ETV Bharat / bharat

Ramoji Film City in MICE: দিল্লিতে এমআইসিই-তে রামোজি ফিল্ম সিটির স্টল, উৎসুক দর্শকরা

দিল্লিতে এমআইসিই-2023 ইভেন্টের আয়োজন করা হয় ৷ যেখানে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছিল। এর মধ্যে রামোজি ফিল্ম সিটির স্টল মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ৷ যেখানে পৌঁছে সকলেই ফিল্ম সিটি সম্পর্কে নানা তথ্য গ্রহণ করেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:26 PM IST

Updated : Sep 29, 2023, 11:07 PM IST

Etv Bharat
ফাইল ছবি
দিল্লিতে এমআইসিই-তে রামোজি ফিল্ম সিটির স্টল

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: ভারত, রাশিয়া এবং অন্যান্য দেশের মধ্যে পর্যটন প্রচারের জন্য শুক্রবার রাজধানী দিল্লিতে কারকারডুমার একটি হোটেলে পর্যটন শিল্পকে ঘিরে দু'দিনের এমআইসিই-2023 প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানে অনান্য দেশের ট্যুরিজমের মতো হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটির স্টল দেওয়া হয় ৷ সেই স্টলে দর্শকদের ভিড় ছিল নজরকাড়া ৷

বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির স্টলে বিপুল সংখ্যক লোক এসে ফিল্ম সিটির পর্যটন গন্তব্যের বৈশিষ্ট্য এবং ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এদিকে, রামোজি ফিল্ম সিটির সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) টিআরএল রাও বলেছেন যে, রামোজি ফিল্ম সিটি ফিল্ম শুটিং, বিবাহ, কর্পোরেট মিটিং এবং ব্যবসায়িক শীর্ষ সম্মেলন-সহ সমস্ত ধরণের ইভেন্টের জন্য একটি আদর্শ গন্তব্য হিসাবে বেছে নেওয়া যেতে পারে ৷ ফিল্ম সিটিতে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি ছবির শুটিং হয়েছে। এছাড়া প্রতি বছর 350 থেকে 400 মতো সম্মেলনেরও আয়োজন করা হয়।

টিআরএল রাও আরও বলেন, "এখান থেকে আসা পর্যটকরা ভালো সুযোগ-সুবিধার অভিজ্ঞতা নিয়ে যান। এ কারণে প্রতি বছর এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, আমরা আমাদের রামোজি ফিল্ম সিটির প্রচার করার সুযোগ পেয়েছি, যা নিয়ে আমরা খুবই খুশি। একই সঙ্গে আমরা রাশিয়া ও অন্যান্য দেশের পর্যটন বোঝার এবং সেখানকার সম্ভাবনার তথ্য পাওয়ার সুযোগও পাচ্ছি। আমরা এই দেশের জনগণকে আমাদের পর্যটন গন্তব্য সম্পর্কেও জানাচ্ছি এবং তাঁদের সঙ্গে আমাদের ফিল্ম সিটির তথ্য শেয়ার করছি। রামোজি ফিল্ম সিটি হল একটি ওয়ান স্টপ সলিউশন যা পর্যটকদের সকল সুবিধা প্রদান করে।"

আরও পড়ুন: রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি

শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, এখানে প্রতি বছর 100 থেকে 125টি বিয়ের আয়োজন করা হয় এবং প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ রামোজি ফিল্ম সিটি দেখতে আসেন। ফিল্ম সিটির বিভিন্ন হোটেলে পর্যটকরা দু'দিন থেকে তিন দিন আতিথেয়তা উপভোগ করেন পর্যটক। বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি হিসেবে গিনেস বুক অফ রেকর্ডসে এই ফিল্ম সিটির নাম নথিভুক্ত করা হয়েছে। এখানে সবরকম অনুষ্ঠান করার জন্য উপযুক্ত জায়গা ৷ তাই সকলকে সাদর আমন্ত্রণ ৷

দিল্লিতে এমআইসিই-তে রামোজি ফিল্ম সিটির স্টল

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: ভারত, রাশিয়া এবং অন্যান্য দেশের মধ্যে পর্যটন প্রচারের জন্য শুক্রবার রাজধানী দিল্লিতে কারকারডুমার একটি হোটেলে পর্যটন শিল্পকে ঘিরে দু'দিনের এমআইসিই-2023 প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানে অনান্য দেশের ট্যুরিজমের মতো হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটির স্টল দেওয়া হয় ৷ সেই স্টলে দর্শকদের ভিড় ছিল নজরকাড়া ৷

বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির স্টলে বিপুল সংখ্যক লোক এসে ফিল্ম সিটির পর্যটন গন্তব্যের বৈশিষ্ট্য এবং ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এদিকে, রামোজি ফিল্ম সিটির সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) টিআরএল রাও বলেছেন যে, রামোজি ফিল্ম সিটি ফিল্ম শুটিং, বিবাহ, কর্পোরেট মিটিং এবং ব্যবসায়িক শীর্ষ সম্মেলন-সহ সমস্ত ধরণের ইভেন্টের জন্য একটি আদর্শ গন্তব্য হিসাবে বেছে নেওয়া যেতে পারে ৷ ফিল্ম সিটিতে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি ছবির শুটিং হয়েছে। এছাড়া প্রতি বছর 350 থেকে 400 মতো সম্মেলনেরও আয়োজন করা হয়।

টিআরএল রাও আরও বলেন, "এখান থেকে আসা পর্যটকরা ভালো সুযোগ-সুবিধার অভিজ্ঞতা নিয়ে যান। এ কারণে প্রতি বছর এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, আমরা আমাদের রামোজি ফিল্ম সিটির প্রচার করার সুযোগ পেয়েছি, যা নিয়ে আমরা খুবই খুশি। একই সঙ্গে আমরা রাশিয়া ও অন্যান্য দেশের পর্যটন বোঝার এবং সেখানকার সম্ভাবনার তথ্য পাওয়ার সুযোগও পাচ্ছি। আমরা এই দেশের জনগণকে আমাদের পর্যটন গন্তব্য সম্পর্কেও জানাচ্ছি এবং তাঁদের সঙ্গে আমাদের ফিল্ম সিটির তথ্য শেয়ার করছি। রামোজি ফিল্ম সিটি হল একটি ওয়ান স্টপ সলিউশন যা পর্যটকদের সকল সুবিধা প্রদান করে।"

আরও পড়ুন: রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি

শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, এখানে প্রতি বছর 100 থেকে 125টি বিয়ের আয়োজন করা হয় এবং প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ রামোজি ফিল্ম সিটি দেখতে আসেন। ফিল্ম সিটির বিভিন্ন হোটেলে পর্যটকরা দু'দিন থেকে তিন দিন আতিথেয়তা উপভোগ করেন পর্যটক। বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি হিসেবে গিনেস বুক অফ রেকর্ডসে এই ফিল্ম সিটির নাম নথিভুক্ত করা হয়েছে। এখানে সবরকম অনুষ্ঠান করার জন্য উপযুক্ত জায়গা ৷ তাই সকলকে সাদর আমন্ত্রণ ৷

Last Updated : Sep 29, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.