ETV Bharat / bharat

Stepfather Kills Minor: সৎ বাবার ধর্ষণের শিকার হওয়া নাবালিকা অন্তঃসত্ত্বা, কুকর্ম লুকোতে নির্যাতিতাকে খুন! - ধর্ষণ

Stepfather Murdered Minor after Raping Her:প্রথমে ধর্ষণ পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা ৷ নিজের কুকর্ম লুকোতে তাকে খুন করে রেলক্রসিংয়ের ধারে ফেলে দিল সৎ বাবা ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের ৷

Stepfather raped and killed daughter
মেয়েকে ধর্ষণ করে খুন বাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 1:34 PM IST

ছিন্দওয়াড়া(মধ্যপ্রদেশ), 3 সেপ্টেম্বর: ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নাবালিকা সৎ মেয়েকে খুন করল বাবা ৷ 16 বছরের কিশোরীর দেহ মিলল রেলক্রসিংয়ের ধারে ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার মহখেদ থানা এলাকায় ৷ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওই নাবালিকা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল । দুই চিকিৎসকের একটি দল নাবালিকার ময়নাতদন্ত করেন ।

সূত্রের খবর, অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর তিনটি মেয়ে রয়েছে ৷ তাঁদের মধ্যে দু'জনের বিয়ে হয়ে গিয়েছে ৷ আর নাবালিকা ছোট মেয়েটি তার মা ও সৎ বাবার সঙ্গেই থাকত ৷ সেই সুযোগ নিয়ে অনেক দিন ধরেই সৎ বাবা মেয়েটিকে ধর্ষণ করত । তবে বিপদ বাড়ে, যখন কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৷ তার কুকর্মের কথা জানাজানি হয়ে যাবে বুঝতে পেরে মেয়েটি হত্যা করার পরিকল্পনা করে অভিযুক্ত ৷ সেই অনুযায়ী 30 অগস্ট আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে নিয়ে গদারওয়াড়ায় উদ্দেশে রওনা দেয় সৎ বাবা । তবে গদারওয়াড়ায় পৌঁছনোর আগেই নাবালিকাকে খুন করে অভিযুক্ত ৷ এরপর তাকে ফেলে দেয় গোরেঘাটের রেলক্রসিংয়ের ধারে ।

আরও পড়ুন: যৌন অত্যাচারে সন্তানের জন্ম সৎ মেয়ের, বাবাকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত

মহখেদ থানার ইনচার্জ মহেন্দ্র ভগত জানান, শনিবার গোরেঘাটে রেলক্রসিং-এর কাছে এক নাবালিকের দেহ পড়ে রয়েছে বলে তাঁরা খবর পান । এই খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে মামলার তদন্ত শুরু করে । তদন্তের সময় মৃতকে 16 বছর বয়সি কিশোরী বলে শনাক্ত করা হয় । পুলিশ যখন এই বিষয়ে আরও তদন্ত করে তখন চমকে ওঠে ৷ জানা যায়, নাবালিকার সৎ বাবা তাকে ক্রমাগত ধর্ষণ করত । সন্দেহের ভিত্তিতে তার সৎ বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে মেয়েটিকে ধর্ষণ করত । এর জেরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে তাই তাকে খুন করে সে। এরপরই সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে ।

ছিন্দওয়াড়া(মধ্যপ্রদেশ), 3 সেপ্টেম্বর: ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় নাবালিকা সৎ মেয়েকে খুন করল বাবা ৷ 16 বছরের কিশোরীর দেহ মিলল রেলক্রসিংয়ের ধারে ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার মহখেদ থানা এলাকায় ৷ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওই নাবালিকা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল । দুই চিকিৎসকের একটি দল নাবালিকার ময়নাতদন্ত করেন ।

সূত্রের খবর, অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর তিনটি মেয়ে রয়েছে ৷ তাঁদের মধ্যে দু'জনের বিয়ে হয়ে গিয়েছে ৷ আর নাবালিকা ছোট মেয়েটি তার মা ও সৎ বাবার সঙ্গেই থাকত ৷ সেই সুযোগ নিয়ে অনেক দিন ধরেই সৎ বাবা মেয়েটিকে ধর্ষণ করত । তবে বিপদ বাড়ে, যখন কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৷ তার কুকর্মের কথা জানাজানি হয়ে যাবে বুঝতে পেরে মেয়েটি হত্যা করার পরিকল্পনা করে অভিযুক্ত ৷ সেই অনুযায়ী 30 অগস্ট আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে নিয়ে গদারওয়াড়ায় উদ্দেশে রওনা দেয় সৎ বাবা । তবে গদারওয়াড়ায় পৌঁছনোর আগেই নাবালিকাকে খুন করে অভিযুক্ত ৷ এরপর তাকে ফেলে দেয় গোরেঘাটের রেলক্রসিংয়ের ধারে ।

আরও পড়ুন: যৌন অত্যাচারে সন্তানের জন্ম সৎ মেয়ের, বাবাকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত

মহখেদ থানার ইনচার্জ মহেন্দ্র ভগত জানান, শনিবার গোরেঘাটে রেলক্রসিং-এর কাছে এক নাবালিকের দেহ পড়ে রয়েছে বলে তাঁরা খবর পান । এই খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে মামলার তদন্ত শুরু করে । তদন্তের সময় মৃতকে 16 বছর বয়সি কিশোরী বলে শনাক্ত করা হয় । পুলিশ যখন এই বিষয়ে আরও তদন্ত করে তখন চমকে ওঠে ৷ জানা যায়, নাবালিকার সৎ বাবা তাকে ক্রমাগত ধর্ষণ করত । সন্দেহের ভিত্তিতে তার সৎ বাবাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে মেয়েটিকে ধর্ষণ করত । এর জেরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে তাই তাকে খুন করে সে। এরপরই সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.