ETV Bharat / bharat

Startup Crisis: দেশে সংকটের মুখে স্টার্টআপ কোম্পানিগুলি ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 4:01 PM IST

সংকটের মধ্যে রয়েছে দেশের নতুন স্টার্টআপ কোম্পানিগুলি ৷ খরচ কমানোর জন্য তাই অনেক কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ৷

startups Crisis
স্টার্টআপ কোম্পানি

হায়দরাবাদ: আমাদের দেশে 98 হাজারটিরও বেশি স্টার্টআপ রয়েছে ৷ নতুন উদ্যোগ লালনপালনের জন্য তাদের প্রায় 400টি ইনকিউবেটর সমর্থন করে ৷ এই স্টার্টআপের মূল্য 100 কোটি ডলারেরও বেশি, যা উল্লেখযোগ্য 108টি ইউনিকর্ন । সাম্প্রতিক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে ৷ টানা দু'বছর ধরে স্টার্টআপের ক্ষেত্রে বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে ভারতের উত্থানকে তুলে ধরা হয়েছে প্রতিবেদনগুলিতে ৷ সেখানে চিনের চেয়ে ভারতের বেশি ইউনিকর্ন তৈরির খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷ মনে করা হচ্ছে যে 2025 সালের মধ্যে ভারতে 250টিরও বেশি ইউনিকর্ন তৈরি হবে ৷ এইরকম একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এটি গভীরভাবে লক্ষ্য করার বিষয় যে সারা দেশে অসংখ্য নতুন স্টার্টআপ সংকটের মধ্যে রয়েছে ৷

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি আগে বিশ্লেষণ করেছিল যে দেশে স্টার্টআপের সংখ্যা বার্ষিক দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে ৷ এর জন্য নতুন বিনিয়োগকারীদের ধন্যবাদ দেওয়া হয়েছে ৷ এই বিনিয়োগ করার পর থেকেই চিত্রটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে । 2021 সালে ভারতীয় স্টার্টআপগুলিতে 3 হাজার কোটি ডলারের বিনিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু 2022 সালে এই সংখ্যাটি 2 হাজার কোটি ডলারে নেমে আসে । বর্তমান সূচকগুলি নির্দেশ করে যে পরিমাণটি চলতি বছরের জন্য 1000-1500 কোটি ডলারের বেশি নাও হতে পারে ৷ এক্ষেত্রে তহবিল সংকটের তীব্রতার উপর জোর দেওয়া হয়েছে ।

তাই খরচ কমানোর জন্য অনেক কোম্পানি যতটা সম্ভব তাদের কর্মী সংখ্যা কমাতে বাধ্য হয়েছে । প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে যে এই বছরের প্রথমার্ধে প্রায় 70টি স্টার্টআপ 17 হাজার কর্মী ছাঁটাই করেছে । এছাড়া সাম্প্রতিক তথ্যগুলিতে দেখা যাচ্ছে গত দুই বছরে 1 হাজার 400টি নতুন-যুগের কোম্পানি প্রায় 91 হাজার চাকরি ছাঁটাই করেছে ৷ ওয়ো, ওলা, কারস24 এবং উড়ান-এর মতো বিশিষ্ট নামগুলি এই তালিকায় রয়েছে ৷ গবেষণায় সতর্ক করা হয়েছে যে আগামী বছরে স্টার্টআপের জন্য তহবিলের ক্রমাগত ঘাটতি থাকবে, এর অর্থ হল আরও ছাঁটাই হতে পারে । ক্রমবর্ধমান তহবিল সংকট 'আত্মনির্ভর ভারত' এর ভাবনাতে প্রভাব ফলতে পারে ।

আরও পড়ুন: খরচ কমাতে 19 হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যাকসেঞ্চারের

'স্টার্টআপ ইন্ডিয়া' স্লোগান মোদি সরকার সাত বছর আগে প্রণয়ন করেছিল ৷ যার লক্ষ্য ছিল উদ্ভাবনের জন্য সৃজনশীল মনকে লালন করা । কেন্দ্রীয় মন্ত্রীরা আগেই বলেছে যে ভারতের 1 কোটি ইউনিকম এবং 1 থেকে 2 মিলিয়ন স্টার্টআপ তৈরি করার সম্ভাবনা রয়েছে । কিন্তু এটা কি সত্যিই হচ্ছে? তেলেঙ্গানার মতো কিছু রাজ্য প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য তহবিল সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ।

অন্যদিকে, স্টার্টআপগুলিকে প্রাতিষ্ঠানিক সহায়তার ক্ষেত্রে চরম অবহেলা অন্ধ্রপ্রদেশকে বিহার, ওড়িশা এবং রাজস্থানের নীচে টেনে এনেছে । বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরগুলিতে বিনিয়োগকরীদের আকর্ষণ করার তীব্র প্রতিযোগিতা দেখা গিয়েছে, অন্যরা পিছিয়ে আছে বলে মনে হয় ৷ অর্থনৈতিক সমীক্ষাটি দ্বিতীয় এবং তৃতীয়-স্তরের শহরগুলির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে গ্রাউন্ড-লেভেল সমস্যাগুলিকে জরুরিভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ৷

