ETV Bharat / bharat

SC on VVPAT : ইভিএমের আগেই কি ভিভিপ্যাট গণনা, আগামিকাল শুনানি সুপ্রিম কোর্টে - Election Commission of India

বর্তমান নিয়ম অনুযায়ী আগে ইভিএম গণনা হয় ৷ পরে বিধানসভা পিছু 5টি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয় ৷ সেই নিয়ম বদল আনতেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court hears plea regarding VVPAT slips being checked for authenticity) ৷

supreme court hears plea regarding vvpat slips being checked for authenticity
SC on VVPAT : ইভিএমের আগেই কি ভিভিপ্যাট গণনা, আগামিকাল শুনানি সুপ্রিম কোর্টে
author img

By

Published : Mar 8, 2022, 4:01 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ : ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (voter-verifiable paper audit trail) বা ভিভিপ্যাট ৷ এই নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি হল সুপ্রিম কোর্ট ৷ আগামিকাল এই নিয়ে শুনানি হবে (Supreme Court hears plea regarding VVPAT slips being checked for authenticity) ৷

এখন ইভিএমে ভোট গণনা শেষ হওয়ার পর ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয় ৷ কিন্তু ওই মামলায় আবেদন করা হয়েছে যে, আগে ভিভিপ্যাট (VVPAT) গোনা হোক, তার পর ইভিএম ৷ এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) আজ বলেছে, ‘‘নির্বাচন কমিশনকে (Election Commission of India) জানানো হোক, দেখা যাক কিছু করা যায় কি না ৷’’

সুপ্রিম কোর্টে এই মামলায় সওয়াল করেন মীনাক্ষি অরোরা ৷ তাঁর বক্তব্য, ভিভিপ্যাট যখন গোনা হয়, তখন নির্বাচনী কেন্দ্রে থাকা বিভিন্ন দলের এজেন্টরা চলে যান ৷ ফলে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

শুনানির সময় দেশের প্রধান বিচারপতি রামানা জানান, যে নির্দেশিকা মেনে ইভিএম গোনার শেষে ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয়, তা 2019 সালে দেওয়া ৷ সেখানে প্রতি বিধানসভা থেকে পাঁচটি করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কথা বলা রয়েছে ৷ তখন সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মামলা করা হয়েছিল ৷ সেই মামলাতেই ওই রায় দেওয়া হয় ৷

আরও পড়ুন : একশো শতাংশ ভিভিপ্যাট গণনার দাবিতে করা মামলা খারিজ

নয়াদিল্লি, 8 মার্চ : ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (voter-verifiable paper audit trail) বা ভিভিপ্যাট ৷ এই নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি হল সুপ্রিম কোর্ট ৷ আগামিকাল এই নিয়ে শুনানি হবে (Supreme Court hears plea regarding VVPAT slips being checked for authenticity) ৷

এখন ইভিএমে ভোট গণনা শেষ হওয়ার পর ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয় ৷ কিন্তু ওই মামলায় আবেদন করা হয়েছে যে, আগে ভিভিপ্যাট (VVPAT) গোনা হোক, তার পর ইভিএম ৷ এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) আজ বলেছে, ‘‘নির্বাচন কমিশনকে (Election Commission of India) জানানো হোক, দেখা যাক কিছু করা যায় কি না ৷’’

সুপ্রিম কোর্টে এই মামলায় সওয়াল করেন মীনাক্ষি অরোরা ৷ তাঁর বক্তব্য, ভিভিপ্যাট যখন গোনা হয়, তখন নির্বাচনী কেন্দ্রে থাকা বিভিন্ন দলের এজেন্টরা চলে যান ৷ ফলে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

শুনানির সময় দেশের প্রধান বিচারপতি রামানা জানান, যে নির্দেশিকা মেনে ইভিএম গোনার শেষে ভিভিপ্যাট মিলিয়ে দেখা হয়, তা 2019 সালে দেওয়া ৷ সেখানে প্রতি বিধানসভা থেকে পাঁচটি করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কথা বলা রয়েছে ৷ তখন সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মামলা করা হয়েছিল ৷ সেই মামলাতেই ওই রায় দেওয়া হয় ৷

আরও পড়ুন : একশো শতাংশ ভিভিপ্যাট গণনার দাবিতে করা মামলা খারিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.