ETV Bharat / bharat

Mann Ki Baat : চাইলে অসাধ্য সাধন করতে পারে ভারত, 100 কোটি টিকাই তার প্রমাণ, ‘মন কি বাত’-এ মোদি

গত বৃহস্পতিবার 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা ছোঁয় ভারত ৷ তবে 100 কোটি টিকা দেওয়া হলেও, সবমিলিয়ে দেশের 30 শতাংশ প্রাপ্তবয়স্কই এখনও পর্যন্ত দু’টি টিকা পেয়েছেন ৷

Maan ki Baat
Maan ki Baat
author img

By

Published : Oct 24, 2021, 1:24 PM IST

Updated : Oct 24, 2021, 1:36 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর : কোভিডের ভয়াবহতা কাটিয়ে 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করেছে ভারত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানেও উঠে এল সেই প্রসঙ্গ ৷ মোদির মতে, একযোগে চেষ্টা করলে ভারতের মধ্যে অসাধ্য সাধনের সম্ভাবনা রয়েছে ।

রবিবার ‘মন কি বাত’-এর 82তম পর্বে 100 কোটি টিকা দেওয়ার ‘সাফল্য’ তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, ‘‘আমাদের টিকাকরণ প্রকল্পের এই সাফল্যই বলে দিচ্ছে, ভারতের কতটা ক্ষমতা ৷ বোঝা গিয়েছে, একযোগে চেষ্টা করলে অসাধ্য সাধন করতে পারে ভারত ৷’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশ এবং দেশের মানুষ কী ক্ষমতা ধরেন, তা আমি খুব ভাল করেই জানি ৷ জানতাম দেশের মানুষের টিকাকরণে আমাদের স্বাস্থ্যকর্মীরা চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না ৷’’

আরও পড়ুন: Hiran Chatterjee : প্রধানমন্ত্রীর দফতরে শহিদদের নামে রাস্তাঘাট নামকরণের প্রস্তাব হিরণের

গত বৃহস্পতিবার 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা ছোঁয় ভারত ৷ তবে 100 কোটি টিকা দেওয়া হলেও, সবমিলিয়ে দেশের 30 শতাংশ প্রাপ্তবয়স্কই এখনও পর্যন্ত দু’টি টিকা পেয়েছেন ৷ সরকারের কোউইন অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দু’টি টিকাই দেওয়া গিয়েছে 30 কোটি 41 লক্ষ 42 হাজার 250 জনকে ৷ একটি করে টিকা পেয়েছেন 71 কোটি 73 লক্ষ 66 হাজার 621 জন ৷ 18-র নীচে যাদের বয়স, তাদের টিকাকরণ এখনও শুরুই হয়নি ৷

আরও পড়ুন: SDRF Rescued Bodies : সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

নয়াদিল্লি, 24 অক্টোবর : কোভিডের ভয়াবহতা কাটিয়ে 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করেছে ভারত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানেও উঠে এল সেই প্রসঙ্গ ৷ মোদির মতে, একযোগে চেষ্টা করলে ভারতের মধ্যে অসাধ্য সাধনের সম্ভাবনা রয়েছে ।

রবিবার ‘মন কি বাত’-এর 82তম পর্বে 100 কোটি টিকা দেওয়ার ‘সাফল্য’ তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, ‘‘আমাদের টিকাকরণ প্রকল্পের এই সাফল্যই বলে দিচ্ছে, ভারতের কতটা ক্ষমতা ৷ বোঝা গিয়েছে, একযোগে চেষ্টা করলে অসাধ্য সাধন করতে পারে ভারত ৷’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশ এবং দেশের মানুষ কী ক্ষমতা ধরেন, তা আমি খুব ভাল করেই জানি ৷ জানতাম দেশের মানুষের টিকাকরণে আমাদের স্বাস্থ্যকর্মীরা চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না ৷’’

আরও পড়ুন: Hiran Chatterjee : প্রধানমন্ত্রীর দফতরে শহিদদের নামে রাস্তাঘাট নামকরণের প্রস্তাব হিরণের

গত বৃহস্পতিবার 100 কোটি টিকার লক্ষ্যমাত্রা ছোঁয় ভারত ৷ তবে 100 কোটি টিকা দেওয়া হলেও, সবমিলিয়ে দেশের 30 শতাংশ প্রাপ্তবয়স্কই এখনও পর্যন্ত দু’টি টিকা পেয়েছেন ৷ সরকারের কোউইন অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দু’টি টিকাই দেওয়া গিয়েছে 30 কোটি 41 লক্ষ 42 হাজার 250 জনকে ৷ একটি করে টিকা পেয়েছেন 71 কোটি 73 লক্ষ 66 হাজার 621 জন ৷ 18-র নীচে যাদের বয়স, তাদের টিকাকরণ এখনও শুরুই হয়নি ৷

আরও পড়ুন: SDRF Rescued Bodies : সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

Last Updated : Oct 24, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.