বারাণসী, 24 ডিসেম্বর: বছর ঘুরলেই রামমন্দিরের উদ্বোধন হবে ৷ উত্তরপ্রদেশের অযোধ্যায় 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের উদঘাটন অনুষ্ঠান হওয়ার কথা ৷ এতে একদিকে দেশজুড়ে যেমন খুশির হাওয়া বইছে, তেমনই অন্যদিকে পর্যটনও যেন নতুন করে প্রাণ পেয়েছে ৷
ইতিমধ্যে তীর্থযাত্রীরা কাশী এবং অযোধ্যায় যাওয়ার বুকিং সেরে ফেলেছেন ৷ মার্চ মাস পর্যন্ত ট্রেন, বিমানের টিকিট পাওয়া ভার ৷ এমনকী হোটেলও আগেভাগে বুক করেছেন পুণ্যার্থীরা ৷ এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে হোটেলের ভাড়াও বৃদ্ধি পেয়েছে, বিশেষত অযোধ্যায় ৷ হোটেলে ঘরভাড়া 1 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷
বাড়তে থাকা খরচের আবহে ট্যুর অপারেটররা দেশের মধ্যে এবং বাইরে থেকে আসা পর্যটকদের মার্চের কিছু পরে অযোধ্যায় আসার পরামর্শ দিচ্ছেন ৷ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং দর্শন ঘিরে তুলকালাম কাণ্ড চলছে ৷ সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে ৷ অযোধ্যায় বেশ কয়েকটি হোটেলের বুকিংও বাতিল করা হয়েছে ৷
অযোধ্যায় এখন হোটেলে ঘরের চাহিদা তুঙ্গে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ভাড়া ৷ এই অবস্থায় পর্যটকদের ভিড় সামাল দিতে অভিনব কৌশল গ্রহণ করেছে ট্যুর অপারেটররা ৷ 2 রাত এবং 3 দিনে কাশী, প্রয়াগরাজ এবং অযোধ্যা ঘুরিয়ে দেখার প্যাকেজ করা হয়েছে ৷ এতে একদিকে অযোধ্যা এবং একইসঙ্গে বারাণসীও ঘুরে দেখা যাবে ৷ আর খরচও বিশাল কিছু পড়বে না ৷
স্পিরিচুয়াল ট্যুর সংস্থার ডিরেক্টর সন্তোষ সিং জানান, পুণ্যার্থীরা বারাণসী বা কাশীধামে আসার জন্য আগেভাগে বুকিং করছেন ৷ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে ভিড় উপচে পড়বে ৷ এই সময় বারাণসী ও অযোধ্যা ঘুরে দেখার জন্য 2 রাত ও 3 দিনের প্যাকেজ করা হয়েছে ৷ এছাড়া 7 রাত ও 8 দিনের প্যাকেজও রয়েছে ৷
তবে এই সময় থাকা, খাওয়া, ঘুরে-বেড়ানোর খরচাও বিশাল জায়গায় পৌঁছেছে ৷ 2 দিন ও 3 রাতের প্যাকেজে বারাণসী ও অযোধ্যায় ঘুরতে গেলে দু'জনের প্রত্যেককে 8 হাজার টাকা খরচ করতে হবে ৷ এটাই ন্যূনতম খরচ ৷ তাই বহু পর্যটককেই নিরাশ হতে হচ্ছে ৷
আরও পড়ুন: