ETV Bharat / bharat

Supreme Court Fake Website: সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অতর্কিতে হামলা, সচেতন করে জারি নির্দেশিকা - Supreme Court Website Hacking

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের আদলে একটি নকল ওয়েবসাইট খুলেছে হামলাকারীরা ৷ গোপন ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য ৷ আমজনতাকে সতর্ক করতে একটি নির্দেশিকা জারি করল শীর্ষ আদালত ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 11:02 AM IST

Updated : Aug 31, 2023, 12:38 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: সুপ্রিম কোর্টের নামে ভুয়ো ওয়েবসাইট খোলা হয়েছে ৷ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে নির্দেশিকা জারি করল দেশের শীর্ষ আদালত ৷ বৃহস্পতিবার সকালে এই নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের সর্বোচ্চ ওয়েবসাইটের উপর অতর্কিতে হামলা করা হয়েছে ৷ এ নিয়ে রেজিস্ট্রিকে জানানো হয়েছে ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও আইনজীবী এবং মামলাকারীদের ভুয়ো ওয়েবসাইট নিয়ে সতর্ক করেন ৷ তিনি এই হামলার পাশাপাশি আর্থিক লেনদেন নিয়েও সচেতন থাকতে বলেছেন ৷

আরও বলা হয়েছে, শীর্ষ আদালতের সরকারি ওয়েবসাইটের আদলে হুবহু আরেকটি ওয়েবসাইট তৈরি করেছে হামলাকারীরা ৷ ইউআরএলের মাধ্যমে তারা ব্যক্তিগত তথ্য এবং গোপন তথ্য হাতানোর চেষ্টা করছে ৷ তাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খোলার আগে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে ৷ লক্ষ্য রাখতে হবে কেউ যাতে তাঁদের ব্যক্তিগত তথ্য শেয়ার না-করে ৷ পাশাপাশি, গোপন বিষয়গুলি যাকতে কোনওভাবে ফাঁস না-হয়ে যায় তাও খেয়াল রাখতে হবে ৷ নজর রাখতে হবে হামলাকারীরা যেন কোনও ভাবে এই তথ্য হাতানোর সুযোগ না-পায়।

  • Supreme Court issues a circular stating that its Registry has been made aware of a phishing attack on its website. A fake website, impersonating the official website has been created and hosted. The attackers through the URL are soliciting personal details and confidential… pic.twitter.com/lVKXMBa1g7

    — ANI (@ANI) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই নির্দেশিকায় জানানো হয়েছে, "www.sci.gov.in ডোমেন নামটির একমাত্র স্বীকৃত ব্যবহারকারী সুপ্রিম কোর্ট ৷ কোনও ইউআরএলে ক্লিক করার আগে তা যাচাই করে নিতে হবে ৷" সুপ্রিম কোর্ট এই নির্দেশিকায় জানিয়েছে, কোনও লিঙ্কে ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ ৷ আজ 370 ধারা অবলুপ্তি নিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চে মামলা চলছিল ৷ সেই সময় তিনি বলেন, "আপনারা সচেতন থাকুন ৷ কোনও লিঙ্কে ক্লিক করবেন না ৷ কোনও রকম আর্থিক লেনদেনও নয় ৷"

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কখনও কারও ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন অথবা অন্য গোপনীয় বিষয়ে জানতে চায় না ৷ হামলাকারীরা ইউআরএলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, গোপন বিষয় হাতানোর চেষ্টা করছে ৷ কোনও ভাবে ভুয়ো লিঙ্কে ক্লিক করে ফেললে নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ব্যাংকের সঙ্গে যোগাযোগও করতে হবে ৷ সুপ্রিম কোর্ট এই হ্যাকিংয়ের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানিয়েছে ৷

নয়াদিল্লি, 31 অগস্ট: সুপ্রিম কোর্টের নামে ভুয়ো ওয়েবসাইট খোলা হয়েছে ৷ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে নির্দেশিকা জারি করল দেশের শীর্ষ আদালত ৷ বৃহস্পতিবার সকালে এই নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের সর্বোচ্চ ওয়েবসাইটের উপর অতর্কিতে হামলা করা হয়েছে ৷ এ নিয়ে রেজিস্ট্রিকে জানানো হয়েছে ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও আইনজীবী এবং মামলাকারীদের ভুয়ো ওয়েবসাইট নিয়ে সতর্ক করেন ৷ তিনি এই হামলার পাশাপাশি আর্থিক লেনদেন নিয়েও সচেতন থাকতে বলেছেন ৷

আরও বলা হয়েছে, শীর্ষ আদালতের সরকারি ওয়েবসাইটের আদলে হুবহু আরেকটি ওয়েবসাইট তৈরি করেছে হামলাকারীরা ৷ ইউআরএলের মাধ্যমে তারা ব্যক্তিগত তথ্য এবং গোপন তথ্য হাতানোর চেষ্টা করছে ৷ তাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খোলার আগে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে ৷ লক্ষ্য রাখতে হবে কেউ যাতে তাঁদের ব্যক্তিগত তথ্য শেয়ার না-করে ৷ পাশাপাশি, গোপন বিষয়গুলি যাকতে কোনওভাবে ফাঁস না-হয়ে যায় তাও খেয়াল রাখতে হবে ৷ নজর রাখতে হবে হামলাকারীরা যেন কোনও ভাবে এই তথ্য হাতানোর সুযোগ না-পায়।

  • Supreme Court issues a circular stating that its Registry has been made aware of a phishing attack on its website. A fake website, impersonating the official website has been created and hosted. The attackers through the URL are soliciting personal details and confidential… pic.twitter.com/lVKXMBa1g7

    — ANI (@ANI) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই নির্দেশিকায় জানানো হয়েছে, "www.sci.gov.in ডোমেন নামটির একমাত্র স্বীকৃত ব্যবহারকারী সুপ্রিম কোর্ট ৷ কোনও ইউআরএলে ক্লিক করার আগে তা যাচাই করে নিতে হবে ৷" সুপ্রিম কোর্ট এই নির্দেশিকায় জানিয়েছে, কোনও লিঙ্কে ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ ৷ আজ 370 ধারা অবলুপ্তি নিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চে মামলা চলছিল ৷ সেই সময় তিনি বলেন, "আপনারা সচেতন থাকুন ৷ কোনও লিঙ্কে ক্লিক করবেন না ৷ কোনও রকম আর্থিক লেনদেনও নয় ৷"

আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের

সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কখনও কারও ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন অথবা অন্য গোপনীয় বিষয়ে জানতে চায় না ৷ হামলাকারীরা ইউআরএলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, গোপন বিষয় হাতানোর চেষ্টা করছে ৷ কোনও ভাবে ভুয়ো লিঙ্কে ক্লিক করে ফেললে নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ব্যাংকের সঙ্গে যোগাযোগও করতে হবে ৷ সুপ্রিম কোর্ট এই হ্যাকিংয়ের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানিয়েছে ৷

Last Updated : Aug 31, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.