ETV Bharat / bharat

SC on Manipur Violence: হিংসা নিয়ে মণিপুর সরকারের কাছে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট - মণিপুর ট্রাইবাল ফোরাম

মণিপুরের পরিস্থিতি নিয়ে ওই রাজ্য়ের সরকারের কাছে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালত এই রিপোর্ট চেয়েছে ৷ মামলার শুনানি আগামী 10 জুলাই ৷

SC on Manipur Violence
SC on Manipur Violence
author img

By

Published : Jul 3, 2023, 4:25 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই: হিংসাদীর্ণ মণিপুরের পরিস্থিতি এখন কোন জায়গায় রয়েছে ৷ এই নিয়ে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট দেখতে চায় সুপ্রিম কোর্ট ৷ তাই সোমবার শীর্ষ আদালতের তরফে মণিপুরের সরকারকে ওই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত জানিয়েছে, বাস্তবে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে ৷ এ দিন মণিপুরে সরকারের হয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি আদালতকে জানান যে মণিপুরের পরিস্থিতি ক্রমশ উন্নতির পথে ৷

মামলাকারী মণিপুর ট্রাইবাল ফোরামের তরফে বিশিষ্ট আইনজীবী কলিন গনজালভেস আদালতে দাবি করেন, মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ তুষার মেহতা পালটা জানান, সিভিল পুলিশ, ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন এবং কেন্দ্রীয় বাহিনীর 114 কোম্পানি মোতায়েন করা হয়েছে মণিপুরে ৷ তাই মণিপুরের পরিস্থিতিকে সাম্প্রদায়িক গোলমাল বলে উল্লেখ না করতে তিনি গনজালভেসকে বলেন ৷

এর পরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় মণিপুর সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট চান ৷ সলিসিটর জেনারেল জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে এই রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়া হবে ৷ একই সঙ্গে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য়ে এতদিন 24 ঘণ্টাই কারফিউ জারি করা ছিল ৷ এখন তা কমিয়ে প্রতিদিন 5 ঘণ্টা করে দেওয়া হয়েছে ৷

বিচারপতি পিএস নরসিমহা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, "আমাদের একটি উপযুক্ত হলফনামা দিন ৷ পুনর্বাসন শিবির, অস্ত্র পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা আমাদের বলুন ৷"

মণিপুর ট্রাইবাল ফোরামের তরফে আই গনজালভেস দাবি করেন, সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট তাঁদের কাছে আছে ৷ তাঁরা সেটা আদালতের কাছে জমাও দিয়েছেন ৷ তাঁর দাবি, মণিপুরে হিংসার জেরে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এখনও পর্যন্ত 110 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁর আরও দাবি, সশস্ত্র জঙ্গি প্রকাশ্য়ে আদিবাসীদের হত্যা করার কথা বলছে ৷ অথচ কোনও এফআইআর নেই, কোনও ব্যবস্থা নেই, একজনকেও গ্রেফতার করা হয়নি ৷ আগামী 10 জুলাই মামলার শুনানি হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে ৷

আরও পড়ুন: সেনাকে ঘিরে ধরল স্থানীয়রা, জঙ্গিদের গ্রেফতারের পরেও ছাড়তে বাধ্য হল স্পিয়ার কর্পস

নয়াদিল্লি, 3 জুলাই: হিংসাদীর্ণ মণিপুরের পরিস্থিতি এখন কোন জায়গায় রয়েছে ৷ এই নিয়ে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট দেখতে চায় সুপ্রিম কোর্ট ৷ তাই সোমবার শীর্ষ আদালতের তরফে মণিপুরের সরকারকে ওই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত জানিয়েছে, বাস্তবে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে ৷ এ দিন মণিপুরে সরকারের হয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি আদালতকে জানান যে মণিপুরের পরিস্থিতি ক্রমশ উন্নতির পথে ৷

মামলাকারী মণিপুর ট্রাইবাল ফোরামের তরফে বিশিষ্ট আইনজীবী কলিন গনজালভেস আদালতে দাবি করেন, মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ তুষার মেহতা পালটা জানান, সিভিল পুলিশ, ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন এবং কেন্দ্রীয় বাহিনীর 114 কোম্পানি মোতায়েন করা হয়েছে মণিপুরে ৷ তাই মণিপুরের পরিস্থিতিকে সাম্প্রদায়িক গোলমাল বলে উল্লেখ না করতে তিনি গনজালভেসকে বলেন ৷

এর পরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় মণিপুর সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট চান ৷ সলিসিটর জেনারেল জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে এই রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়া হবে ৷ একই সঙ্গে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য়ে এতদিন 24 ঘণ্টাই কারফিউ জারি করা ছিল ৷ এখন তা কমিয়ে প্রতিদিন 5 ঘণ্টা করে দেওয়া হয়েছে ৷

বিচারপতি পিএস নরসিমহা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, "আমাদের একটি উপযুক্ত হলফনামা দিন ৷ পুনর্বাসন শিবির, অস্ত্র পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা আমাদের বলুন ৷"

মণিপুর ট্রাইবাল ফোরামের তরফে আই গনজালভেস দাবি করেন, সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট তাঁদের কাছে আছে ৷ তাঁরা সেটা আদালতের কাছে জমাও দিয়েছেন ৷ তাঁর দাবি, মণিপুরে হিংসার জেরে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এখনও পর্যন্ত 110 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁর আরও দাবি, সশস্ত্র জঙ্গি প্রকাশ্য়ে আদিবাসীদের হত্যা করার কথা বলছে ৷ অথচ কোনও এফআইআর নেই, কোনও ব্যবস্থা নেই, একজনকেও গ্রেফতার করা হয়নি ৷ আগামী 10 জুলাই মামলার শুনানি হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে ৷

আরও পড়ুন: সেনাকে ঘিরে ধরল স্থানীয়রা, জঙ্গিদের গ্রেফতারের পরেও ছাড়তে বাধ্য হল স্পিয়ার কর্পস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.