতি করতে হবে ৷

  • What a way to end their World Cup jinx against India. Afridi struck the early blows to set up the game for Pakistan, and the openers left nothing to chance. Excellent batting from Babar & Rizwan. India have plenty of work ahead, but have the pedigree to bounce back quickly.

    — VVS Laxman (@VVSLaxman281) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যুবরাজ সিং : ভারতের জন্য কঠিন দিন ৷ আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে !

  • Tough day for india 🇮🇳 and @ManUtd I’m sure they will bounce back ! Congratulations to Pakistan 🇵🇰 and Liverpool ! #timeforbed 😢😓

    — Yuvraj Singh (@YUVSTRONG12) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হরভজন সিং : আজ ভারতের দিন ছিল না । আমি নিশ্চিত যে ওরা ভুল থেকে শিক্ষা নেবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷

  • It wasn’t India’s day today. Am sure they will learn from their mistakes and come back stronger @BCCI But I must compliment Pakistan for their Brilliant win . They were a better team today @TheRealPCB #INDvPAK

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোয়েব আখতার : তাঁরা যা পারেননি বাবর আজমরা সেটা করে দেখিয়েছেন ৷ প্রশংসায় ভাসলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷ লিখলেন, "কেয়া বাত হ্যায় । মাশাআল্লাহ । ছা গ্য়ায়ে ।"

ইমরান খান : পাকিস্তান দলকে অভিনন্দন এবং বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে ৷ সেইসঙ্গে রিজওয়ান এবং শাহিন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য । দেশ আপনাদের সবাইকে নিয়ে গর্বিত ।

  • Congratulations to the Pakistan Team & esp to Babar Azam who led from the front, as well as to the brilliant performances of Rizwan & Shaheen Afridi. The nation is proud of you all. pic.twitter.com/ygoOVTu37l

    — Imran Khan (@ImranKhanPTI) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রামিজ রাজা : এটাই প্রথমবার, সবচেয়ে দুর্দান্ত শুরু ৷ কিন্তু মনে রাখবেন যাত্রা সবে শুরু ৷ সমস্ত পাকিস্তানিদের জন্য এমন একটি গর্বের মুহূর্ত এবং ধন্যবাদ ছেলেদের আমাদের এই মুহূর্তটি দেওয়ার জন্য ।

  • Alhamdolilla…It’s the first one, the most magnificent one but remember journey has just begun.. such a proud moment for all Pakistanis and thank you boys for providing us this moment to cherish.#PakistanZindabad

    — Ramiz Raja (@iramizraja) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.