ETV Bharat / bharat

Panchayat Elections 2023: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন - পঞ্চায়েত নির্বাচন

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পালটা মামলা দায়ের করেছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে কেন্দ্রীয় বাহিনীতেই পঞ্চায়েত ভোট করতে হবে পশ্চিমবঙ্গে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 20, 2023, 12:44 PM IST

Updated : Jun 20, 2023, 12:50 PM IST

নয়াদিল্লি, 20 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ কলকাতা হাইকোর্টের রায়ে নাক গলাতে নারাজ বলেই এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

  • Supreme Court dismisses the plea challenging the Calcutta High Court's order regarding the deployment of central forces in panchayat elections in West Bengal, refuses to interfere with the HC order. pic.twitter.com/t2ostlP9sP

    — ANI (@ANI) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় গত বৃহস্পতিবার ৷ 48 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই নিয়েই শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালতে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 8 জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে নিরাপত্তার দায়িত্ব মূলত রাজ্যের পুলিশের হাতেই রাখতে চায় পশ্চিমবঙ্গ সরকার ৷ তবে আরও কয়েকটি রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে ৷ সেই কারণে রাজ্য সরকারের তরফে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করা হচ্ছে ৷

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ মনোনয়নের সময়সীমা বৃদ্ধি থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবিতে ওই মামলা দায়ের হয়েছিল ৷ সেই নিয়ে নির্দেশ দেওয়ার সময় রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে ৷ গত মঙ্গলবার সেই নির্দেশ দেওয়া হয় ৷

এর পর গত বৃহস্পতিবার রায়ের ওই অংশের সংশোধনী চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ তারা জানায়, রাজ্য নির্বাচন কমিশন কোনও এলাকাকেই সেভাবে স্পর্শকাতর বলে ঘোষণা করেনি ৷ কিন্তু মনোনয়ন ঘিরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ বাংলার বিভিন্ন এলাকার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্যের সব জায়গায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন ও রাজ্য

নয়াদিল্লি, 20 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ কলকাতা হাইকোর্টের রায়ে নাক গলাতে নারাজ বলেই এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

  • Supreme Court dismisses the plea challenging the Calcutta High Court's order regarding the deployment of central forces in panchayat elections in West Bengal, refuses to interfere with the HC order. pic.twitter.com/t2ostlP9sP

    — ANI (@ANI) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় গত বৃহস্পতিবার ৷ 48 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই নিয়েই শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালতে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 8 জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে নিরাপত্তার দায়িত্ব মূলত রাজ্যের পুলিশের হাতেই রাখতে চায় পশ্চিমবঙ্গ সরকার ৷ তবে আরও কয়েকটি রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে ৷ সেই কারণে রাজ্য সরকারের তরফে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করা হচ্ছে ৷

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ মনোনয়নের সময়সীমা বৃদ্ধি থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবিতে ওই মামলা দায়ের হয়েছিল ৷ সেই নিয়ে নির্দেশ দেওয়ার সময় রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে ৷ গত মঙ্গলবার সেই নির্দেশ দেওয়া হয় ৷

এর পর গত বৃহস্পতিবার রায়ের ওই অংশের সংশোধনী চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ তারা জানায়, রাজ্য নির্বাচন কমিশন কোনও এলাকাকেই সেভাবে স্পর্শকাতর বলে ঘোষণা করেনি ৷ কিন্তু মনোনয়ন ঘিরে দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ বাংলার বিভিন্ন এলাকার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্যের সব জায়গায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন ও রাজ্য

Last Updated : Jun 20, 2023, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.