নয়াদিল্লি, 17 জুলাই: কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, 2023 এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে দিল্লি সরকার ৷ সেই মামলা এবার সরে যেতে পারে সাংবিধানিক বেঞ্চে ৷ সোমবার শীর্ষ আদালতের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ এ দিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমা ও মনোজ মিশ্রার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20 জুলাই ৷
প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, দিল্লি ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব নিয়ে 2018 ও 2023 সালে সাংবিধানিক বেঞ্চ যে রায় দিয়েছিল, তার প্রেক্ষিতে সংবিধানের অনুচ্ছেদ 239এএ (7)(এ) এর অধীনে এই ধরনের আইন তৈরি করা যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করা হয়নি ৷ দিল্লির প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এই সিদ্ধান্ত সঠিক কি না, সেই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ৷
আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জয়ী দিল্লি সরকার, সুপ্রিম রায়কে কুর্নিশ কেজরির
এ দিন কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি আবেদন করেন এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য ৷ কারণ, লোকসভায় কেন্দ্র এই অর্ডিন্যান্সকে বিল আকারে নিয়ে আসবে ৷ আগামী 20 জুলাই থেকে শুরু হয়ে যাওয়া বাদল অধিবেশনেই ওই বিল পেশ করা হবে ৷ তিনি আরও জানান, সংসদীয় প্রক্রিয়া শেষে এই অর্ডিন্যান্স অন্য আকারে পাস হতে পারে ৷ তাই এই নিয়ে অপেক্ষা করা উচিত ৷
তবে কেন্দ্রীয় সরকারের তরফে যে হলফনামা আদালতে দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, সংসদ দেশের যেকোনও জায়গার জন্য আইন তৈরি করতে পারে ৷ সংবিধান সংসদকে সেই অধিকার দিয়েছে ৷
এ দিন সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ অভিষেক মনু সিংভি ৷ তিনি এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর বিরোধিতা করেন ৷ তিনি এর আগে অভিযোগ করেছিলেন যে এই অর্ডিন্যান্স দিল্লির উপ-রাজ্যপালের ক্ষমতা বাড়িয়েছে ৷ যার ফলে নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে ৷
আরও পড়ুন: বাড়ি বাড়ি রেশন প্রকল্প আটকে দিয়েছে কেন্দ্র, দাবি কেজরিওয়াল সরকারের
প্রসঙ্গত, দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে গত মে মাসে একটি রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ যার ফলে আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাত থেকে দিল্লির আম আদমি পার্টির সরকারের হাতে চলে আসে ৷ কিন্তু এই নিয়ে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র ৷ ফলে আবার আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে চলে যায় ৷ কেন্দ্রের সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লির সরকার ৷