ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন ও সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের - অন্ধ্রপ্রদেশ

Supreme Court: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির জামিন খারিজের মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলায় শীর্ষ আদালত জগনকে নোটিশ দিয়েছে ৷ একই সঙ্গে নোটিশ দেওয়া হয়েছে সিবিআই ও মামলার সঙ্গে যুক্ত অন্য সবপক্ষকে ৷

AP CM Jagan
AP CM Jagan
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:36 PM IST

Updated : Nov 24, 2023, 4:35 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ তাঁর জামিন বাতিল করা নিয়ে একটি আবেদনের প্রেক্ষিতে ওই নোটিশ জারি করা হয়েছে ৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট সিবিআই ও মামলার সঙ্গে যুক্ত অন্য সবপক্ষকেও নোটিশ দিয়েছে ৷

শীর্ষ আদালতে এই মামলাটি দায়ের করেন সাংসদ রঘুরামকৃষ্ণ রাজু ৷ মামলার আবেদনে তাঁর পক্ষ থেকে বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার সময় আদালতে তার কোনও বিরোধিতা করেনি সিবিআই ও ইডি ৷ তাই জগনের জামিন বাতিল করা হোক ৷ তাছাড়া এই সংক্রান্ত সমস্ত মামলা হায়দরাবাদ থেকে সরিয়ে দিল্লিতে সরিয়ে আনার আবেদনও করা হয়েছে ৷ সুপ্রিম কোর্ট আবেদনটি সংযুক্ত করতে রেজিস্ট্রিকে নির্দেশ দেয় ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ তৈরির অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয় ৷ আদালতেও শুনানি হয় ৷ 2022 সালের 26 অগস্ট তেলেঙ্গানা হাইকোর্ট জগনকে এই মামলায় সিবিআই আদালতে হাজিরা দেওয়া থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয় ৷ একই আদালত ওই বছর 28 অক্টোবর জগনের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় ৷

সাংসদ রঘুরাম তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন । রঘুরাম পিটিশনে জানিয়েছেন যে 40 হাজার কোটি টাকার অবৈধ অর্থ সংক্রান্ত মামলাটি ট্রায়াল কোর্টে দশ বছর ধরে বিচারাধীন রয়েছে ৷ কিন্তু সিবিআই এতে মনোযোগ দিচ্ছে না ৷ তাই তিনি অপরাধের গুরুত্ব বিচার করে জগনের জামিন বাতিলের আবেদন জানান ৷

তাঁর অভিযোগ, সিবিআই আধিকারিকরা মুখ্যমন্ত্রী জগনের পক্ষে কাজ করছেন । জগন তাঁর বাবার কৃতিত্বকে অস্বীকার করে এই অবৈধ সম্পত্তি করেছেন ৷ এখন চেষ্টা করছেন যাতে সেই সংক্রান্ত মামলার যাতে কোনও অগ্রগতি না হয় ৷ জগন আইনি প্রক্রিয়ার অপব্যবহার করছেন ৷

রঘুরামের আবেদনে আরও বলা হয়েছে, সিবিআই এখনও তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা এই আদেশগুলিকে চ্যালেঞ্জ করেনি ৷ তাছাড়া জামিন বাতিল মামলার শুনানির সময় অভিযুক্তকে সহায়তা করা হয় । এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় । অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নির্দেশ অনুসারে, জগনের বিরুদ্ধে সিবিআই একটি মামলা নথিভুক্ত করেছে এবং চার্জশিট দাখিল করেছে ।

অভিযোগ, দশ বছর ধরে বিচারাধীন এই 11টি মামলার বিচার এখনও পর্যন্ত 3 হাজার 41 বার স্থগিত হয়েছে । মনে হচ্ছে সিবিআই মুখ্যমন্ত্রীকে মামলাগুলি পিছিয়ে দেওয়ার স্বাধীনতা দিয়েছে । সেই কারণে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন ওই সাংসদ ৷

তাছাড়া ওই আবেদনে অশ্বিনী কুমার উপাধ্যায় বনাম ভারত সরকারের একটি মামলার কথা উল্লেখ করেছেন ৷ সেই মামলাটি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন বিষয় দ্রুত শেষ করা নিয়ে ছিল ৷ সুপ্রিম কোর্ট 2021 সালের 25 অগস্ট এই নিয়ে নির্দেশ দিয়েছিল যে সিবিআই-এর উচিত অভিযুক্তদের আদালতের সামনে আনার পদক্ষেপ নেওয়া এবং তদন্ত দ্রুত শেষ করা নিশ্চিত করা উচিত ।

আরও পড়ুন:

