বুন্দি (রাজস্থান), 9 জুলাই: পথ কুকুরদের আক্রমণে মৃত্যু হল 12 বছরের এক বালকের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দিতে ৷ যে সদর পুলিশ স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি ওই বালকের গ্রামের বাড়ির কাছেই বলে জানা গিয়েছে ৷ মৃত বালকের নাম মঙ্গিলাল ৷
বাচ্চাটি কুকুরের আক্রমণ থেকে পালানোর চেষ্টা করলেও, পারেনি ৷ রাস্তার কুকুরগুলি তাকে তাড়া করে আক্রণ করে ও কামড়ায় বলে জানা গিয়েছে ৷ ঘটনার সময় এলাকায় কেউ উপস্থিত ছিলেন না ৷ ফলে বাচ্চাটিকে তৎক্ষণাত উদ্ধার করা সম্ভব হয়নি ৷ পরে যখন কয়েকজন গ্রামবাসী এই এলাকা থেকে যাচ্ছিলেন, তাঁরা দৃশ্যটি দেখতে পেয়ে মঙ্গিলালকে উদ্ধার করতে এগিয়ে যান ৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ৷ পরে তাকে গুরুতর আহত ও প্রায় অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তার মৃত্যু হয় ৷
সদর পুলিশ স্টেশনের আধিকারিক অরবিন্দ ভরদ্বাজ জানিয়েছেন, মঙ্গিলালের বাবার নাম ভোজরাজ গুর্জর ৷ তিখাবরদা জেলার বাসিন্দা তারা ৷ পুলিশ জানিয়েছে, বালকটি এদিন বোর 6টা নাগাদ চাষের ক্ষেতের দিকে যাচ্ছিল ৷ সেসময় তাকে তাড়া করে একদল পথ কুকুর ৷ পালানোর চেষ্টা করেও সে পারেনি ৷ তার সাড়া শরীরে কুকুরের কামড়ের দাগ ও ক্ষত মিলেছে ৷ কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, খবর দেওয়া হয় মঙ্গিলালের পরিবারকেও ৷ তবে হাসপাতালে মৃত্যু হয় বালকটির ৷
আরও পড়ুন: 3 মাসের ঘুমন্ত শিশুকে খুবলে খেল পথকুকুর
মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, মৃতের শরীরে 30-40টি ক্ষতের চিহ্ন মিলেছে ৷ হাত, পা ও মাথায় কুকুরের কামড়ের দাগ মিলেছে ৷ ক্ষত রয়েছে শরীরের অন্যান্য অংশেও ৷ ঘটনার খবর পেয়েই হাসপাতালে যায় পুলিশ ৷ মৃত বালকের দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ ৷ এলাকায় পুলিশের সংখ্যা নিয়ন্ত্রণে প্রশাসন কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ৷