নিউ দিল্লি, 4 মে : "ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট, 2017"-কে অসাংবিধানিক ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷ কেন্দ্রীয় আইন আরইআরএ-র বদলে রিয়্যাল এস্টেট সেক্টরকে পরিচালনা করার জন্য কার্যকর করা হয়েছিল এই আইন ৷
আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর বিচারপতি এম আর শাহ জানান , এই আইন কম-বেশি কেন্দ্রের "সেন্টার'স রিয়্যাল এস্টেট (রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) অ্যাক্ট" (আরইআরএ)-এর অনুরূপ ৷ তাই তা সংবিধানের আইনের পরিপন্থী ৷
এই রায়ে তাঁরা ঘোষণা করেন, "রাজ্যের আইন সংবিধানের পরিপন্থী ৷ তার কারণ, এটা নয় যে রাজ্য ও কেন্দ্রের অ্যাক্টের মধ্যে বিরোধ রয়েছে ৷ কিন্তু একবার যখন সংসদে কোনো আইন পাশ হয়, তার পরে ওই এক বিষয়ে রাজ্য এটা করতে পারে না ৷ আর এখানে সংসদের সীমা লঙ্ঘন করেছে রাজ্যের এই আইন ৷"
তবে যাঁরা ইতিমধ্যে এই আইনের আওতায় জমি, বাড়ি কিনেছেন, তাঁদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ৷ তাঁদের রেজিস্ট্রেশন এবং অন্যান্য তথ্যের বৈধতা বজায় থাকবে বলে আশ্বস্ত করেছেন বিচারপতিরা ৷
আরো পড়ুন: পাড়ার কমিউনিটি হল হবে সেফ হোম, করোনা সংকটে সিদ্ধান্ত রাজ্যের
"ফোরাম ফর পিপল'স কালেকটিভ এফর্টস" একটি জমি-বাড়ি কেনার সংগঠন ৷ তারা রাজ্যের এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আবেদন করে দেশের সর্বোচ্চ আদালতে ৷
আবেদনে এই সংগঠন জানায়, "রাজ্যে এইচআইআরএ কার্যকর করার আগেই কেন্দ্রের আরইআরএ-র অস্তিত্ব ছিল ৷ এইচআইআরএ আর আরইআরএ দুটোই ক্রেতার সুবিধার্থে করা হয়েছিল ৷ উদ্দেশ্য ছিল রিয়্যাল এস্টেটকে এগিয়ে নিয়ে যাওয়া ও সুষ্ঠুভাবে পরিচালনা করা ৷ রাজ্যের এইচআইআরএ-র প্রায় 95-98 শতাংশই কেন্দ্রের আরইআরএ-র প্রতিলিপি ৷ কিন্তু কয়েকটি জায়গায় এর সঙ্গে কেন্দ্রের আরইআরএ-র বিরোধ রয়েছে ৷"
সেই আবেদনের শুনানিতেই পশ্চিমবঙ্গের এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত ৷