ETV Bharat / bharat

Supreme Court: শিন্ডে গোষ্ঠীর বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের - শিবসেনা

Supreme Court on Maharashtra Disqualification Petitions: মহারাষ্ট্রে একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা বিধায়কদের পদ খারিজের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ এই নিয়ে লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 3:54 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: একনাথ শিন্ডে (বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী) ও বিদ্রোহী শিবসেনা বিধায়কদের পদ খারিজের জন্য যে আবেদন উদ্ধব ঠাকরে করেছিলেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালত জানিয়েছে যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে ৷

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে ৷ আদালতের নির্দেশ, উদ্ধব ঠাকরের করা আবেদনের শুনানি সম্পূর্ণ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে ৷

ঠাকরে গোষ্ঠীর হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কপিল সিবাল ৷ তিনি আদালতে অভিযোগ করেন যে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং সিদ্ধান্ত নিতে অকারণে বিলম্ব করছেন ৷ মৌখিকভাবে আদালত জানিয়েছে যে আদালতে পদ খারিজের আবেদনের শুনানির জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে হচ্ছে ।

মহারাষ্ট্রের এনসিপি নেতা অজিত পাওয়ার ও তাঁর সঙ্গে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেওয়া বিধায়কদেরও পদ খারিজের আবেদন জমা পড়ে রয়েছে ৷ সেই আবেদন করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ এই নিয়েও সুপ্রিম কোর্টে এ দিন শুনানি হয় ৷ সেখানে শীর্ষ আদালতের নির্দেশ, এই বিষয়ে আগামী 31 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ।

প্রধান বিচারপতি এই নিয়ে উভয়পক্ষের বক্তব্য লিখিতভাবে চেয়েছেন ৷ সেই লিখিত বক্তব্যকে প্রমাণ হিসেবে দেখা যায় কি না, আইনজীবীদের কাছে জানতে চান তিনি ৷ এর উত্তরে সিবাল জানান, তাঁরা আর কোনও প্রমাণ চান না । অন্যদিকে, শিন্ডে গোষ্ঠী এর বিরোধিতা করেছে৷ নথির বৈধতা না দেওয়া ও সই জাল করার অভিযোগ করেছে তারা ৷

প্রধান বিচারপতি মৌখিকভাবে মন্তব্য করেন, “আপনারা অধ্যক্ষের সামনে সমস্ত ঝগড়া-বিবাদ চালিয়ে যান ৷ তবে 31 ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে… ৷ মিস্টার সলিসিটর আমাদের উদ্বেগ হল যে এই প্রক্রিয়া নির্বাচন ঘোষণা এবং বিধানসভার সমাপ্তি হওয়া পর্যন্ত এই ঝগড়া না চলে... ৷’’

অধ্যক্ষের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি জানান, নির্বাচন ঘোষণা করা হবে না । তখন সিবাল দাবি করেন, নির্বাচন 2024 সালের মার্চে ঘোষণা করা হবে । এর পর প্রধান বিচারপতি জানান যে 31 ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করা উচিত । বিধানসভার কর্মীদের দীপাবলির ছুটি এবং বিধানসভার অধিবেশনের কথা উল্লেখ করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় চান তুষার মেহতা ৷

প্রধান বিচারপতি তখন তুষার মেহতাকে জিজ্ঞাসা করেন, "আমাদের বলুন কী করা হয়েছে, আমাদের রায় 2023 সালের মে মাসে দেওয়া হয়েছিল ৷ এবং ঘটনাগুলি ঘটেছে 2022 সালে… ৷" দীপাবলির ছুটি ও অধিবেশন সত্ত্বেও এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অধ্যক্ষের হাতে অনেক সময় আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ৷ তখন তুষার মেহতা দাবি করেন, অধ্যক্ষকে রোজকার কাজ বলে দেওয়া হলে, তা নজির হয়ে যাবে ৷

এর পর আদালত মেহতাকে একটি নির্দিষ্ট তারিখ জানাতে বলেন, যে তারিখের মধ্যে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ৷ উত্তরে 31 জানুয়ারি পর্যন্ত সময় চান তুষার মেহতা ৷ কিন্তু সিবাল জানান, 2024 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে । তাই তিনি এই নিয়ে বিরোধিতা করেন ৷

বিস্তারিত শুনানির পর শীর্ষ আদালত জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ শিন্ডে অনুগামীদের বিধায়ক পদ খারিজ করার জন্য যে মামলা উদ্ধব ঠাকরে করেছিলেন, এ দিন সেই মামলারই শুনানি হয় ৷ এছাড়াও এনসিপি-র শরদ পাওয়ার শিবির থেকে জয়ন্ত পাটিল আরও একটি মামলা দায়ের করেছেন ৷ সেখানে অজিত পাওয়ার অনুগামীদের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টকে ছোট করে দেখা উচিত নয়, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

