ETV Bharat / bharat

Suvendu Tweets: ত্রিপুরায় দ্বিতীয় বারেও শূন্য ! তৃণমূলের জাতীয় দলের তকমা কাড়তে কমিশনে অনুরোধ শুভেন্দুর - নির্বাচন কমিশনকে প্রশ্ন শুভেন্দুর

এর আগে গোয়ার বিধানসভা নির্বাচনেও খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস ৷ ত্রিপুরায় দু'বার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিলেও সেখানে খাতা খুলতে পারেনি ঘাসফুল ৷ এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari over Trinamool Congress as National Party) ৷

TMC
তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Mar 3, 2023, 7:25 AM IST

Updated : Mar 3, 2023, 8:53 AM IST

কলকাতা, 3 মার্চ: সাগরদিঘি-ত্রিপুরায় ভোটে হারের দিন তৃণমূল নেতৃত্বকে আরও অস্বস্তিতে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উত্তর-পূর্বের বিধানসভা নির্বাচনে যে ভাবে প্রচারে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অর্থে চমক লাগানো ফল মেলেনি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ ত্রিপুরা ও মেঘালয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনে যথাক্রমে 24টি এবং 8টি করে আসনে প্রার্থী দিয়েছিল ঘাসফুল ৷ সেবার দুই রাজ্য থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল ৷ এবার মেঘালয়ে 5টি আসন পেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু ত্রিপুরা হতাশ করেছে ৷ এর সঙ্গে রাজ্যে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোটের কাছে হেরেছে তারা ৷

একাধিক হারের সুযোগকে কাজে লাগালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘাসফুলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার যুক্তি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ৷ তাতে তিনি এই দাবির কারণগুলি ব্যাখ্যা করেছেন ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের কাছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অনুরোধ, তৃণমূল জাতীয় দলের যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ তৃণমূল শুধুমাত্র একটি দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল ৷

  • I request the Hon'ble Chief Election Commissioner of India Shri @rajivkumarec Ji (IAS) & the @ECISVEEP to derecognise @AITCofficial as a National Party as they don't fulfill the criteria of being one.
    TMC is simply the most corrupt regional party. Thats it:- pic.twitter.com/DmPS6D3Gj4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধান নির্বাচন কমিশনারকে শুভেন্দু অধিকারী কী লিখেছেন ?

কোনও দল জাতীয় স্তরের মর্যাদা পেলে, তাকে একটি আঞ্চলিক দলের বিরোধী দল হতে হবে ৷ আর সেই 'শাসকদল'টির অস্তিত্ব একটি নির্দিষ্ট রাজ্যেই সীমাবদ্ধ থাকতে হবে ৷ জাতীয় নির্বাচন কমিশনের 'ইন্ডিয়ান পিলিটিক্যাল পার্টিস এবং ইলেকশন সিম্বল 2019' হ্যান্ডবুক অনুযায়ী একটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে উন্নীত হওয়ার শর্ত:

  • ওই দলটির কাছে কমপক্ষে তিনটি রাজ্যে লোকসভা আসনের 2 শতাংশ আসন থাকতে হবে ৷ লোকসভায় তৃণমূলের নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি সাংসদ থাকলেও তাঁরা সবাই পশ্চিমবঙ্গ থেকে এবং একটি রাজ্যে ৷ তাই নির্বাচন কমিশনের এই শর্ত অনুযায়ী তৃণমূল সর্বভারতীয় হতে পারে না ৷
  • শুভেন্দু জাতীয় নির্বাচন কমিশনকে জানান, গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস গোয়া, ত্রিপুরা আর মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়েছে ৷ এর সঙ্গে তিনটি রাজ্যে ভোটের হার ও বিধায়কের সংখ্যাও দেন ৷ সেখানে গোয়া ও ত্রিপুরায় বিধায়ক শূন্য ৷ আর মেঘালয়ে 5 জন বিধায়ক, উল্লেখ করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: মেঘের দেশে পাঁচ আসনে জয়, জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার বড়সড় নমুনা পেশ তৃণমূলের

কলকাতা, 3 মার্চ: সাগরদিঘি-ত্রিপুরায় ভোটে হারের দিন তৃণমূল নেতৃত্বকে আরও অস্বস্তিতে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উত্তর-পূর্বের বিধানসভা নির্বাচনে যে ভাবে প্রচারে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অর্থে চমক লাগানো ফল মেলেনি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ ত্রিপুরা ও মেঘালয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনে যথাক্রমে 24টি এবং 8টি করে আসনে প্রার্থী দিয়েছিল ঘাসফুল ৷ সেবার দুই রাজ্য থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল ৷ এবার মেঘালয়ে 5টি আসন পেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু ত্রিপুরা হতাশ করেছে ৷ এর সঙ্গে রাজ্যে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোটের কাছে হেরেছে তারা ৷

একাধিক হারের সুযোগকে কাজে লাগালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘাসফুলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার যুক্তি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ৷ তাতে তিনি এই দাবির কারণগুলি ব্যাখ্যা করেছেন ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের কাছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অনুরোধ, তৃণমূল জাতীয় দলের যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ তৃণমূল শুধুমাত্র একটি দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল ৷

  • I request the Hon'ble Chief Election Commissioner of India Shri @rajivkumarec Ji (IAS) & the @ECISVEEP to derecognise @AITCofficial as a National Party as they don't fulfill the criteria of being one.
    TMC is simply the most corrupt regional party. Thats it:- pic.twitter.com/DmPS6D3Gj4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধান নির্বাচন কমিশনারকে শুভেন্দু অধিকারী কী লিখেছেন ?

কোনও দল জাতীয় স্তরের মর্যাদা পেলে, তাকে একটি আঞ্চলিক দলের বিরোধী দল হতে হবে ৷ আর সেই 'শাসকদল'টির অস্তিত্ব একটি নির্দিষ্ট রাজ্যেই সীমাবদ্ধ থাকতে হবে ৷ জাতীয় নির্বাচন কমিশনের 'ইন্ডিয়ান পিলিটিক্যাল পার্টিস এবং ইলেকশন সিম্বল 2019' হ্যান্ডবুক অনুযায়ী একটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে উন্নীত হওয়ার শর্ত:

  • ওই দলটির কাছে কমপক্ষে তিনটি রাজ্যে লোকসভা আসনের 2 শতাংশ আসন থাকতে হবে ৷ লোকসভায় তৃণমূলের নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি সাংসদ থাকলেও তাঁরা সবাই পশ্চিমবঙ্গ থেকে এবং একটি রাজ্যে ৷ তাই নির্বাচন কমিশনের এই শর্ত অনুযায়ী তৃণমূল সর্বভারতীয় হতে পারে না ৷
  • শুভেন্দু জাতীয় নির্বাচন কমিশনকে জানান, গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস গোয়া, ত্রিপুরা আর মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়েছে ৷ এর সঙ্গে তিনটি রাজ্যে ভোটের হার ও বিধায়কের সংখ্যাও দেন ৷ সেখানে গোয়া ও ত্রিপুরায় বিধায়ক শূন্য ৷ আর মেঘালয়ে 5 জন বিধায়ক, উল্লেখ করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: মেঘের দেশে পাঁচ আসনে জয়, জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার বড়সড় নমুনা পেশ তৃণমূলের

Last Updated : Mar 3, 2023, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.