ETV Bharat / bharat

SC on Lawyers Chamber: আইনজীবীদের চেম্বারের জন্য বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার আশ্বাস সুপ্রিম কোর্টের - আইনজীবীদের চেম্বারের জন্য জমি বরাদ্দ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের চেম্বার সংক্রান্ত একটি মামলায় শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে যে তারা এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে (Supreme Court on Lawyers Land Allotment) ৷

SC on Lawyers Land Allotment
SC on Lawyers Land Allotment
author img

By

Published : Mar 17, 2023, 3:23 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: আইনজীবীদের চেম্বারের জন্য জমি বরাদ্দ (Land Allotment Issue for SC Lawyers) করার বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে সুপ্রিম কোর্ট (Supreme Court on Lawyers Land Allotment) ৷ শীর্ষ আদালতের তরফে শুক্রবার এই কথা জানানো হয় ৷ সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য বরাদ্দ হওয়া 1.33 একর জমি নিয়ে একটি মামলা দায়ের করেছে শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন ৷ সেই মামলার শুনানিতেই এদিন শীর্ষ আদালত এই কথা জানিয়েছে ৷

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয় ৷ ওই বেঞ্চ এদিন বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি বিকাশ সিংয়ের কাছে জানতে চান, কীভাবে চেম্বারের জন্য বরাদ্দ করা জমি অধিগ্রহণের বিষয়ে একটি বিচার বিভাগীয় আদেশ দেওয়া যেতে পারে ?

বেঞ্চের তরফে বলা হয়, "আইনজীবীরা আমাদের অংশ.... কিন্তু আমরা কি আমাদের নিজস্ব বিচারবিভাগীয় ক্ষমতা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের লোকদের রক্ষা করার জন্য ? মনে হচ্ছে যেন সুপ্রিম কোর্ট তার নিজস্ব প্রয়োজন মেটাতে নিজের বিচারবিভাগীয় ক্ষমতা প্রয়োগ করছে... ৷" বেঞ্চের তরফে আরও বলা হয়, ‘‘আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আদালত প্রশাসনিক দিকে সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করবে ৷ আইনি নির্দেশ দিয়ে আমরা সরকারের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছি এমন ইঙ্গিত গেলে চলবে না ৷’’

প্রধান বিচারপতি জানান, সরকার প্রশাসনিক ভাবে শীর্ষ আদালতের সঙ্গে যুক্ত ৷ সেই দিক থেকে এই বিষয়টি উত্থাপন করা যেতে পারে ৷ এছাড়া বেঞ্চের তরফে উদাহরণ হিসেবে জানানো হয়, ই-কোর্ট প্রকল্পের জন্য সরকার শীর্ষ আদালতকে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ কারণ, সরকারের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্প আদালতের জন্য জরুরি ৷ অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি বিকাশ সিং আদালতকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "আমরা অত্যন্ত কৃতজ্ঞ । পুরো বার প্রতিষ্ঠানের (আদালত) সঙ্গে আছে ৷ আর এই ক্ষেত্রে যাই ঘটুক না কেন আমরা প্রতিষ্ঠানের গৌরব ক্ষুন্ন হোক, এমন কিছু করব না ৷"

বার অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন যে বার বা অন্য অংশীদাররা এই ক্ষেত্রে সরকারের সঙ্গে প্রশাসনিক আলোচনায় অংশ হতে পারে না ৷ তাই তিনি দিল্লি হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টকেও একই পদ্ধতিতে জমি অধিগ্রহণের পরামর্শ দিয়েছে ৷ এই সমস্যা সমাধানে অংশগ্রহণ করতে চেয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনও ৷

আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

নয়াদিল্লি, 17 মার্চ: আইনজীবীদের চেম্বারের জন্য জমি বরাদ্দ (Land Allotment Issue for SC Lawyers) করার বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে সুপ্রিম কোর্ট (Supreme Court on Lawyers Land Allotment) ৷ শীর্ষ আদালতের তরফে শুক্রবার এই কথা জানানো হয় ৷ সুপ্রিম কোর্টে আইনজীবীদের জন্য বরাদ্দ হওয়া 1.33 একর জমি নিয়ে একটি মামলা দায়ের করেছে শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন ৷ সেই মামলার শুনানিতেই এদিন শীর্ষ আদালত এই কথা জানিয়েছে ৷

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয় ৷ ওই বেঞ্চ এদিন বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি বিকাশ সিংয়ের কাছে জানতে চান, কীভাবে চেম্বারের জন্য বরাদ্দ করা জমি অধিগ্রহণের বিষয়ে একটি বিচার বিভাগীয় আদেশ দেওয়া যেতে পারে ?

বেঞ্চের তরফে বলা হয়, "আইনজীবীরা আমাদের অংশ.... কিন্তু আমরা কি আমাদের নিজস্ব বিচারবিভাগীয় ক্ষমতা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের লোকদের রক্ষা করার জন্য ? মনে হচ্ছে যেন সুপ্রিম কোর্ট তার নিজস্ব প্রয়োজন মেটাতে নিজের বিচারবিভাগীয় ক্ষমতা প্রয়োগ করছে... ৷" বেঞ্চের তরফে আরও বলা হয়, ‘‘আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আদালত প্রশাসনিক দিকে সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করবে ৷ আইনি নির্দেশ দিয়ে আমরা সরকারের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছি এমন ইঙ্গিত গেলে চলবে না ৷’’

প্রধান বিচারপতি জানান, সরকার প্রশাসনিক ভাবে শীর্ষ আদালতের সঙ্গে যুক্ত ৷ সেই দিক থেকে এই বিষয়টি উত্থাপন করা যেতে পারে ৷ এছাড়া বেঞ্চের তরফে উদাহরণ হিসেবে জানানো হয়, ই-কোর্ট প্রকল্পের জন্য সরকার শীর্ষ আদালতকে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ কারণ, সরকারের তরফে জানানো হয়েছে যে এই প্রকল্প আদালতের জন্য জরুরি ৷ অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি বিকাশ সিং আদালতকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "আমরা অত্যন্ত কৃতজ্ঞ । পুরো বার প্রতিষ্ঠানের (আদালত) সঙ্গে আছে ৷ আর এই ক্ষেত্রে যাই ঘটুক না কেন আমরা প্রতিষ্ঠানের গৌরব ক্ষুন্ন হোক, এমন কিছু করব না ৷"

বার অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন যে বার বা অন্য অংশীদাররা এই ক্ষেত্রে সরকারের সঙ্গে প্রশাসনিক আলোচনায় অংশ হতে পারে না ৷ তাই তিনি দিল্লি হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টকেও একই পদ্ধতিতে জমি অধিগ্রহণের পরামর্শ দিয়েছে ৷ এই সমস্যা সমাধানে অংশগ্রহণ করতে চেয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনও ৷

আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.