  1. 134800 টাকার চটি, এক লাখি পেন ! স্বল্প সময়ে কীভাবে এত ধনী জগন ? প্রশ্ন টিডিপির
  2. মোদির বদলে জগনের ছবি দিয়ে প্রচার, অন্ধ্রে স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্ধ কেন্দ্রের
  3. 3 বছর কী করছিলেন রাজ্যপাল ? তামিলনাড়ুর রাজ্যপাল বিল আটকে রাখায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 24 নভেম্বর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ তাঁর জামিন বাতিল করা নিয়ে একটি আবেদনের প্রেক্ষিতে ওই নোটিশ জারি করা হয়েছে ৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট সিবিআই ও মামলার সঙ্গে যুক্ত অন্য সবপক্ষকেও নোটিশ দিয়েছে ৷

শীর্ষ আদালতে এই মামলাটি দায়ের করেন সাংসদ রঘুরামকৃষ্ণ রাজু ৷ মামলার আবেদনে তাঁর পক্ষ থেকে বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার সময় আদালতে তার কোনও বিরোধিতা করেনি সিবিআই ও ইডি ৷ তাই জগনের জামিন বাতিল করা হোক ৷ তাছাড়া এই সংক্রান্ত সমস্ত মামলা হায়দরাবাদ থেকে সরিয়ে দিল্লিতে সরিয়ে আনার আবেদনও করা হয়েছে ৷ সুপ্রিম কোর্ট আবেদনটি সংযুক্ত করতে রেজিস্ট্রিকে নির্দেশ দেয় ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ তৈরির অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয় ৷ আদালতেও শুনানি হয় ৷ 2022 সালের 26 অগস্ট তেলেঙ্গানা হাইকোর্ট জগনকে এই মামলায় সিবিআই আদালতে হাজিরা দেওয়া থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয় ৷ একই আদালত ওই বছর 28 অক্টোবর জগনের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় ৷

সাংসদ রঘুরাম তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন । রঘুরাম পিটিশনে জানিয়েছেন যে 40 হাজার কোটি টাকার অবৈধ অর্থ সংক্রান্ত মামলাটি ট্রায়াল কোর্টে দশ বছর ধরে বিচারাধীন রয়েছে ৷ কিন্তু সিবিআই এতে মনোযোগ দিচ্ছে না ৷ তাই তিনি অপরাধের গুরুত্ব বিচার করে জগনের জামিন বাতিলের আবেদন জানান ৷

তাঁর অভিযোগ, সিবিআই আধিকারিকরা মুখ্যমন্ত্রী জগনের পক্ষে কাজ করছেন । জগন তাঁর বাবার কৃতিত্বকে অস্বীকার করে এই অবৈধ সম্পত্তি করেছেন ৷ এখন চেষ্টা করছেন যাতে সেই সংক্রান্ত মামলার যাতে কোনও অগ্রগতি না হয় ৷ জগন আইনি প্রক্রিয়ার অপব্যবহার করছেন ৷

রঘুরামের আবেদনে আরও বলা হয়েছে, সিবিআই এখনও তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা এই আদেশগুলিকে চ্যালেঞ্জ করেনি ৷ তাছাড়া জামিন বাতিল মামলার শুনানির সময় অভিযুক্তকে সহায়তা করা হয় । এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় । অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নির্দেশ অনুসারে, জগনের বিরুদ্ধে সিবিআই একটি মামলা নথিভুক্ত করেছে এবং চার্জশিট দাখিল করেছে ।

অভিযোগ, দশ বছর ধরে বিচারাধীন এই 11টি মামলার বিচার এখনও পর্যন্ত 3 হাজার 41 বার স্থগিত হয়েছে । মনে হচ্ছে সিবিআই মুখ্যমন্ত্রীকে মামলাগুলি পিছিয়ে দেওয়ার স্বাধীনতা দিয়েছে । সেই কারণে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন ওই সাংসদ ৷

তাছাড়া ওই আবেদনে অশ্বিনী কুমার উপাধ্যায় বনাম ভারত সরকারের একটি মামলার কথা উল্লেখ করেছেন ৷ সেই মামলাটি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন বিষয় দ্রুত শেষ করা নিয়ে ছিল ৷ সুপ্রিম কোর্ট 2021 সালের 25 অগস্ট এই নিয়ে নির্দেশ দিয়েছিল যে সিবিআই-এর উচিত অভিযুক্তদের আদালতের সামনে আনার পদক্ষেপ নেওয়া এবং তদন্ত দ্রুত শেষ করা নিশ্চিত করা উচিত ।

আরও পড়ুন:

  1. 134800 টাকার চটি, এক লাখি পেন ! স্বল্প সময়ে কীভাবে এত ধনী জগন ? প্রশ্ন টিডিপির
  2. মোদির বদলে জগনের ছবি দিয়ে প্রচার, অন্ধ্রে স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্ধ কেন্দ্রের
  3. 3 বছর কী করছিলেন রাজ্যপাল ? তামিলনাড়ুর রাজ্যপাল বিল আটকে রাখায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
Last Updated : Nov 24, 2023, 4:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.