নয়াদিল্লি, 30 অক্টোবর: একনাথ শিন্ডে (বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী) ও বিদ্রোহী শিবসেনা বিধায়কদের পদ খারিজের জন্য যে আবেদন উদ্ধব ঠাকরে করেছিলেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালত জানিয়েছে যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে ৷

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে ৷ আদালতের নির্দেশ, উদ্ধব ঠাকরের করা আবেদনের শুনানি সম্পূর্ণ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে ৷

ঠাকরে গোষ্ঠীর হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কপিল সিবাল ৷ তিনি আদালতে অভিযোগ করেন যে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং সিদ্ধান্ত নিতে অকারণে বিলম্ব করছেন ৷ মৌখিকভাবে আদালত জানিয়েছে যে আদালতে পদ খারিজের আবেদনের শুনানির জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে হচ্ছে ।

মহারাষ্ট্রের এনসিপি নেতা অজিত পাওয়ার ও তাঁর সঙ্গে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেওয়া বিধায়কদেরও পদ খারিজের আবেদন জমা পড়ে রয়েছে ৷ সেই আবেদন করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ এই নিয়েও সুপ্রিম কোর্টে এ দিন শুনানি হয় ৷ সেখানে শীর্ষ আদালতের নির্দেশ, এই বিষয়ে আগামী 31 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ।

প্রধান বিচারপতি এই নিয়ে উভয়পক্ষের বক্তব্য লিখিতভাবে চেয়েছেন ৷ সেই লিখিত বক্তব্যকে প্রমাণ হিসেবে দেখা যায় কি না, আইনজীবীদের কাছে জানতে চান তিনি ৷ এর উত্তরে সিবাল জানান, তাঁরা আর কোনও প্রমাণ চান না । অন্যদিকে, শিন্ডে গোষ্ঠী এর বিরোধিতা করেছে৷ নথির বৈধতা না দেওয়া ও সই জাল করার অভিযোগ করেছে তারা ৷

প্রধান বিচারপতি মৌখিকভাবে মন্তব্য করেন, “আপনারা অধ্যক্ষের সামনে সমস্ত ঝগড়া-বিবাদ চালিয়ে যান ৷ তবে 31 ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে… ৷ মিস্টার সলিসিটর আমাদের উদ্বেগ হল যে এই প্রক্রিয়া নির্বাচন ঘোষণা এবং বিধানসভার সমাপ্তি হওয়া পর্যন্ত এই ঝগড়া না চলে... ৷’’

অধ্যক্ষের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি জানান, নির্বাচন ঘোষণা করা হবে না । তখন সিবাল দাবি করেন, নির্বাচন 2024 সালের মার্চে ঘোষণা করা হবে । এর পর প্রধান বিচারপতি জানান যে 31 ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করা উচিত । বিধানসভার কর্মীদের দীপাবলির ছুটি এবং বিধানসভার অধিবেশনের কথা উল্লেখ করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় চান তুষার মেহতা ৷

প্রধান বিচারপতি তখন তুষার মেহতাকে জিজ্ঞাসা করেন, "আমাদের বলুন কী করা হয়েছে, আমাদের রায় 2023 সালের মে মাসে দেওয়া হয়েছিল ৷ এবং ঘটনাগুলি ঘটেছে 2022 সালে… ৷" দীপাবলির ছুটি ও অধিবেশন সত্ত্বেও এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অধ্যক্ষের হাতে অনেক সময় আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ৷ তখন তুষার মেহতা দাবি করেন, অধ্যক্ষকে রোজকার কাজ বলে দেওয়া হলে, তা নজির হয়ে যাবে ৷

এর পর আদালত মেহতাকে একটি নির্দিষ্ট তারিখ জানাতে বলেন, যে তারিখের মধ্যে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ৷ উত্তরে 31 জানুয়ারি পর্যন্ত সময় চান তুষার মেহতা ৷ কিন্তু সিবাল জানান, 2024 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে । তাই তিনি এই নিয়ে বিরোধিতা করেন ৷

বিস্তারিত শুনানির পর শীর্ষ আদালত জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ শিন্ডে অনুগামীদের বিধায়ক পদ খারিজ করার জন্য যে মামলা উদ্ধব ঠাকরে করেছিলেন, এ দিন সেই মামলারই শুনানি হয় ৷ এছাড়াও এনসিপি-র শরদ পাওয়ার শিবির থেকে জয়ন্ত পাটিল আরও একটি মামলা দায়ের করেছেন ৷ সেখানে অজিত পাওয়ার অনুগামীদের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টকে ছোট করে দেখা উচিত নয়, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.