ETV Bharat / bharat

Fellow Student Rape Case: সহপাঠীকে গায়ের জোরে মঙ্গলসূত্র ! পকসো আইনে অভিযুক্ত পড়ুয়া - POCSO Act

ক্লাসে দুই পড়ুয়া একে অপরের ভালো বন্ধু ৷ সেখান থেকে প্রথমে ছেলেটি মেয়েটিকে ভালোবাসার কথা জানায় ৷ এরপর ভয় দেখানো শুরু হয় ৷ পরে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় (fellow student harassed) ৷

fellow student rape
ETV Bharat
author img

By

Published : Nov 12, 2022, 7:53 PM IST

অনন্তপুরম, 12 নভেম্বর: সহপাঠীকে দিনের পর দিন ভয় দেখিয়েছে এবং ধর্ষণ করেছে আরেক পড়ুয়া ৷ এমনকী সুযোগ বুঝে মঙ্গলসূত্র পরিয়ে বিয়েও সেরে ফেলেছে পড়ুয়াটি ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে (Fellow student torture in name of love) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমন্ত নামের একটি ছেলে ক্লাসে আরেকটি মেয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল ৷ সেই সুযোগে সে ভালোবাসার কথা জানায় মেয়েটিকে ৷ পাশাপাশি ভালোবাসার নামে মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ৷ মেয়েটির বাড়িতে কেউ না-থাকলে ছেলেটি প্রায় মেয়েটির বাড়ি যেত ৷ মেয়েটির মা ও বোনকে মেরে ফেলার হুমকি দিত ৷ আর মেয়েটিও সেই ভয়ে খালি বাড়িতে ছেলেটির সঙ্গে সময় কাটাতে বাধ্য হত ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের

এই অত্যাচার ধীরে ধীরে বাড়তে থাকল ৷ এবছর জুন মাসে মেয়েটি বাড়িতে একাই ছিল ৷ ছেলেটি জোর করে বাড়িতে ঢোকে এবং বলপূর্বক মেয়েটির গলায় মঙ্গলসূত্র (forcibly tied the Mangala sutra) পরিয়ে দেয় ৷ সে মেয়েটিকে ব্ল্যাকমেল করে এবং ধর্ষণ করে ৷ সঙ্গে দাবি করে মেয়েটিকে বলে, "এখন থেকে তুমি আমার স্ত্রী" ৷ মেয়ে পড়ুয়াটি স্বভাবতই খুব ভয় পেয়ে যায় এবং মঙ্গলসূত্রটি লুকিয়ে ফেলে ৷

মেয়েটি কুরনুলে ইন্টারমেডিয়েট সেকেন্ডারিতে পড়াশোনা করছে (Intermediate Secondary in Kurnool) ৷ দশেরার ছুটিতে সে নিজের শহরের বাড়িতে আসে ৷ সেখানেও ছেলেটি মেয়েটির পিছু নেয় ৷ সে মেয়েটিকে কলেজ পর্যন্ত ধাওয়া করে এবং হিংসাত্মক আচরণ করে বলে অভিযোগ ৷ সম্প্রতি মেয়েটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে ৷ এরপর মা অনন্তপুরম দিশা থানায় অভিযোগ দায়ের করে ৷ এই ঘটনায় পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে ৷

অনন্তপুরম, 12 নভেম্বর: সহপাঠীকে দিনের পর দিন ভয় দেখিয়েছে এবং ধর্ষণ করেছে আরেক পড়ুয়া ৷ এমনকী সুযোগ বুঝে মঙ্গলসূত্র পরিয়ে বিয়েও সেরে ফেলেছে পড়ুয়াটি ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে (Fellow student torture in name of love) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমন্ত নামের একটি ছেলে ক্লাসে আরেকটি মেয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল ৷ সেই সুযোগে সে ভালোবাসার কথা জানায় মেয়েটিকে ৷ পাশাপাশি ভালোবাসার নামে মেয়েটিকে উত্যক্ত করতে থাকে ৷ মেয়েটির বাড়িতে কেউ না-থাকলে ছেলেটি প্রায় মেয়েটির বাড়ি যেত ৷ মেয়েটির মা ও বোনকে মেরে ফেলার হুমকি দিত ৷ আর মেয়েটিও সেই ভয়ে খালি বাড়িতে ছেলেটির সঙ্গে সময় কাটাতে বাধ্য হত ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের

এই অত্যাচার ধীরে ধীরে বাড়তে থাকল ৷ এবছর জুন মাসে মেয়েটি বাড়িতে একাই ছিল ৷ ছেলেটি জোর করে বাড়িতে ঢোকে এবং বলপূর্বক মেয়েটির গলায় মঙ্গলসূত্র (forcibly tied the Mangala sutra) পরিয়ে দেয় ৷ সে মেয়েটিকে ব্ল্যাকমেল করে এবং ধর্ষণ করে ৷ সঙ্গে দাবি করে মেয়েটিকে বলে, "এখন থেকে তুমি আমার স্ত্রী" ৷ মেয়ে পড়ুয়াটি স্বভাবতই খুব ভয় পেয়ে যায় এবং মঙ্গলসূত্রটি লুকিয়ে ফেলে ৷

মেয়েটি কুরনুলে ইন্টারমেডিয়েট সেকেন্ডারিতে পড়াশোনা করছে (Intermediate Secondary in Kurnool) ৷ দশেরার ছুটিতে সে নিজের শহরের বাড়িতে আসে ৷ সেখানেও ছেলেটি মেয়েটির পিছু নেয় ৷ সে মেয়েটিকে কলেজ পর্যন্ত ধাওয়া করে এবং হিংসাত্মক আচরণ করে বলে অভিযোগ ৷ সম্প্রতি মেয়েটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে ৷ এরপর মা অনন্তপুরম দিশা থানায় অভিযোগ দায়ের করে ৷ এই ঘটনায় পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.