নয়াদিল্লি, 20 জুলাই: সাংবাদিক মহম্মদ জুবেরের (Mohammed Zubair) বিরুদ্ধে রুজু হওয়া প্রত্য়েকটি মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ উত্তরপ্রদেশে জুবেরের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ কিন্তু, এই বিষয়ে আদালতের বক্তব্য হল, "তাঁকে (জুবেরকে) হেফাজতে রাখার কোনও ন্যায্য কারণ নেই ৷ তাই দফায় দফায় হেফাজতের মেয়াদ বাড়ানোও অযৌক্তিক ৷" এরপরই শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, "সন্ধে 6টার মধ্যেই জুবেরকে মুক্ত করতে হবে ৷"
উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে আদালতের কাছে একটি বিশেষ আবেদন করা হয়েছিল ৷ তাতে বলা হয়েছিল, জুবের যাতে কোনও টুইট করতে না পারেন, তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট ৷ কিন্তু, আদালত উত্তরপ্রদেশ সরকারের সেই দাবি খারিজ করে দিয়েছে ৷ বদলে বলা হয়েছে, "এই আবেদন অনেকটা একজন আইনজীবীকে সওয়াল করার অধিকার থেকে বিরত করার মতো ! একজন ব্যক্তিকে কথা বলতে না দেওয়া ৷ তিনি যাই করুন না কেন, তার জন্য আইনত তিনি অবশ্যই দায়ী থাকবেন ৷ কিন্তু, আমরা কখনই একজন সাংবাদিককে বলতে পারি না যে আপনি আর লিখবেন না !"
আরও পড়ুন: Zubair Interim Bail: সাময়িক স্বস্তি! সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের
এদিকে, ইতিমধ্যেই জুবেরের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেগুলি উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে ৷ আদালতের পর্যবেক্ষণ হল, প্রত্যেকটি অভিযোগের যথাযথ তদন্ত হওয়া দরকার ৷ এর আগে জুবেরের বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলির তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team ) বা সিট (SIT) গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার (UP Government) ৷ সেই তদন্তকারী দল ভেঙে দিয়েছে শীর্ষ আদালত ৷
এরই প্রেক্ষিতে মহম্মদ জুবেরকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ৷ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে যদি এই সাংবাদিকের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়, তাহলে সেগুলিও দিল্লিতেই স্থানান্তরিত করতে হবে ৷