ETV Bharat / bharat

Delhi Excise Policy Case: ইডির সমনের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য মামলাগুলির সঙ্গে কবিতার মামলাকেও জুড়ে দিল সুপ্রিম কোর্ট - আবগারি দুর্নীতি মামলা

এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিআরএস নেত্রী কে কবিতা ৷ তাঁর মামলাকে একই ধরনের মামলাগুলির সঙ্গে সংযুক্ত করল শীর্ষ আদালত (SC tags Kavitha's plea with pending cases) ৷

Delhi Excise Policy Case
Delhi Excise Policy Case
author img

By

Published : Mar 27, 2023, 4:31 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: ভারত রাষ্ট্রীয় সমিতির নেত্রী কে কবিতার (BRS leader K Kavitha) তরফে করা আবেদন অন্য মামলাগুলির সঙ্গে জুড়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ কে কবিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁকে আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) ইতিমধ্যে একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED) ৷ ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমনও পাঠিয়েছে ৷

একজন মহিলা হিসেবে সেই সমনের বিরুদ্ধে ও গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কবিতা ৷ তাঁর সেই মামলাকেই সোমবার একই ধরনের অন্য মামলাগুলির সঙ্গে সংযুক্ত করে দিল শীর্ষ আদালত ৷ সমস্ত মামলাগুলির পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে হবে ৷ তখন মামলাগুলির শুনানি করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চে ৷

এদিন সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী কপিল সিবল বেঞ্চকে জানিয়েছেন যে প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের তরফেও ইডির বিরুদ্ধে এমন একটি মামলা দায়ের করা হয় ৷ সেখানে মহিলা অভিযুক্তদের সমন সংক্রান্ত বিষয় রয়েছে ৷ সেই মামলা এখন বিচারাধীন শীর্ষ আদালতে ৷ প্রসঙ্গত, কবিতাও একই অভিযোগ তুলেছেন ইডির সমনের বিরুদ্ধে ৷

সলিসিটার জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু জানান, নলিনী চিদম্বরমের পিটিশন দাখিল করার পরে তিন বিচারপতির বেঞ্চ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের বিধানগুলিকে বহাল রেখে একটি রায় দেয় ৷ সেখানে অভিযুক্তকে তলবের বিষয়ে সমস্ত বিধানগুলিই বহাল রয়েছে ৷

তখন আদালত জানায় যে তাহলে এই সংক্রান্ত সমস্ত বিষয় একই সঙ্গে শুনানি হওয়া উচিত ৷ আর এটা তাহলে তিন সপ্তাহ পরেই শুনানি হোক ৷ সলিসিটার জেনারেল এই নিয়ে বিস্তারিত তথ্য পেশের আবেদন জানান ৷ আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে ৷

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত 11 মার্চ কে কবিতার বয়ান রেকর্ড করে ইডি ৷ তার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আবার 16 মার্চ তলব করা হয় ৷ সেদিন তিনি দিল্লিতে ইডির অফিসে গিয়ে হাজিরা দেন ৷ এর পর গত 21 মার্চ তাঁকে প্রায় 10 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

দিল্লি আবগারি দুর্নীতিতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কবিতার নাম জড়িয়েছে ৷ অভিযোগ, এই মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী অরুণ রামচন্দ্রণ পিল্লাইয়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ৷ ইডির কাছে অবশ্য অরুণের সঙ্গে যোগাযোগের অভিযোগ কবিতা অস্বীকার করেছেন বলে খবর ৷ বাইরেও এই দুর্নীতিতে তাঁর জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেন কবিতা ৷

এই মামলায় ইডি এখনও পর্যন্ত গ্রেফতার করেছে 12 জনকে ৷ সেই তালিকায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াও রয়েছেন ৷ যদিও মণীশের গ্রেফতারিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে আপ ৷ অন্যদিকে কবিতাও তাঁকে রাজনৈতিক কারণে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: কে কবিতার দায়ের মামলার শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 27 মার্চ: ভারত রাষ্ট্রীয় সমিতির নেত্রী কে কবিতার (BRS leader K Kavitha) তরফে করা আবেদন অন্য মামলাগুলির সঙ্গে জুড়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ কে কবিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁকে আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) ইতিমধ্যে একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED) ৷ ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমনও পাঠিয়েছে ৷

একজন মহিলা হিসেবে সেই সমনের বিরুদ্ধে ও গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কবিতা ৷ তাঁর সেই মামলাকেই সোমবার একই ধরনের অন্য মামলাগুলির সঙ্গে সংযুক্ত করে দিল শীর্ষ আদালত ৷ সমস্ত মামলাগুলির পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে হবে ৷ তখন মামলাগুলির শুনানি করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চে ৷

এদিন সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী কপিল সিবল বেঞ্চকে জানিয়েছেন যে প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের তরফেও ইডির বিরুদ্ধে এমন একটি মামলা দায়ের করা হয় ৷ সেখানে মহিলা অভিযুক্তদের সমন সংক্রান্ত বিষয় রয়েছে ৷ সেই মামলা এখন বিচারাধীন শীর্ষ আদালতে ৷ প্রসঙ্গত, কবিতাও একই অভিযোগ তুলেছেন ইডির সমনের বিরুদ্ধে ৷

সলিসিটার জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু জানান, নলিনী চিদম্বরমের পিটিশন দাখিল করার পরে তিন বিচারপতির বেঞ্চ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের বিধানগুলিকে বহাল রেখে একটি রায় দেয় ৷ সেখানে অভিযুক্তকে তলবের বিষয়ে সমস্ত বিধানগুলিই বহাল রয়েছে ৷

তখন আদালত জানায় যে তাহলে এই সংক্রান্ত সমস্ত বিষয় একই সঙ্গে শুনানি হওয়া উচিত ৷ আর এটা তাহলে তিন সপ্তাহ পরেই শুনানি হোক ৷ সলিসিটার জেনারেল এই নিয়ে বিস্তারিত তথ্য পেশের আবেদন জানান ৷ আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে ৷

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত 11 মার্চ কে কবিতার বয়ান রেকর্ড করে ইডি ৷ তার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আবার 16 মার্চ তলব করা হয় ৷ সেদিন তিনি দিল্লিতে ইডির অফিসে গিয়ে হাজিরা দেন ৷ এর পর গত 21 মার্চ তাঁকে প্রায় 10 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

দিল্লি আবগারি দুর্নীতিতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কবিতার নাম জড়িয়েছে ৷ অভিযোগ, এই মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী অরুণ রামচন্দ্রণ পিল্লাইয়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ৷ ইডির কাছে অবশ্য অরুণের সঙ্গে যোগাযোগের অভিযোগ কবিতা অস্বীকার করেছেন বলে খবর ৷ বাইরেও এই দুর্নীতিতে তাঁর জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেন কবিতা ৷

এই মামলায় ইডি এখনও পর্যন্ত গ্রেফতার করেছে 12 জনকে ৷ সেই তালিকায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াও রয়েছেন ৷ যদিও মণীশের গ্রেফতারিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে আপ ৷ অন্যদিকে কবিতাও তাঁকে রাজনৈতিক কারণে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: কে কবিতার দায়ের মামলার শুনানি সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.