ETV Bharat / bharat

ED arrest Sukesh Chandrashekhar: ফের গ্রেফতার সুকেশ চন্দ্রশেখর, জেল থেকে গেলেন ইডি হেফাজতে

author img

By

Published : Feb 16, 2023, 10:17 PM IST

আবারও আর্থিক জালিয়াতির (Money Laundering Case) অভিযোগে গ্রেফতার হতে হল সুকেশ চন্দ্রশেখরকে ৷ তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল ইডি (ED arrest Sukesh Chandrashekhar) ৷

Sukesh Chandrashekhar arrested by ED in another Money Laundering Case
ফাইল ছবি

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে নতুন করে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) ৷ ইডি সূত্রে জানানো হয়েছে, অন্য একটি মামলায় সুকেশকে গ্রেফতার করা হয়েছে (ED arrest Sukesh Chandrashekhar) ৷ জনপ্রিয় রেলিগেয়ার সংস্থার অবসরপ্রাপ্ত প্রোমোটার মলবিন্দর সিংয়ের স্ত্রীকে আর্থিক প্রতারণা (Money Laundering Case) করার একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন মন্ত্রকের সচিবের পরিচয় দিয়ে ওই মহিলার সঙ্গে 4 কোটি টাকার প্রতারণা করা হয় ! সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগেই সুকেশকে নতুন করে গ্রেফতার করেছে ইডি ৷

উল্লেখ্য, জালিয়াতির অভিযোগে দীর্ঘদিন ধরেই জেলবন্দি রয়েছেন সুকেশ ৷ এই অবস্থায় উপরোক্ত মামলায় তাঁকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি ৷ দিল্লির স্থানীয় আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক সেই আবেদন মঞ্জুর করেন ৷ তারই ভিত্তিতে সুকেশকে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সংশোধনাগার থেকে বের করে 9 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায় ইডি ৷ প্রসঙ্গত, আদালতে সুকেশের জন্য 14 দিনের হেফাজত চেয়েছিল ইডি ৷ কিন্তু, বিচারক 9 দিনের হেফাজত মঞ্জুর করেন ৷

আরও পড়ুন: প্রেমদিবসে জ্যাকলিনকে শুভেচ্ছা সুকেশের, জবাব মিলল নোরার বিষয়েও

এদিন আদালতে সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইডি হেফাজতের বিরোধিতা করেন ৷ তিনি বলেন, যে অভিযোগে সুকেশকে হেফাজতে চাইছে ইডি, সেটি 2021 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা ৷ এত দিন পর সেই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের কোনও অর্থ নেই ৷ কিন্তু, আদালত সুকেশের আইনজীবীর যুক্তি ধর্তব্যের মধ্যে আনেনি ৷

প্রসঙ্গত, এর আগে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আরও দু'টি আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছিল ৷ এদিন যে মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে, সেটি তাঁর বিরুদ্ধে রুজু হওয়া আর্থিক প্রতারণার তৃতীয় মামলা ৷ অন্য দু'টি মামলার একটিতে সুকেশের বিরুদ্ধে মলবিন্দর সিংয়ের ভ্রাতৃবধূ অদিতি সিংকে 200 কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ এছাড়াও, নির্বাচন কমিশনের এক আধিকারিককে ঘুষ দেওয়ারও অভিযোগ উঠেছে সুকেশের বিরুদ্ধে ৷ এআইএডিএমকে-র নির্বাচনী প্রতীক জোড়া পাতা চিহ্নটি যাতে ভি কে শশীকলা ও তাঁর অনুগামীরা পান, তার জন্যই নাকি এত কাঠখড় পুড়িয়েছিলেন সুকেশ ৷

তৃতীয় যে মামলাটির কথা প্রথমেই উল্লেখ করা হয়েছে, 2021 সালে সেটি রুজু করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ এই মামলায় সুকেশ ছাড়াও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে ৷ মলবিন্দর সিংয়ের স্ত্রী জাপনা সিংকে প্রতারিত করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে নতুন করে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) ৷ ইডি সূত্রে জানানো হয়েছে, অন্য একটি মামলায় সুকেশকে গ্রেফতার করা হয়েছে (ED arrest Sukesh Chandrashekhar) ৷ জনপ্রিয় রেলিগেয়ার সংস্থার অবসরপ্রাপ্ত প্রোমোটার মলবিন্দর সিংয়ের স্ত্রীকে আর্থিক প্রতারণা (Money Laundering Case) করার একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন মন্ত্রকের সচিবের পরিচয় দিয়ে ওই মহিলার সঙ্গে 4 কোটি টাকার প্রতারণা করা হয় ! সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগেই সুকেশকে নতুন করে গ্রেফতার করেছে ইডি ৷

উল্লেখ্য, জালিয়াতির অভিযোগে দীর্ঘদিন ধরেই জেলবন্দি রয়েছেন সুকেশ ৷ এই অবস্থায় উপরোক্ত মামলায় তাঁকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি ৷ দিল্লির স্থানীয় আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক সেই আবেদন মঞ্জুর করেন ৷ তারই ভিত্তিতে সুকেশকে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সংশোধনাগার থেকে বের করে 9 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায় ইডি ৷ প্রসঙ্গত, আদালতে সুকেশের জন্য 14 দিনের হেফাজত চেয়েছিল ইডি ৷ কিন্তু, বিচারক 9 দিনের হেফাজত মঞ্জুর করেন ৷

আরও পড়ুন: প্রেমদিবসে জ্যাকলিনকে শুভেচ্ছা সুকেশের, জবাব মিলল নোরার বিষয়েও

এদিন আদালতে সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইডি হেফাজতের বিরোধিতা করেন ৷ তিনি বলেন, যে অভিযোগে সুকেশকে হেফাজতে চাইছে ইডি, সেটি 2021 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা ৷ এত দিন পর সেই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের কোনও অর্থ নেই ৷ কিন্তু, আদালত সুকেশের আইনজীবীর যুক্তি ধর্তব্যের মধ্যে আনেনি ৷

প্রসঙ্গত, এর আগে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আরও দু'টি আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছিল ৷ এদিন যে মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে, সেটি তাঁর বিরুদ্ধে রুজু হওয়া আর্থিক প্রতারণার তৃতীয় মামলা ৷ অন্য দু'টি মামলার একটিতে সুকেশের বিরুদ্ধে মলবিন্দর সিংয়ের ভ্রাতৃবধূ অদিতি সিংকে 200 কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ এছাড়াও, নির্বাচন কমিশনের এক আধিকারিককে ঘুষ দেওয়ারও অভিযোগ উঠেছে সুকেশের বিরুদ্ধে ৷ এআইএডিএমকে-র নির্বাচনী প্রতীক জোড়া পাতা চিহ্নটি যাতে ভি কে শশীকলা ও তাঁর অনুগামীরা পান, তার জন্যই নাকি এত কাঠখড় পুড়িয়েছিলেন সুকেশ ৷

তৃতীয় যে মামলাটির কথা প্রথমেই উল্লেখ করা হয়েছে, 2021 সালে সেটি রুজু করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ এই মামলায় সুকেশ ছাড়াও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে ৷ মলবিন্দর সিংয়ের স্ত্রী জাপনা সিংকে প্রতারিত করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.