ETV Bharat / bharat

Bihar Shooting Incident: বেগুসরাইয়ের রাস্তায় দুই সাইকো-কিলারের বন্দুক হামলা, গুলিবিদ্ধ 11 - Suspected Psycho Killers shot people

তারা বাইকে এসে হঠাৎ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের দিকে গুলি ছুড়তে থাকে ৷ বিহারের বেগুসরাই জেলার তিনটি থানা এলাকায় এই সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছে ৷ লোকজন বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে (Firing at Begusarai) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 14, 2022, 8:04 AM IST

Updated : Sep 14, 2022, 8:25 AM IST

বেগুসরাই, 14 সেপ্টেম্বর: গুলিবিদ্ধ 11 জন ৷ বিহারের বেগুসরাইতে চাকিয়ার থার্মাল গেটের কাছে 2 জন সাইকো-কিলার এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে ৷ একজন মারা গিয়েছেন এবং জখম 10 ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ দু'জন বাইক আরোহী হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ সঙ্গে সঙ্গে একজন প্রাণ হারান ৷ পুলিশ তদন্ত শুরু করেছে (Two suspected psycho killers shot people in Begusarai Bihar) ৷

প্রায় 40 মিনিট ধরে বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে যায় সাইকো-কিলাররা ৷ তখনও পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ জানা গিয়েছে, দু'জন অপরাধী 4টি থানা এলাকায় প্রায় 40 মিনিট ধরে এই কাণ্ড করে বেরিয়েছে ৷ তারপর তারা পটনার উদ্দেশ্যে রওনা দেয় ৷ 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে বচওয়ারা থানা এলাকার গোধনায় ৷ দু'জন সাইকো-কিলার পাশ দিয়ে যাওয়া 3 জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ গুলিবিদ্ধদের মধ্যে একজন বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মী ৷ এরপর, তারা তেগরা থানার আধারপুরের কাছে পৌঁছয় ৷ সেখানে 28 নং জাতীয় সড়কে (NH-28) দীপক কুমার এবং বিকাশ কুমারকে গুলি করে ৷ তাঁদের প্রথমে তেগরার হাসপাতালে নিয়ে গেলেও পরে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: গুলি চালাচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা! দেখুন ভিডিয়ো

হাসপাতালের আধিকারিক ডাঃ রামকৃষ্ণ কুমার বলেন, "দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ একজনের বয়স 30 এবং আরেকজনের 26 ৷ দু'জনেরই অবস্থা সংকটজনক ৷" দুর্ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বিহার পুলিশের সদর দফতরও সতর্ক রয়েছে ৷ এসপি যোগেন্দ্র কুমার বলেন, "দু'জন একটি বাইকে এসে লোকজনের দিকে গুলি করতে থাকে ৷ মনে হয়, তারা সাইকো-কিলার ৷ সব থানাগুলিকে ঘটনাটি জানিয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ গাড়িগুলিতেও তল্লাশি চলছে ৷"

এডিজি জে এস গাংওয়ার বলেন, "এসপি এবং ডিআইজি দু'জনেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ অপরাধীদের ধরতে তল্লাশি চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ চারদিকের জেলাগুলির পুলিশ হেডকোয়ার্টারকে সজাগ থাকার কথা জানানো হয়ছে ৷ জানা গিয়েছে, তারা সমস্তিপুর দিয়ে বেগুসরাইয়ে ঢুকে গুলি করতে শুরু করে ৷ তারপর পটনার দিকে পালিয়ে যায় ৷"

বেগুসরাই, 14 সেপ্টেম্বর: গুলিবিদ্ধ 11 জন ৷ বিহারের বেগুসরাইতে চাকিয়ার থার্মাল গেটের কাছে 2 জন সাইকো-কিলার এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে ৷ একজন মারা গিয়েছেন এবং জখম 10 ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ দু'জন বাইক আরোহী হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ সঙ্গে সঙ্গে একজন প্রাণ হারান ৷ পুলিশ তদন্ত শুরু করেছে (Two suspected psycho killers shot people in Begusarai Bihar) ৷

প্রায় 40 মিনিট ধরে বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে যায় সাইকো-কিলাররা ৷ তখনও পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ জানা গিয়েছে, দু'জন অপরাধী 4টি থানা এলাকায় প্রায় 40 মিনিট ধরে এই কাণ্ড করে বেরিয়েছে ৷ তারপর তারা পটনার উদ্দেশ্যে রওনা দেয় ৷ 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে বচওয়ারা থানা এলাকার গোধনায় ৷ দু'জন সাইকো-কিলার পাশ দিয়ে যাওয়া 3 জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ গুলিবিদ্ধদের মধ্যে একজন বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মী ৷ এরপর, তারা তেগরা থানার আধারপুরের কাছে পৌঁছয় ৷ সেখানে 28 নং জাতীয় সড়কে (NH-28) দীপক কুমার এবং বিকাশ কুমারকে গুলি করে ৷ তাঁদের প্রথমে তেগরার হাসপাতালে নিয়ে গেলেও পরে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: গুলি চালাচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা! দেখুন ভিডিয়ো

হাসপাতালের আধিকারিক ডাঃ রামকৃষ্ণ কুমার বলেন, "দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ একজনের বয়স 30 এবং আরেকজনের 26 ৷ দু'জনেরই অবস্থা সংকটজনক ৷" দুর্ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বিহার পুলিশের সদর দফতরও সতর্ক রয়েছে ৷ এসপি যোগেন্দ্র কুমার বলেন, "দু'জন একটি বাইকে এসে লোকজনের দিকে গুলি করতে থাকে ৷ মনে হয়, তারা সাইকো-কিলার ৷ সব থানাগুলিকে ঘটনাটি জানিয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ গাড়িগুলিতেও তল্লাশি চলছে ৷"

এডিজি জে এস গাংওয়ার বলেন, "এসপি এবং ডিআইজি দু'জনেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ অপরাধীদের ধরতে তল্লাশি চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ চারদিকের জেলাগুলির পুলিশ হেডকোয়ার্টারকে সজাগ থাকার কথা জানানো হয়ছে ৷ জানা গিয়েছে, তারা সমস্তিপুর দিয়ে বেগুসরাইয়ে ঢুকে গুলি করতে শুরু করে ৷ তারপর পটনার দিকে পালিয়ে যায় ৷"

Last Updated : Sep 14, 2022, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.