হায়দরাবাদ: আমাদের দেশে 98 হাজারটিরও বেশি স্টার্টআপ রয়েছে ৷ নতুন উদ্যোগ লালনপালনের জন্য তাদের প্রায় 400টি ইনকিউবেটর সমর্থন করে ৷ এই স্টার্টআপের মূল্য 100 কোটি ডলারেরও বেশি, যা উল্লেখযোগ্য 108টি ইউনিকর্ন । সাম্প্রতিক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে ৷ টানা দু'বছর ধরে স্টার্টআপের ক্ষেত্রে বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে ভারতের উত্থানকে তুলে ধরা হয়েছে প্রতিবেদনগুলিতে ৷ সেখানে চিনের চেয়ে ভারতের বেশি ইউনিকর্ন তৈরির খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷ মনে করা হচ্ছে যে 2025 সালের মধ্যে ভারতে 250টিরও বেশি ইউনিকর্ন তৈরি হবে ৷ এইরকম একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এটি গভীরভাবে লক্ষ্য করার বিষয় যে সারা দেশে অসংখ্য নতুন স্টার্টআপ সংকটের মধ্যে রয়েছে ৷

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি আগে বিশ্লেষণ করেছিল যে দেশে স্টার্টআপের সংখ্যা বার্ষিক দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে ৷ এর জন্য নতুন বিনিয়োগকারীদের ধন্যবাদ দেওয়া হয়েছে ৷ এই বিনিয়োগ করার পর থেকেই চিত্রটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে । 2021 সালে ভারতীয় স্টার্টআপগুলিতে 3 হাজার কোটি ডলারের বিনিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু 2022 সালে এই সংখ্যাটি 2 হাজার কোটি ডলারে নেমে আসে । বর্তমান সূচকগুলি নির্দেশ করে যে পরিমাণটি চলতি বছরের জন্য 1000-1500 কোটি ডলারের বেশি নাও হতে পারে ৷ এক্ষেত্রে তহবিল সংকটের তীব্রতার উপর জোর দেওয়া হয়েছে ।

তাই খরচ কমানোর জন্য অনেক কোম্পানি যতটা সম্ভব তাদের কর্মী সংখ্যা কমাতে বাধ্য হয়েছে । প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে যে এই বছরের প্রথমার্ধে প্রায় 70টি স্টার্টআপ 17 হাজার কর্মী ছাঁটাই করেছে । এছাড়া সাম্প্রতিক তথ্যগুলিতে দেখা যাচ্ছে গত দুই বছরে 1 হাজার 400টি নতুন-যুগের কোম্পানি প্রায় 91 হাজার চাকরি ছাঁটাই করেছে ৷ ওয়ো, ওলা, কারস24 এবং উড়ান-এর মতো বিশিষ্ট নামগুলি এই তালিকায় রয়েছে ৷ গবেষণায় সতর্ক করা হয়েছে যে আগামী বছরে স্টার্টআপের জন্য তহবিলের ক্রমাগত ঘাটতি থাকবে, এর অর্থ হল আরও ছাঁটাই হতে পারে । ক্রমবর্ধমান তহবিল সংকট 'আত্মনির্ভর ভারত' এর ভাবনাতে প্রভাব ফলতে পারে ।

আরও পড়ুন: খরচ কমাতে 19 হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যাকসেঞ্চারের

'স্টার্টআপ ইন্ডিয়া' স্লোগান মোদি সরকার সাত বছর আগে প্রণয়ন করেছিল ৷ যার লক্ষ্য ছিল উদ্ভাবনের জন্য সৃজনশীল মনকে লালন করা । কেন্দ্রীয় মন্ত্রীরা আগেই বলেছে যে ভারতের 1 কোটি ইউনিকম এবং 1 থেকে 2 মিলিয়ন স্টার্টআপ তৈরি করার সম্ভাবনা রয়েছে । কিন্তু এটা কি সত্যিই হচ্ছে? তেলেঙ্গানার মতো কিছু রাজ্য প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য তহবিল সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ।

অন্যদিকে, স্টার্টআপগুলিকে প্রাতিষ্ঠানিক সহায়তার ক্ষেত্রে চরম অবহেলা অন্ধ্রপ্রদেশকে বিহার, ওড়িশা এবং রাজস্থানের নীচে টেনে এনেছে । বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরগুলিতে বিনিয়োগকরীদের আকর্ষণ করার তীব্র প্রতিযোগিতা দেখা গিয়েছে, অন্যরা পিছিয়ে আছে বলে মনে হয় ৷ অর্থনৈতিক সমীক্ষাটি দ্বিতীয় এবং তৃতীয়-স্তরের শহরগুলির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে গ্রাউন্ড-লেভেল সমস্যাগুলিকে জরুরিভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.