নয়াদিল্লি, 17 মার্চ: আইনজীবীদের চেম্বারের জন্য জমি বরাদ্দ (Land Allotment Issue for SC Lawyers) করার বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে সুপ্রিম কোর্ট (Supreme Court on Lawyers Land Allotment) ৷ শীর্ষ আদালতের তরফে শুক্রবার এই কথা জানানো হয় ৷ সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য বরাদ্দ হওয়া 1.33 একর জমি নিয়ে একটি মামলা দায়ের করেছে শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন ৷ সেই মামলার শুনানিতেই এদিন শীর্ষ আদালত এই কথা জানিয়েছে ৷
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয় ৷ ওই বেঞ্চ এদিন বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি বিকাশ সিংয়ের কাছে জানতে চান, কীভাবে চেম্বারের জন্য বরাদ্দ করা জমি অধিগ্রহণের বিষয়ে একটি বিচার বিভাগীয় আদেশ দেওয়া যেতে পারে ?
বেঞ্চের তরফে বলা হয়, "আইনজীবীরা আমাদের অংশ.... কিন্তু আমরা কি আমাদের নিজস্ব বিচারবিভাগীয় ক্ষমতা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের লোকদের রক্ষা করার জন্য ? মনে হচ্ছে যেন সুপ্রিম কোর্ট তার নিজস্ব প্রয়োজন মেটাতে নিজের বিচারবিভাগীয় ক্ষমতা প্রয়োগ করছে... ৷" বেঞ্চের তরফে আরও বলা হয়, ‘‘আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আদালত প্রশাসনিক দিকে সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করবে ৷ আইনি নির্দেশ দিয়ে আমরা সরকারের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছি এমন ইঙ্গিত গেলে চলবে না ৷’’
প্রধান বিচারপতি জানান, সরকার প্রশাসনিক ভাবে শীর্ষ আদালতের সঙ্গে যুক্ত ৷ সেই দিক থেকে এই বিষয়টি উত্থাপন করা যেতে পারে ৷ এছাড়া বেঞ্চের তরফে উদাহরণ হিসেবে জানানো হয়, ই-কোর্ট প্রকল্পের জন্য সরকার শীর্ষ আদালতকে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ কারণ, সরকারের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্প আদালতের জন্য জরুরি ৷ অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি বিকাশ সিং আদালতকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "আমরা অত্যন্ত কৃতজ্ঞ । পুরো বার প্রতিষ্ঠানের (আদালত) সঙ্গে আছে ৷ আর এই ক্ষেত্রে যাই ঘটুক না কেন আমরা প্রতিষ্ঠানের গৌরব ক্ষুন্ন হোক, এমন কিছু করব না ৷"
বার অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন যে বার বা অন্য অংশীদাররা এই ক্ষেত্রে সরকারের সঙ্গে প্রশাসনিক আলোচনায় অংশ হতে পারে না ৷ তাই তিনি দিল্লি হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টকেও একই পদ্ধতিতে জমি অধিগ্রহণের পরামর্শ দিয়েছে ৷ এই সমস্যা সমাধানে অংশগ্রহণ করতে চেয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনও ৷
আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