নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: কর্নাটকের হিজাব বিতর্ক (Karnataka hijab row) নিয়ে পিটিশনের জরুরি শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court 'No' To Urgent Hijab Hearing) ৷ যথাযথ সময় এলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতি আবেদনকারীকে বলেছেন, "বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না (Supreme Court refuses to give urgent hearing on plea challenging Karnataka High Court's order)৷"
হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে (Hijab Case in Supreme Court) ৷
সেই মামলার জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা আজ বলেন, "এই বিষয়গুলিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না ৷ যথযথ সময় এলে তবেই আমরা হস্তক্ষেপ করব ৷" আবেদনকারীর আইনজীবী তাঁর সওয়ালে বলেছিলেন, এই মামলার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে ৷ গত 10 বছর ধরে ছাত্রীরা হিজাব পরে আসছে ৷ তবে তাঁর এই যুক্তি শোনার পর নিজের অবস্থানে অনড় থাকেন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "এই বিষয়গুলিকে জাতীয় স্তরে নিয়ে যাবেন না ৷ যথাযথ সময় এলে তবেই আমরা হস্তক্ষেপ করব ৷"
আরও পড়ুন: Shabana Azmi reacts to Kangana: হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত শাবানার
কর্নাটকের ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মঙ্গলবার থেকে তিনদিনের জন্য স্কুল, কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার ৷ এ বিষয়ে মামলা নিয়ে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয় বুধবার ৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় ৷ আজ থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে ৷ তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকতে বলে আদালত ৷ অন্তর্বর্তীকালীন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এক ছাত্রী ৷